
রাশিয়া, ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভিগা সমুদ্রতীর থেকে ১২০ কিলোমিটার দূরে সাগরের তলদেশের ৪৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ভিগা উপকূলের কাছাকাছি শহরগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে, গত ৩ এপ্রিল তিন দেশে ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের সুমাত্রা দ্বীপের নিয়াস অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রা, রাশিয়ার পূর্ব উপকূলে ৬ দশমিক ৯ মাত্রার এবং পাপুয়া নিউগিনিতে ৭ দশমিক ২ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।