ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িমারী স্থল বন্দরে আমদানি রপ্তানি ও ইমিগ্রেশন তিন দিনের জন্য বন্ধ

  • লালমনিরহাট জেলা প্রতিনিধি :-
  • প্রকাশিত সময় :- ১১:২৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ১৬৬ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

বুড়িমারী স্থলবন্দর ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বুড়িমারী স্থল বন্দর ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ৩দিন আমদানি রপ্তানি ও দুই দেশের মানুষের যাতায়াতে বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় কর্তৃপক্ষ।

বুধবার (১৭ এপ্রিল) সকালে বুড়িমারী স্থল বন্দরের আমদানি রপ্তানি ও দুই দেশের স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়।

বুড়িমারী স্থল বন্দর সূত্রে জানা গেছে , ভারতে লোকসভা নির্বাচনের আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্যে সাত দফায় পার্লামেন্টের নিম্নকক্ষের ৫৪৩টি আসনে এই নির্বাচন হবে। তাই বুড়িমারী স্থল বন্দরে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিন আমদানি রপ্তানি ও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। আগামী ২০ এপ্রিল থেকে যথারীতি দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আহসান কবির পলাশ বলেন, আজ সকাল ৯ টা থেকে ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় কর্তৃপক্ষ তিন দিন বন্ধ ঘোষণা করেন। আগামী ২০ এপ্রিল (শনিবার) সকাল ৯টা থেকে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা অবাধে চলাচল করতে পারবেন।

এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান সততা নিশ্চিত করে বলেন। এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোন লিখিত চিঠি পাইনি।

আরও পড়ুন>>৮০ কিমি বেগে ঝড়ের আভাস, বন্দরে সতর্কতা

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ১ মে ২০২৪

বুড়িমারী স্থল বন্দরে আমদানি রপ্তানি ও ইমিগ্রেশন তিন দিনের জন্য বন্ধ

প্রকাশিত সময় :- ১১:২৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বুড়িমারী স্থল বন্দর ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ৩দিন আমদানি রপ্তানি ও দুই দেশের মানুষের যাতায়াতে বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় কর্তৃপক্ষ।

বুধবার (১৭ এপ্রিল) সকালে বুড়িমারী স্থল বন্দরের আমদানি রপ্তানি ও দুই দেশের স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়।

বুড়িমারী স্থল বন্দর সূত্রে জানা গেছে , ভারতে লোকসভা নির্বাচনের আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্যে সাত দফায় পার্লামেন্টের নিম্নকক্ষের ৫৪৩টি আসনে এই নির্বাচন হবে। তাই বুড়িমারী স্থল বন্দরে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিন আমদানি রপ্তানি ও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। আগামী ২০ এপ্রিল থেকে যথারীতি দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আহসান কবির পলাশ বলেন, আজ সকাল ৯ টা থেকে ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় কর্তৃপক্ষ তিন দিন বন্ধ ঘোষণা করেন। আগামী ২০ এপ্রিল (শনিবার) সকাল ৯টা থেকে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা অবাধে চলাচল করতে পারবেন।

এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান সততা নিশ্চিত করে বলেন। এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোন লিখিত চিঠি পাইনি।

আরও পড়ুন>>৮০ কিমি বেগে ঝড়ের আভাস, বন্দরে সতর্কতা

নিউজবিজয়২৪/এফএইচএন