ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিষ প্রয়োগে মাছ নিধন-এ কেমন শত্রুতা

লালম‌নিরহাটের আদিতমারী মৎস্য চাষী কাচু মিয়ার লিজ পুকুরে বিষ প্রয়োগ করে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৯ এপ্রিল) রাতে কে বা কাহারা মাছ নিধনের বিষ প্রয়োগ করে ওই পুকুরে। পরে মাছ মরে পচে গিয়ে ভেসে উঠলে এলাকাবাসী জড়ো হয়ে নিয়ে যায়।
এ ঘটনায় মৎস্য চাষী কাচু মিয়া বাদী হয়ে গতকাল মঙ্গলবার কয়েকজনকে অজ্ঞাত নামে আসামী করে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার পর থেকে পুকুরে রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির গভীর জ্বলের মাছ মরে ভেসে ওঠে। জানাজানি হলে আশেপাশের এলাকা থেকে মানুষ ছুটে আসে। অনেকেই পচে যাওয়া এসব মাছ সংগ্রহ করে নিয়ে যায়। পরে মৎস্য চাষী কাচু জাল টেনে পচা মাছ তুলে ফেলেন।

মৎস্য চাষী কাচু মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। আমার পারিবারিক অবস্থা ভালো না আমি অন্যের পুকুর নিয়ে মাছ চাষাবাদ করি। গরিবের ভালো কেউ দেখতে চায় না। কোনদিন না খেয়ে থাকলেও কেউ খোঁজ খবর নেয় না। আমার পরিবারে বাবা-মা সহ সবাই আমার উপর নির্ভরশীল মাছ চাষ ও ইটের ব্যবসা করে আমার সংসার চলে। ব্রাক এনজিও থেকে এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করি এবং পূর্বের জমানো এক লক্ষ ৬০ হাজার টাকা সহ মোট তিন লক্ষ টাকা লিজকৃত পুকুরের পিছনে ব্যয় করি। আমার পুকুরের মাছ ধ্বংস হওয়াতে এখন আমি নিঃস্ব প্রায়।

আদিতমারী মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। উনাকে পরামর্শ দিয়েছি। সার্বিক খোজখবর নেওয়া হচ্ছে।

আদিতমারী থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন>> পজেলা নির্বাচনে সেনাবাহিনী থাকছে না

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

বিষ প্রয়োগে মাছ নিধন-এ কেমন শত্রুতা

প্রকাশিত সময় :- ১০:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

লালম‌নিরহাটের আদিতমারী মৎস্য চাষী কাচু মিয়ার লিজ পুকুরে বিষ প্রয়োগ করে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৯ এপ্রিল) রাতে কে বা কাহারা মাছ নিধনের বিষ প্রয়োগ করে ওই পুকুরে। পরে মাছ মরে পচে গিয়ে ভেসে উঠলে এলাকাবাসী জড়ো হয়ে নিয়ে যায়।
এ ঘটনায় মৎস্য চাষী কাচু মিয়া বাদী হয়ে গতকাল মঙ্গলবার কয়েকজনকে অজ্ঞাত নামে আসামী করে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার পর থেকে পুকুরে রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির গভীর জ্বলের মাছ মরে ভেসে ওঠে। জানাজানি হলে আশেপাশের এলাকা থেকে মানুষ ছুটে আসে। অনেকেই পচে যাওয়া এসব মাছ সংগ্রহ করে নিয়ে যায়। পরে মৎস্য চাষী কাচু জাল টেনে পচা মাছ তুলে ফেলেন।

মৎস্য চাষী কাচু মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। আমার পারিবারিক অবস্থা ভালো না আমি অন্যের পুকুর নিয়ে মাছ চাষাবাদ করি। গরিবের ভালো কেউ দেখতে চায় না। কোনদিন না খেয়ে থাকলেও কেউ খোঁজ খবর নেয় না। আমার পরিবারে বাবা-মা সহ সবাই আমার উপর নির্ভরশীল মাছ চাষ ও ইটের ব্যবসা করে আমার সংসার চলে। ব্রাক এনজিও থেকে এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করি এবং পূর্বের জমানো এক লক্ষ ৬০ হাজার টাকা সহ মোট তিন লক্ষ টাকা লিজকৃত পুকুরের পিছনে ব্যয় করি। আমার পুকুরের মাছ ধ্বংস হওয়াতে এখন আমি নিঃস্ব প্রায়।

আদিতমারী মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। উনাকে পরামর্শ দিয়েছি। সার্বিক খোজখবর নেওয়া হচ্ছে।

আদিতমারী থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন>> পজেলা নির্বাচনে সেনাবাহিনী থাকছে না

নিউজবিজয়২৪/এফএইচএন