ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বদলগাছীতে সড়কের কালভার্ট ভাঙ্গলো ট্রাকের ভারে

নওগঁার বদলগাছীতে মালবোঝাই ট্রাকের ভারে ভেঙে গেছে সড়কের কালভার্ট। কালভার্টটি ভেঙ্গে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে এই দূর্ঘটনাটি ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বদলগাছী-পত্নীতলা আ লিক সড়কের চাকরাইল বটতলী নামক স্থানে পূণ্যবাহী ঐ ট্রাকটি কালভার্ট ভেঙে স্লাবসহ খালের মধ্যে পড়ে আছে। ভ্যান, নসিমন, ইজিবাইক সেখানে যাত্রী নামিয়ে দিচ্ছে। যাত্রীরা ঝুঁকি নিয়ে ভাঙা কালভার্টে নেমে কোনো রকমে পার হচ্ছে। কালভার্ট ভেঙে পড়ায় যোগাযোগ ব‍্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সড়কের চাকরাইল বটতলা নামক স্থানের কালভার্টটি অনেক পুরোনো হওয়ায় কালভার্টি ভেঙে গেছে। সকাল ৬টার দিকে ১০চাকার একটি মালবাহী ট্রাক মাতাজী থেকে বদলগাছী দিকে যাবার সময় কালভার্ট ভেঙে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন এবং রাস্তার ঠিকাদারের লোকজন এসে বুলডোজারের সাহায্যে গাড়ীটিকে গর্ত থেকে তুলে দেয়। এর কিছু পর সকাল সাড়ে ৯টার দিকে নওগঁা থেকে আসা মাতাজীগামী একটি ট্রাক কালভার্ট ভাঙা দেখে তার পাশ দিয়ে যেতে গিয়ে পুকুরের পাড়ের নিচে চাকা নেমে যায়। ট্রাক পড়ে যাবার পর রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পাশে থাকা ঠিকাদারের লোকজন এসে বুলডোজারের মাধ্যমে ব্রীজটিকে তুলে গর্তে পাথর বালি দিয়ে মেরামত করতে থাকে আর স্থানীয় লোকজন এসে ট্রাকের মালামাল ট্রাক থেকে নামাতে থাকে। খবরপেয়ে বদলগাছী থানা পুলিশের এসআই মেহেদী ঘটনাস্থলে পরিদর্শন করেন।
পুকুরে হেলে পড়া ট্রাকের চালক হাসিন বলেন, আমি নওগঁা থেকে আটা ভূসি নিয়ে মাতাজী যাবার কথা। হঠাৎ চাকরাইল বটতলী এসে ভাঙা কালভার্টের পাশ দিয়ে যাবার চেষ্টা করলে আমার গাড়ী পুকুরের পাড়ের নিচে হেলে পড়ে।
এলাকার স্থানীয় কিছু ব্যক্তি জানান, সকাল সাড়ে ৬টায় দিকে ১০চাকার একটি মালবোঝাই ট্রাক এই কালভার্টে উঠলে সেটা ভেঙে পড়ে। স্থানীয় এলাকাবাসী ও সড়কের নির্মাণের কাজের লোকজন বুলডোজার নিয়ে এসে গাড়িটিকে গর্ত থেকে তুলে দেয়। এর কিছু পরে সকাল সাড়ে ৯টায় আবারো একটি ট্রাক কালভার্টে এসে পড়ে যায়। প্রতিদিনই প্রায় এই সড়কে ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। কারণ হিসাবে তারা বলেন, সড়কের চলমান কাজের ঠিকাদারের উদাসিনতা ও সড়ক জসপদের গাফিলতির কারণে সড়কের কাজ চলছে খুব ধিরে। আর এভাবে কাজ চলতে থাকলে প্রতিনিয়ত ঘটবে দূর্ঘটনা।
বদলগাছী সদর ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। আমার পরিষদের দুইজন গ্রামপুলিশকে ঘটনাস্থলে রেখেছি সার্বিক সহযোগিতা এবং যানজট মুক্ত করার জন‍্য।
এ বিষয়ে নওগঁা সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, ঘটনাটি আমি জানার পর সাথে সাথে সড়কে কর্মরত ঠিকাদারকে বিষয়টি জানায়। ঠিকাদার তার শ্রমিক দিয়ে দুপুরের দিকে কালভার্টের যায়গাটি ভরাট করে যান চলচলের উপযোগী করেছে।
নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

বদলগাছীতে সড়কের কালভার্ট ভাঙ্গলো ট্রাকের ভারে

প্রকাশিত সময় :- ০৭:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

নওগঁার বদলগাছীতে মালবোঝাই ট্রাকের ভারে ভেঙে গেছে সড়কের কালভার্ট। কালভার্টটি ভেঙ্গে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে এই দূর্ঘটনাটি ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বদলগাছী-পত্নীতলা আ লিক সড়কের চাকরাইল বটতলী নামক স্থানে পূণ্যবাহী ঐ ট্রাকটি কালভার্ট ভেঙে স্লাবসহ খালের মধ্যে পড়ে আছে। ভ্যান, নসিমন, ইজিবাইক সেখানে যাত্রী নামিয়ে দিচ্ছে। যাত্রীরা ঝুঁকি নিয়ে ভাঙা কালভার্টে নেমে কোনো রকমে পার হচ্ছে। কালভার্ট ভেঙে পড়ায় যোগাযোগ ব‍্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সড়কের চাকরাইল বটতলা নামক স্থানের কালভার্টটি অনেক পুরোনো হওয়ায় কালভার্টি ভেঙে গেছে। সকাল ৬টার দিকে ১০চাকার একটি মালবাহী ট্রাক মাতাজী থেকে বদলগাছী দিকে যাবার সময় কালভার্ট ভেঙে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন এবং রাস্তার ঠিকাদারের লোকজন এসে বুলডোজারের সাহায্যে গাড়ীটিকে গর্ত থেকে তুলে দেয়। এর কিছু পর সকাল সাড়ে ৯টার দিকে নওগঁা থেকে আসা মাতাজীগামী একটি ট্রাক কালভার্ট ভাঙা দেখে তার পাশ দিয়ে যেতে গিয়ে পুকুরের পাড়ের নিচে চাকা নেমে যায়। ট্রাক পড়ে যাবার পর রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পাশে থাকা ঠিকাদারের লোকজন এসে বুলডোজারের মাধ্যমে ব্রীজটিকে তুলে গর্তে পাথর বালি দিয়ে মেরামত করতে থাকে আর স্থানীয় লোকজন এসে ট্রাকের মালামাল ট্রাক থেকে নামাতে থাকে। খবরপেয়ে বদলগাছী থানা পুলিশের এসআই মেহেদী ঘটনাস্থলে পরিদর্শন করেন।
পুকুরে হেলে পড়া ট্রাকের চালক হাসিন বলেন, আমি নওগঁা থেকে আটা ভূসি নিয়ে মাতাজী যাবার কথা। হঠাৎ চাকরাইল বটতলী এসে ভাঙা কালভার্টের পাশ দিয়ে যাবার চেষ্টা করলে আমার গাড়ী পুকুরের পাড়ের নিচে হেলে পড়ে।
এলাকার স্থানীয় কিছু ব্যক্তি জানান, সকাল সাড়ে ৬টায় দিকে ১০চাকার একটি মালবোঝাই ট্রাক এই কালভার্টে উঠলে সেটা ভেঙে পড়ে। স্থানীয় এলাকাবাসী ও সড়কের নির্মাণের কাজের লোকজন বুলডোজার নিয়ে এসে গাড়িটিকে গর্ত থেকে তুলে দেয়। এর কিছু পরে সকাল সাড়ে ৯টায় আবারো একটি ট্রাক কালভার্টে এসে পড়ে যায়। প্রতিদিনই প্রায় এই সড়কে ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। কারণ হিসাবে তারা বলেন, সড়কের চলমান কাজের ঠিকাদারের উদাসিনতা ও সড়ক জসপদের গাফিলতির কারণে সড়কের কাজ চলছে খুব ধিরে। আর এভাবে কাজ চলতে থাকলে প্রতিনিয়ত ঘটবে দূর্ঘটনা।
বদলগাছী সদর ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। আমার পরিষদের দুইজন গ্রামপুলিশকে ঘটনাস্থলে রেখেছি সার্বিক সহযোগিতা এবং যানজট মুক্ত করার জন‍্য।
এ বিষয়ে নওগঁা সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, ঘটনাটি আমি জানার পর সাথে সাথে সড়কে কর্মরত ঠিকাদারকে বিষয়টি জানায়। ঠিকাদার তার শ্রমিক দিয়ে দুপুরের দিকে কালভার্টের যায়গাটি ভরাট করে যান চলচলের উপযোগী করেছে।
নিউজবিজয়/এফএইচএন