ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বদলগাছীতে শত্রুতার বলি হলো জমির কলাগাছ

নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে বিরোধ।প্রতিপক্ষের শত্রুতার বলি হলো সদ‍্য লাগানো জমির কলাগাছ। ঘটনাটি ঘটেছে বদলগাছীর রামপুর গ্রামে।

গত ২২শে জানুয়ারি বৃহস্পতিবার রাত ১০টায় বদলগাছী উপজেলার মথরাপুর ইউপির রামপুর গ্রামে সানোয়ার হোসেনের কবলা রেজিস্ট্রি জমির সদ‍্য লাগানো কলা গাছ কেটে গোড়া উপড়ে ফেলে জমি দখল চেষ্টা করেন প্রতিপক্ষ খালেক হোসেন,রায়চান,এরফান হোসেন সহ পরিবারের লোকজন। এর আগেও একই জমি নিজের বলে দাবী করে বিভিন্ন ঘটনা ঘটিয়েছে বলে গ্রামবাসী জানান। এ ব‍্যপারে ঘটনার পরপরই বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী সানোয়ার হোসেন।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জমির সকল কলা গাছ কাটা এবং গাছের গোড়া উপড়ে ফেলা। সানোয়ার হোসেন বাড়ীতে না থাকার সুযোগে জমিটি সানোয়ারের ভাবি,ভাতিজারা দেখাশুনা করতো বলে গ্রামবাসীরা বলেন। গত ২২শে জানুয়ারী বৃহস্পতিবার রাত ১০টার পর চিৎকারের শব্দ শুনে ঘটনাস্থলে গ্রামবাসী এসে দেখে কলাগাছ গুলো কাটা। ঘটনার সময় ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় নি। কারন রায়চান,এরফান সব সময় মানুষের সাথে ঝামেলা করে।

স্থানীয় গ্রামবাসী জানান, মথরাপুর ইউপির চাপাইনগর গ্রামের সানোয়ার হোসেন এই জমিটি দীর্ঘ ২৩বছর পূর্বে রামপুর গ্রামের আব্দুস সালামের নিকট থেকে কবলা রেজিস্ট্রি নিয়ে ভোগদখল করছে। হঠাৎ গত বছর রামপুর গ্রামের ভূমি দস্যু রায়চান,খালেক,এরফান জমিটি নিজের বলে দাবী করে এবং জমি ছেড়ে দিতে হুমকি দেয়। রায়চান,খালেক,এরফান গ্রামের জমি দখলবাজ,ভূমিদস‍্যু হিসেবে এরা পরিচিত। নিজের জমি না হলেও অন্য যে কারো জমিতে এরা ঝামেলা সৃষ্টি করে।

স্থানীয় গ্রামবাসী আরও বলেন,সানোয়ার কাজের সুবাদে ঢাকায় অবস্থান করে। এই সুবাধে রামপুর গ্রামের খালেক,রায়চান,এরফান, ডালিম সহ প্রায় ১০জন লোক ২২শে জানুয়ারি রাত আনু:১০টায় জমির পাশে বসবাস করা সানোয়ারের ভাবি,ভাতিজাকে বাড়ীর মধ‍্যে আটকে ফেলে কলা গাছ গুলো কেঁটে ফেলে।

এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, এ ব‍্যপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব‍্যবস্থা নেওয়া হবে।

নিউজ বিজয় ২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

হজযাত্রীদের বিমানে আগুন, অতঃপর…

বদলগাছীতে শত্রুতার বলি হলো জমির কলাগাছ

প্রকাশিত সময় :- ০২:৩৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে বিরোধ।প্রতিপক্ষের শত্রুতার বলি হলো সদ‍্য লাগানো জমির কলাগাছ। ঘটনাটি ঘটেছে বদলগাছীর রামপুর গ্রামে।

গত ২২শে জানুয়ারি বৃহস্পতিবার রাত ১০টায় বদলগাছী উপজেলার মথরাপুর ইউপির রামপুর গ্রামে সানোয়ার হোসেনের কবলা রেজিস্ট্রি জমির সদ‍্য লাগানো কলা গাছ কেটে গোড়া উপড়ে ফেলে জমি দখল চেষ্টা করেন প্রতিপক্ষ খালেক হোসেন,রায়চান,এরফান হোসেন সহ পরিবারের লোকজন। এর আগেও একই জমি নিজের বলে দাবী করে বিভিন্ন ঘটনা ঘটিয়েছে বলে গ্রামবাসী জানান। এ ব‍্যপারে ঘটনার পরপরই বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী সানোয়ার হোসেন।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জমির সকল কলা গাছ কাটা এবং গাছের গোড়া উপড়ে ফেলা। সানোয়ার হোসেন বাড়ীতে না থাকার সুযোগে জমিটি সানোয়ারের ভাবি,ভাতিজারা দেখাশুনা করতো বলে গ্রামবাসীরা বলেন। গত ২২শে জানুয়ারী বৃহস্পতিবার রাত ১০টার পর চিৎকারের শব্দ শুনে ঘটনাস্থলে গ্রামবাসী এসে দেখে কলাগাছ গুলো কাটা। ঘটনার সময় ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় নি। কারন রায়চান,এরফান সব সময় মানুষের সাথে ঝামেলা করে।

স্থানীয় গ্রামবাসী জানান, মথরাপুর ইউপির চাপাইনগর গ্রামের সানোয়ার হোসেন এই জমিটি দীর্ঘ ২৩বছর পূর্বে রামপুর গ্রামের আব্দুস সালামের নিকট থেকে কবলা রেজিস্ট্রি নিয়ে ভোগদখল করছে। হঠাৎ গত বছর রামপুর গ্রামের ভূমি দস্যু রায়চান,খালেক,এরফান জমিটি নিজের বলে দাবী করে এবং জমি ছেড়ে দিতে হুমকি দেয়। রায়চান,খালেক,এরফান গ্রামের জমি দখলবাজ,ভূমিদস‍্যু হিসেবে এরা পরিচিত। নিজের জমি না হলেও অন্য যে কারো জমিতে এরা ঝামেলা সৃষ্টি করে।

স্থানীয় গ্রামবাসী আরও বলেন,সানোয়ার কাজের সুবাদে ঢাকায় অবস্থান করে। এই সুবাধে রামপুর গ্রামের খালেক,রায়চান,এরফান, ডালিম সহ প্রায় ১০জন লোক ২২শে জানুয়ারি রাত আনু:১০টায় জমির পাশে বসবাস করা সানোয়ারের ভাবি,ভাতিজাকে বাড়ীর মধ‍্যে আটকে ফেলে কলা গাছ গুলো কেঁটে ফেলে।

এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, এ ব‍্যপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব‍্যবস্থা নেওয়া হবে।

নিউজ বিজয় ২৪/এফএইচএন