ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পুকুরে, নিহত ২

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৭:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • ৩৮৩ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

বগুড়ার শেরপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তরুণ-তরুণী নিহত হয়েছেন। আজ রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ান গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া পৌরসভার নিশিন্ধারা মন্ডলপাড়া এলাকার হিরুর ছেলে জাকারিয়া জাকির (২৪) ও নাটোরের বড়াইল উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত ফকিরের মেয়ে রানী খাতুন (১৯)। নিহতদের কাছে থাকা জন্মসনদ ও নাগরিকত্ব সার্টিফিকেটে নাম-ঠিকানা পাওয়া গেছে।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন জানান, শেরপুর উপজেলা শহর থেকে প্রাইভেটকারটি বেশ দ্রুতগতিতে খানপুরের সড়ক দিয়ে যাচ্ছিল। পথে ছাতিয়ান গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তবে গাড়িটি পুকুর থেকে তোলা সম্ভব হয়নি। পুলিশের ক্রেন দিয়ে গাড়িটি তোলার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা যায়- ওই কারে আরও দুজন ছিলেন। তারা ঘটনার পরপরই কার থেকে বের হয়ে চলে যায়। উদ্ধার হওয়া মরদেহ কোনো ক্ষতের চিহ্ন নেই। তারা কীভাবে মারা গেছে এটা এখনো নিশ্চিত নই। তবে শ্বাস-প্রশ্বাস নিতে না পেরে মারা যেতে পারেন। এটা পুলিশ ভালো বলতে পারবে।

শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা বলেন, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হইনি এখনো। মরদেহ এখনো পুলিশি হেফাজতে আছে। আমরা নিহতদের পরিবারের খোঁজ পাওয়ার চেষ্টা করছি। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ১ মে ২০২৪

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পুকুরে, নিহত ২

প্রকাশিত সময় :- ০৭:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩

বগুড়ার শেরপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তরুণ-তরুণী নিহত হয়েছেন। আজ রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ান গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া পৌরসভার নিশিন্ধারা মন্ডলপাড়া এলাকার হিরুর ছেলে জাকারিয়া জাকির (২৪) ও নাটোরের বড়াইল উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত ফকিরের মেয়ে রানী খাতুন (১৯)। নিহতদের কাছে থাকা জন্মসনদ ও নাগরিকত্ব সার্টিফিকেটে নাম-ঠিকানা পাওয়া গেছে।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন জানান, শেরপুর উপজেলা শহর থেকে প্রাইভেটকারটি বেশ দ্রুতগতিতে খানপুরের সড়ক দিয়ে যাচ্ছিল। পথে ছাতিয়ান গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তবে গাড়িটি পুকুর থেকে তোলা সম্ভব হয়নি। পুলিশের ক্রেন দিয়ে গাড়িটি তোলার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা যায়- ওই কারে আরও দুজন ছিলেন। তারা ঘটনার পরপরই কার থেকে বের হয়ে চলে যায়। উদ্ধার হওয়া মরদেহ কোনো ক্ষতের চিহ্ন নেই। তারা কীভাবে মারা গেছে এটা এখনো নিশ্চিত নই। তবে শ্বাস-প্রশ্বাস নিতে না পেরে মারা যেতে পারেন। এটা পুলিশ ভালো বলতে পারবে।

শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা বলেন, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হইনি এখনো। মরদেহ এখনো পুলিশি হেফাজতে আছে। আমরা নিহতদের পরিবারের খোঁজ পাওয়ার চেষ্টা করছি। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবিজয়২৪/এফএইচএন