ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামের রৌমারী ভিজিএফ চাল সুষ্ঠু বন্ঠনে সাংবাদিক ও প্রশাসন মাঠে থাকবে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ,দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর কতৃক সারা বাংলাদেশের ৬৪টি জেলায় ৪৯২টি উপজেলার জন্য আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশে উপজেলা, পৌরসভায় ভিজিএফের খাদ্যশস্য প্রদান তালিকা প্রনয়ন চলছে। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রৌমারীতে ভিজিএফ তালিকা করা হচ্ছে। ৮৭.৭৯.২০৩টি এবং ক. খ. ও গ ক্যাটাগরীতে ৩২৯ টি পৌরসভার জন্য ১২.৫৩.৮৫১টি সর্বমোট ৮৭.৭৯.২০৩.+১২.৫৩.৮৫১=১.০০.৩৩.০৫৪টি কার্ডের বিপরীতে কার্ড প্রতি ১০ কেজি হারে এক লক্ষ তিনশত ত্রিশ দশমিক চুযান্ন মেঃটন চাল আগামী ১৫ এপ্রিলের মধ্যে উত্তোলনসহ বিতরণের কাজ শেষ করতে বলা হয়েছে। দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের নির্দেশ মোতাবেক রৌমারীতে ভিজিএফ এর নাম তালিকা প্রনয়নের কাজ চলছে। প্রতিবছর হতদরিদ্র মানুষের ত্রাণ বিতরণে নানা দূনীতি পরিলক্ষিত হওয়ায় ্এবছর উপজেলা প্রশাসন ত্রাণ কমিটি ও সাংবাদিকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে ভিজিএফ এর চাল সুষ্ঠু বন্ঠনে মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও সাংবাদিক মাঠে থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের আলোকে রৌমারী উপজেলা প্রেসক্লাব জরুরী সভা আহবান করে । সভায় উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোস্তাফিজুর রহমান তারা সকল সদস্যদের বলেন, সারাদেশের ন্যায় পবিত্র ্ঈদুল ফিতর উপলক্ষে রৌমারীর ৬টি ইউনিয়নে ৪৮ হাজার ১শ ১১ পরিবারের জন্য ১০ কেজি হারে ৪ লাখ ৮১ হাজার ১শ ১০ কেজি চাল বরাদ্দ দিয়েছে সরকার । যাতে সরকারের দেয়া ত্রাণ সুসম বন্ঠনের মাধ্যমে তালিকা অনুযায়ী প্রত্যেকই ১০ কেজি করে চাল পায় তাহা নিশ্চিতের লক্ষ্যে সকল সাংবাদিক চাল উত্তোলন থেকে শুরু করে বন্ঠন শেষ না হওয়া পর্যন্ত সকল সাংবাদিককে বন্ঠন স্থলে থাকার অনুবোধ জানান। এব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বি বলেন, সরকারের ভিষন বাস্তবায়নে যাতে করে সরকারি ঈদ উপহার তালিকা অনুযায়ী সকলই পায় তা নিশ্চিতে কঠোর ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান ঈমান আলি ইমন বলেন, স্বচ্ছতা জবাব দেহিতা নিশ্চিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। চাল বিতরণের স্থানে কোন চাল ক্রেতার চটি থাকবেনা সুষ্ঠু বন্ঠনে সারাক্ষণ মানটরিং চলবে। তিনি আরো বলেন,রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নে যাথাক্রমে দাঁতভাঙ্গা ইউনিয়নে ৭৬৮৮ পরিবার-শৌলমারী ইউনিয়নে ৬৪১৮টি পরিবার,বন্দবেড় ইউনিয়নে ৭৬৯৮ পরিবার,রৌমারী সদর ১১৩৯৮ পরিবার,যাদুরচর ইউপিতে ৮১৭৮টি পরিবার,চর শৌলমারী ইউপিতে ৬৭৩১টি পবিারকে এত্রান দেয়া হবে। আলোচনায় উল্লেখ্য করা হয় দশকেজির বেশি কেউ ভিজিএফ এর চাল নিতে পারবেনা। তবে প্রশাসনের এমন যুগোপযোগী সিদ্ধান্তকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ২৭ এপ্রিল ২০২৪

কুড়িগ্রামের রৌমারী ভিজিএফ চাল সুষ্ঠু বন্ঠনে সাংবাদিক ও প্রশাসন মাঠে থাকবে

প্রকাশিত সময় :- ০২:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ,দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর কতৃক সারা বাংলাদেশের ৬৪টি জেলায় ৪৯২টি উপজেলার জন্য আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশে উপজেলা, পৌরসভায় ভিজিএফের খাদ্যশস্য প্রদান তালিকা প্রনয়ন চলছে। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রৌমারীতে ভিজিএফ তালিকা করা হচ্ছে। ৮৭.৭৯.২০৩টি এবং ক. খ. ও গ ক্যাটাগরীতে ৩২৯ টি পৌরসভার জন্য ১২.৫৩.৮৫১টি সর্বমোট ৮৭.৭৯.২০৩.+১২.৫৩.৮৫১=১.০০.৩৩.০৫৪টি কার্ডের বিপরীতে কার্ড প্রতি ১০ কেজি হারে এক লক্ষ তিনশত ত্রিশ দশমিক চুযান্ন মেঃটন চাল আগামী ১৫ এপ্রিলের মধ্যে উত্তোলনসহ বিতরণের কাজ শেষ করতে বলা হয়েছে। দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের নির্দেশ মোতাবেক রৌমারীতে ভিজিএফ এর নাম তালিকা প্রনয়নের কাজ চলছে। প্রতিবছর হতদরিদ্র মানুষের ত্রাণ বিতরণে নানা দূনীতি পরিলক্ষিত হওয়ায় ্এবছর উপজেলা প্রশাসন ত্রাণ কমিটি ও সাংবাদিকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে ভিজিএফ এর চাল সুষ্ঠু বন্ঠনে মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও সাংবাদিক মাঠে থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের আলোকে রৌমারী উপজেলা প্রেসক্লাব জরুরী সভা আহবান করে । সভায় উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোস্তাফিজুর রহমান তারা সকল সদস্যদের বলেন, সারাদেশের ন্যায় পবিত্র ্ঈদুল ফিতর উপলক্ষে রৌমারীর ৬টি ইউনিয়নে ৪৮ হাজার ১শ ১১ পরিবারের জন্য ১০ কেজি হারে ৪ লাখ ৮১ হাজার ১শ ১০ কেজি চাল বরাদ্দ দিয়েছে সরকার । যাতে সরকারের দেয়া ত্রাণ সুসম বন্ঠনের মাধ্যমে তালিকা অনুযায়ী প্রত্যেকই ১০ কেজি করে চাল পায় তাহা নিশ্চিতের লক্ষ্যে সকল সাংবাদিক চাল উত্তোলন থেকে শুরু করে বন্ঠন শেষ না হওয়া পর্যন্ত সকল সাংবাদিককে বন্ঠন স্থলে থাকার অনুবোধ জানান। এব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বি বলেন, সরকারের ভিষন বাস্তবায়নে যাতে করে সরকারি ঈদ উপহার তালিকা অনুযায়ী সকলই পায় তা নিশ্চিতে কঠোর ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান ঈমান আলি ইমন বলেন, স্বচ্ছতা জবাব দেহিতা নিশ্চিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। চাল বিতরণের স্থানে কোন চাল ক্রেতার চটি থাকবেনা সুষ্ঠু বন্ঠনে সারাক্ষণ মানটরিং চলবে। তিনি আরো বলেন,রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নে যাথাক্রমে দাঁতভাঙ্গা ইউনিয়নে ৭৬৮৮ পরিবার-শৌলমারী ইউনিয়নে ৬৪১৮টি পরিবার,বন্দবেড় ইউনিয়নে ৭৬৯৮ পরিবার,রৌমারী সদর ১১৩৯৮ পরিবার,যাদুরচর ইউপিতে ৮১৭৮টি পরিবার,চর শৌলমারী ইউপিতে ৬৭৩১টি পবিারকে এত্রান দেয়া হবে। আলোচনায় উল্লেখ্য করা হয় দশকেজির বেশি কেউ ভিজিএফ এর চাল নিতে পারবেনা। তবে প্রশাসনের এমন যুগোপযোগী সিদ্ধান্তকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে।

নিউজবিজয়২৪/এফএইচএন