ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে ইউপি সদস্যকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

লালমনিরহাটের কালীগঞ্জে যুবলীগ কর্মী আয়নালের ওপর হামলার ঘটনায় জড়িত ইউপি সদস্য রমজানকে দ্রুত গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুর ১ টার দিকে ওই উপজেলা পরিষদ চত্বরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আহত যুবলীগ কর্মীর পরিবারসহ প্রায় শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়। পরে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে জমা দেন তারা।

আহত আয়নাল ওই উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকার আজিজুল ইসলামের ছেলে। সে কাকিনা ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। অভিযুক্ত রমজান আলী কাকিনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।

জানা যায়, গত ১৫ই এপ্রিল রাতে কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকায় সরকারি ঘর বিক্রির প্রতিবাদ করায় আয়নাল নামের এক যুবলীগ কর্মীর উপর বর্বোচিত হামলা চালিয়ে তার পায়ের ও হাতের রগ কর্তন করে ইউপি সদস্য রমজানসহ তার লোকজন। আহত আয়নাল বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গত ১৭ ই এপ্রিল রমজান ও তার লোকজনের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দেওয়ার এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।

মানববন্ধনে যুবলীগ কর্মী আয়নাল হকের স্ত্রী মুন্নী বেগম বলেন, রমজান মেম্বার আমার স্বামীকে কুপিয়ে আহত করে পায়ের রগ কেটে দিয়েও এখন সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুন>>৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

কালীগঞ্জে ইউপি সদস্যকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত সময় :- ০৬:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

লালমনিরহাটের কালীগঞ্জে যুবলীগ কর্মী আয়নালের ওপর হামলার ঘটনায় জড়িত ইউপি সদস্য রমজানকে দ্রুত গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুর ১ টার দিকে ওই উপজেলা পরিষদ চত্বরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আহত যুবলীগ কর্মীর পরিবারসহ প্রায় শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়। পরে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে জমা দেন তারা।

আহত আয়নাল ওই উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকার আজিজুল ইসলামের ছেলে। সে কাকিনা ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। অভিযুক্ত রমজান আলী কাকিনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।

জানা যায়, গত ১৫ই এপ্রিল রাতে কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকায় সরকারি ঘর বিক্রির প্রতিবাদ করায় আয়নাল নামের এক যুবলীগ কর্মীর উপর বর্বোচিত হামলা চালিয়ে তার পায়ের ও হাতের রগ কর্তন করে ইউপি সদস্য রমজানসহ তার লোকজন। আহত আয়নাল বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গত ১৭ ই এপ্রিল রমজান ও তার লোকজনের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দেওয়ার এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।

মানববন্ধনে যুবলীগ কর্মী আয়নাল হকের স্ত্রী মুন্নী বেগম বলেন, রমজান মেম্বার আমার স্বামীকে কুপিয়ে আহত করে পায়ের রগ কেটে দিয়েও এখন সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুন>>৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া

নিউজবিজয়২৪/এফএইচএন