ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ঈদের জামাতে ব্যবসায়ীকে গুলি

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৪:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
  • ২৭৬ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ঈদের জামাতে মোস্তাক ভূঁইয়া নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। আহত মোস্তাক গোলাবাড়ি এলাকার সামসুল মিয়ার ছেলে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় ৫ নং পাঁচথুবী ইউনিয়নে গোলাবাড়ি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। গুলিবিদ্ধ মোস্তাকের ভাই শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ঈদের নামাজের আগমুহূর্তে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে ফরিদ মিয়ার ছেলে রুবেল। গত ২৫ ডিসেম্বর নির্বাচনের আগের দিন তার ঘর থেকে র‌্যাব অভিযান পরিচালনা করে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনার পর আমার ভাই মোস্তাককে সন্দেহ করে তারা। পরে আমার ওপরও হামলা হয়। রুবেলসহ সাতজনকে আসামি করে মামলা করে আমার ভাই মোস্তাক। এ নিয়ে বিরোধের জের ধরেই আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে গুলি করে। তাদের নামে একাধিক মামলা থাকলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। রুবেল নগরীর চকবাজার আলোচিত অস্ত্রের মহড়াতেও জড়িত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাঁচথুবী ইউনিয়ন চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শুনেছি রুবেল ঈদের নামাজের শুরুর ৫ মিনিট আগে গুলি করেছে মোস্তাককে। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত করছে।
কুমেকের দায়িত্বরত ডাক্তার পলাশ বিশ্বাস জানান, আহত মোস্তাকের পায়ে গুলি লেগেছে। অপারেশন করে তা বের করা হয়েছে। এখন তাকে রক্ত দেওয়া হচ্ছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় রুবেল নামে একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজ বিজয়/নজরুল

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

বাড়ল ডিজেল, পেট্রল ও অকটেনের দাম

কুমিল্লায় ঈদের জামাতে ব্যবসায়ীকে গুলি

প্রকাশিত সময় :- ০৪:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ঈদের জামাতে মোস্তাক ভূঁইয়া নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। আহত মোস্তাক গোলাবাড়ি এলাকার সামসুল মিয়ার ছেলে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় ৫ নং পাঁচথুবী ইউনিয়নে গোলাবাড়ি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। গুলিবিদ্ধ মোস্তাকের ভাই শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ঈদের নামাজের আগমুহূর্তে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে ফরিদ মিয়ার ছেলে রুবেল। গত ২৫ ডিসেম্বর নির্বাচনের আগের দিন তার ঘর থেকে র‌্যাব অভিযান পরিচালনা করে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনার পর আমার ভাই মোস্তাককে সন্দেহ করে তারা। পরে আমার ওপরও হামলা হয়। রুবেলসহ সাতজনকে আসামি করে মামলা করে আমার ভাই মোস্তাক। এ নিয়ে বিরোধের জের ধরেই আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে গুলি করে। তাদের নামে একাধিক মামলা থাকলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। রুবেল নগরীর চকবাজার আলোচিত অস্ত্রের মহড়াতেও জড়িত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাঁচথুবী ইউনিয়ন চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শুনেছি রুবেল ঈদের নামাজের শুরুর ৫ মিনিট আগে গুলি করেছে মোস্তাককে। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত করছে।
কুমেকের দায়িত্বরত ডাক্তার পলাশ বিশ্বাস জানান, আহত মোস্তাকের পায়ে গুলি লেগেছে। অপারেশন করে তা বের করা হয়েছে। এখন তাকে রক্ত দেওয়া হচ্ছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় রুবেল নামে একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজ বিজয়/নজরুল