ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

৪৫ পেরিয়ে ৪৬ বছরে বিএনপি

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৯:৪৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • ২৪৭ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

বিএনপির মনোগ্রাম

১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর আজ ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার ৪৬ বছরে পা দিচ্ছে বাংলাদেশ জাতীয়াতাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে সেপ্টেম্বর জুড়ে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে একদফার আন্দোলনকে চূড়ান্ত ধাপে রূপ দেয়ার চিন্তাভাবনা দলটি। পাশাপাশি সরকারের একতরফা নির্বাচনও রুখে দিয়ে লড়াইয়ে টিকে থাকতে চায় বিএনপি।

৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর বেলা ৩ টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্ত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে। র‌্যালিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, দলের কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ করবে দলটি। অনুষ্ঠানে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিন সারাদেশের ইউনিটগুলোতে নিজ নিজ সুবিধানুযায়ী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। ইউনিটগুলো নিজেদের সুবিধাজনক সময়ে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর রমনা গ্রিনের সবুজ চত্বরে জিয়াউর রহমান বিএনপির পতাকা ওড়ান। দলীয় সূত্রমতে, ২০০৯ সাল থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে এক লাখ ৩৮ হাজার ৭১টি। এসব মামলায় আসামি ৪১ লাখ ৪৫ হাজার ৬৭৯ জন। একই সময়ে নিহত হয়েছে এক হাজার ৫৩৯ নেতাকর্মী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে নিহত হয়েছে ৭৯৯ নেতাকর্মী। আর গুম হয়েছে ৭৮১ নেতাকর্মী।

২৮ জুলাই থেকে একদফা কর্মসূচিতে পুলিশ-আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হামলা-সংঘর্ষ ঘটনায় গত মঙ্গলবার পর্যন্ত নতুন মামলা হয়েছে ৩২৭টি। এতে আসামি করা হয়েছে ১৩ হাজার ৪৩০ জন। এর মধ্যে গ্রেপ্তার এক হাজার ৬২০ জন। আহত হয়েছে এক হাজার ২৫০ জন।

বিএনপি নেতাদের দাবি, জেল-হেফাজতে মারা গেছেন সহস্রাধিক নেতাকর্মী। হামলার শিকারে হয়ে পঙ্গুত্ববরণ করেছেন অনেকে। গুম করা হয়েছে নেতাকর্মীদের। তারপরও বিএনপি সাংগঠনিকভাবে টিকে আছে। দল ভাঙেনি, অন্য দলেও কোনো নেতা যোগ দেয়নি। মামলায় জর্জরিত হয়েও বিএনপি মাঠ ছাড়েনি। এবার সরকার পতনে একদফা আন্দোলন যুগপৎ ধারায় নতুন জোট গঠন করা হয়েছে। একযোগে যুগপৎ আন্দোলন করছে ৩৬ দল। ইসলামী আন্দোলন, বাম গণতান্ত্রিক জোটসহ বেশ কয়েকটি দলও আলাদাভাবে সরকারের পদত্যাগ দাবিতে আন্দোলন করছে।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন

৪৫ পেরিয়ে ৪৬ বছরে বিএনপি

প্রকাশিত সময় :- ০৯:৪৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩

১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর আজ ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার ৪৬ বছরে পা দিচ্ছে বাংলাদেশ জাতীয়াতাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে সেপ্টেম্বর জুড়ে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে একদফার আন্দোলনকে চূড়ান্ত ধাপে রূপ দেয়ার চিন্তাভাবনা দলটি। পাশাপাশি সরকারের একতরফা নির্বাচনও রুখে দিয়ে লড়াইয়ে টিকে থাকতে চায় বিএনপি।

৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর বেলা ৩ টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্ত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে। র‌্যালিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, দলের কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ করবে দলটি। অনুষ্ঠানে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিন সারাদেশের ইউনিটগুলোতে নিজ নিজ সুবিধানুযায়ী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। ইউনিটগুলো নিজেদের সুবিধাজনক সময়ে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর রমনা গ্রিনের সবুজ চত্বরে জিয়াউর রহমান বিএনপির পতাকা ওড়ান। দলীয় সূত্রমতে, ২০০৯ সাল থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে এক লাখ ৩৮ হাজার ৭১টি। এসব মামলায় আসামি ৪১ লাখ ৪৫ হাজার ৬৭৯ জন। একই সময়ে নিহত হয়েছে এক হাজার ৫৩৯ নেতাকর্মী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে নিহত হয়েছে ৭৯৯ নেতাকর্মী। আর গুম হয়েছে ৭৮১ নেতাকর্মী।

২৮ জুলাই থেকে একদফা কর্মসূচিতে পুলিশ-আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হামলা-সংঘর্ষ ঘটনায় গত মঙ্গলবার পর্যন্ত নতুন মামলা হয়েছে ৩২৭টি। এতে আসামি করা হয়েছে ১৩ হাজার ৪৩০ জন। এর মধ্যে গ্রেপ্তার এক হাজার ৬২০ জন। আহত হয়েছে এক হাজার ২৫০ জন।

বিএনপি নেতাদের দাবি, জেল-হেফাজতে মারা গেছেন সহস্রাধিক নেতাকর্মী। হামলার শিকারে হয়ে পঙ্গুত্ববরণ করেছেন অনেকে। গুম করা হয়েছে নেতাকর্মীদের। তারপরও বিএনপি সাংগঠনিকভাবে টিকে আছে। দল ভাঙেনি, অন্য দলেও কোনো নেতা যোগ দেয়নি। মামলায় জর্জরিত হয়েও বিএনপি মাঠ ছাড়েনি। এবার সরকার পতনে একদফা আন্দোলন যুগপৎ ধারায় নতুন জোট গঠন করা হয়েছে। একযোগে যুগপৎ আন্দোলন করছে ৩৬ দল। ইসলামী আন্দোলন, বাম গণতান্ত্রিক জোটসহ বেশ কয়েকটি দলও আলাদাভাবে সরকারের পদত্যাগ দাবিতে আন্দোলন করছে।

নিউজবিজয়২৪/এফএইচএন