ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

২৮ কুড়িগ্রাম ৪ আসনে মনোনয় সংগ্রহ করেছেন যারা

নির্বাচন বর্জন করলো বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল

প্রাথমিক গন শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি সাবেক ১ – শহিদুল ইসলাম শালু সহভাপতি উপজেলা আওয়ামী লীগ রৌমারী ২-রাজু আহমেদ খোকা সভাপতি সদর ইউনিয়ন আওয়ামী লীগ ৩- এডভোকেট মাসুম ইকবাল জেলা সদস্য আওয়ামী লীগ কুড়িগ্রাম ৪, বিপ্লব হাসান পলাশ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি আইন বিষয়ক সম্পাদক ৫, হাজি মুরাদ লতিফ উপজেলা সহসভাপতি আওয়ামী লীগ রৌমারী ৬,অধ্যক্ষ ফজলুল হক মনি সাবেক আহবায়ক উপজেলা রৌমারী আওয়ামী লীগ ৭, এডভোকেট আমজাদ হোসেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ৮,- রেজাউল ইসলাম মিনু উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সহসভাপতি ৯,চর রাজিবপুর উপজেলা থেকে আকবর হোসেন হিরো চেয়ারম্যান উপজেলা পরিষদ সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লাীগ বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য ১০, বীর মুক্তযোদ্ধা কমাান্ডার আব্দুল হাই সরকার সভাপতি উপজেলা আওয়ামী লীগ রাজিবপুর ১১- শফিউল আলম সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান চর রাজিবপুর ১২-মশিউর রহমান রতন ১৩-
সিফাত হোসেন ১৪ । চিলমারী েেথকে ডাঃ ফারুকুল ইসলাম ইউনিয়ন আওয়ামীগের সদস্য চিলমারী ১৫- জাহাঙ্গীর আলম সদস্য উপজেলা আওমী লীগ চিলমারী ১৬- সাজেদ হোসেন তাতা উপজেলা সদস্য আওমী লীগ চিলমারী ১৭- রেজাাউল করিম লিচু সাধারণ সম্পাদক উপজেলা আওমী লীগ চিলমারী ১৮, রহিমজ্জামান সমন উপজেলা আওমী লীগের সাংগঠনিক সম্পাদক ১৯- জাবের হোসেন ২০। নৌকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এবার জাতীয় র্পাটির নাঙ্গলের মনোনয়নপত্র রৌমারী একে এম সাইফুল ইসলাম বাবলু ২১ একে এম ফজলুল হক মন্ডল ২২, চিলমারী, শাহিন আলম উপজেলা পরিষদ চেয়ারম্যান ২৩,বাদুল হোসেন ২৪ – আব্দর রাজ্জাক ২৫। জাতীয় পার্টির জেপি রুহুল আমিন সাবেক এমপি ২৬।

২৮ কুড়িগ্রাম ৪ আসনে মনোনয়ন প্রত্যাশি আওয়ামী লীগের নৌকায় ২০জন। জাতীয় পার্টির লাঙ্গল এর প্রার্থী ৫ জন, জাতীয় পার্টির জেপির সাইকেল নিয়ে একজন এআসনটিতে ২৬ জন মনোনয়ন সংগ্রহ করেছে বলে প্রার্থীদের বরাত দিয়ে জানা গেছে। তবে কে পাচ্ছেন দলের প্রতিক এনিয়েই ব্যস্তসময় পার করছেন মনোনয়ন প্রত্যাশিরা। দলের প্রধান কর্তারা কঠর নজরদারিতে রয়েছে বলেও সুৃত্রদের বরাত দিয়ে জানা গেছে।
নিউজবিজয়/এফএইচএন / মাজহারুল ইসলাম

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

২৮ কুড়িগ্রাম ৪ আসনে মনোনয় সংগ্রহ করেছেন যারা

প্রকাশিত সময় :- ০৭:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

প্রাথমিক গন শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি সাবেক ১ – শহিদুল ইসলাম শালু সহভাপতি উপজেলা আওয়ামী লীগ রৌমারী ২-রাজু আহমেদ খোকা সভাপতি সদর ইউনিয়ন আওয়ামী লীগ ৩- এডভোকেট মাসুম ইকবাল জেলা সদস্য আওয়ামী লীগ কুড়িগ্রাম ৪, বিপ্লব হাসান পলাশ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি আইন বিষয়ক সম্পাদক ৫, হাজি মুরাদ লতিফ উপজেলা সহসভাপতি আওয়ামী লীগ রৌমারী ৬,অধ্যক্ষ ফজলুল হক মনি সাবেক আহবায়ক উপজেলা রৌমারী আওয়ামী লীগ ৭, এডভোকেট আমজাদ হোসেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ৮,- রেজাউল ইসলাম মিনু উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সহসভাপতি ৯,চর রাজিবপুর উপজেলা থেকে আকবর হোসেন হিরো চেয়ারম্যান উপজেলা পরিষদ সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লাীগ বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য ১০, বীর মুক্তযোদ্ধা কমাান্ডার আব্দুল হাই সরকার সভাপতি উপজেলা আওয়ামী লীগ রাজিবপুর ১১- শফিউল আলম সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান চর রাজিবপুর ১২-মশিউর রহমান রতন ১৩-
সিফাত হোসেন ১৪ । চিলমারী েেথকে ডাঃ ফারুকুল ইসলাম ইউনিয়ন আওয়ামীগের সদস্য চিলমারী ১৫- জাহাঙ্গীর আলম সদস্য উপজেলা আওমী লীগ চিলমারী ১৬- সাজেদ হোসেন তাতা উপজেলা সদস্য আওমী লীগ চিলমারী ১৭- রেজাাউল করিম লিচু সাধারণ সম্পাদক উপজেলা আওমী লীগ চিলমারী ১৮, রহিমজ্জামান সমন উপজেলা আওমী লীগের সাংগঠনিক সম্পাদক ১৯- জাবের হোসেন ২০। নৌকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এবার জাতীয় র্পাটির নাঙ্গলের মনোনয়নপত্র রৌমারী একে এম সাইফুল ইসলাম বাবলু ২১ একে এম ফজলুল হক মন্ডল ২২, চিলমারী, শাহিন আলম উপজেলা পরিষদ চেয়ারম্যান ২৩,বাদুল হোসেন ২৪ – আব্দর রাজ্জাক ২৫। জাতীয় পার্টির জেপি রুহুল আমিন সাবেক এমপি ২৬।

২৮ কুড়িগ্রাম ৪ আসনে মনোনয়ন প্রত্যাশি আওয়ামী লীগের নৌকায় ২০জন। জাতীয় পার্টির লাঙ্গল এর প্রার্থী ৫ জন, জাতীয় পার্টির জেপির সাইকেল নিয়ে একজন এআসনটিতে ২৬ জন মনোনয়ন সংগ্রহ করেছে বলে প্রার্থীদের বরাত দিয়ে জানা গেছে। তবে কে পাচ্ছেন দলের প্রতিক এনিয়েই ব্যস্তসময় পার করছেন মনোনয়ন প্রত্যাশিরা। দলের প্রধান কর্তারা কঠর নজরদারিতে রয়েছে বলেও সুৃত্রদের বরাত দিয়ে জানা গেছে।
নিউজবিজয়/এফএইচএন / মাজহারুল ইসলাম