ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৮:৩৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • ২৩৯ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

জেনিনে সবশেষ বিমান হামলার পরের ছবি। ছবি: বিবিসি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চালানো এই হামলায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪ হাজার ৬৫১ জনেরও বেশি ফিলিস্তিনি।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে কেবল গাজা শহরেই প্রাণ হারিয়েছেন আড়াই শতাধিক।

সোমবার (২৩ অক্টোবর) ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা বিষয়টি নিশ্চিত করেছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে এদিনই গাজায় সবচেয়ে বড় বোমা হামলা হয়েছে। এই হামলায় মাত্র ২৪ ঘণ্টায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ওয়াফা নিউজ এজেন্সির তথ্যানুসারে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় ২৫টিরও বেশি বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। কোনও সতর্কবার্তা ছাড়াই অনেক বেসামরিক নাগরিকের বাড়িঘরে হামলা চালানো হয়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের এ নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুর সংখ্যাই ১ হাজার ৭০০ জনেরও বেশি। হামলায় আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

যদিও ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে হামাসের যোদ্ধাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজার বেসামরিক মানুষ।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

রাজধানীতে রাত ১১টার পর চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির

২৪ ঘণ্টায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত

প্রকাশিত সময় :- ০৮:৩৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চালানো এই হামলায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪ হাজার ৬৫১ জনেরও বেশি ফিলিস্তিনি।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে কেবল গাজা শহরেই প্রাণ হারিয়েছেন আড়াই শতাধিক।

সোমবার (২৩ অক্টোবর) ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা বিষয়টি নিশ্চিত করেছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে এদিনই গাজায় সবচেয়ে বড় বোমা হামলা হয়েছে। এই হামলায় মাত্র ২৪ ঘণ্টায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ওয়াফা নিউজ এজেন্সির তথ্যানুসারে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় ২৫টিরও বেশি বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। কোনও সতর্কবার্তা ছাড়াই অনেক বেসামরিক নাগরিকের বাড়িঘরে হামলা চালানো হয়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের এ নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুর সংখ্যাই ১ হাজার ৭০০ জনেরও বেশি। হামলায় আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

যদিও ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে হামাসের যোদ্ধাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজার বেসামরিক মানুষ।

নিউজবিজয়/এফএইচএন