ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছেনা একটিও পণ্য

চলতি রমজান মাসে নিত্যপণ্যের দামে উর্দ্ধগতিতে ক্রেতা সাধারণের ভোগান্তি যখন চরমে, তখন ক্রেতার দূদর্শার কথা মাথায় রেখে সরকার ২৯টি নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়। কিন্তু এর একটিও সরকারের নির্ধারিত দামে বিক্রি হচ্ছেনা উত্তরের জনপদ দিনাজপুরের হিলিতে। মানা হচ্ছেনা সরকারের নির্দেশনা। অনেক বিক্রেতা জানেনা সরকারের বেঁধে দেয়া নিত্যপণ্যের দামের কথা। সংশ্লিষ্টের গাফিতলির কারণে বাস্তবায়ন হচ্ছেনা বলে অভিযোগ ক্রেতা সাধারণের ।

নিত্যপণ্যের বাজার ঘুরে দেখা যায়, মাছ, মুরগী, গরুর মাংস, ডাল, ছোলা, পেঁয়াজ, আলুসহ সব পণ্য বিক্রি হচ্ছে চড়া দামে। গরুর মাংস সরকারের বেঁধে দেয়া দাম ৬৬৫ টাকা। কিন্তু ব্যবসায়ীদের খেয়াল খুশি মত ৭শ’ থেকে ৭২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বয়লার মুরগী ১৯০ টাকা, সোনালী ২৮০ টাকা এবং দেশী মুরগী ৫২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতল মাছ ২২০ টাকা এবং পাঙ্গাস মাছ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আলু ৪৫ টাকা, পেঁয়াজ ৫৫ টাকা, রসুন ১২০ টাকা, আদা ২০০ টাকা। এ ছাড়াও মসুর ডাল (চিকন) ১৪০ টাকা, ছোলা ১০৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
উপজেলার বাংলা হিলি বাজারের মাংস কিনতে আসা গোলাম রব্বানী জানান, সরকার গরুর মাংসের দাম ৬৬৫ টাকা নির্ধারণ করেছে। কিন্তু ব্যবসায়ীরা আগের দামে বিক্রি করছেন। তিনি অভিযোগ করে বলেন, সরকার নির্ধারিত দাম তো দুরের কথা আগের থেকে আরো ২০ টাকা দাম বেড়েছে। সরকার দাম নির্ধারণ করে ঘরে বসে থাকলে তো আর দাম কমবেনা। নিয়মিত বাজার মনিটরিংয়ের অভাবে কোন কিছুর দাম কমছেনা।

এদিকে গরুর মাংস ব্যাবসায়ী বকুল হোসেন জানান, সরকার দাম কমিয়েছে কিন্তু গরুর দাম তো আর কমেনি। তাই সরকারের দামে বিক্রি করলে লোকশান গুনতে হবে।

দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালম মমতাজ সুলতানা জানান, বেশ কিছু জটিলতার কারণে সরকার নির্ধারিত দাম নিয়ে কাজ করা যাচ্ছে না। এটা সময়ের ব্যপার। এছাড়া এলাকা ভেদে ওই ২৯ টি পণ্যের উৎপাদন ও পরিবহন খরচ এক নয়। ফলে দামের তারতম্য হতে পারে।

আরও পড়ুন>>স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

হিলিতে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছেনা একটিও পণ্য

প্রকাশিত সময় :- ০৮:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চলতি রমজান মাসে নিত্যপণ্যের দামে উর্দ্ধগতিতে ক্রেতা সাধারণের ভোগান্তি যখন চরমে, তখন ক্রেতার দূদর্শার কথা মাথায় রেখে সরকার ২৯টি নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়। কিন্তু এর একটিও সরকারের নির্ধারিত দামে বিক্রি হচ্ছেনা উত্তরের জনপদ দিনাজপুরের হিলিতে। মানা হচ্ছেনা সরকারের নির্দেশনা। অনেক বিক্রেতা জানেনা সরকারের বেঁধে দেয়া নিত্যপণ্যের দামের কথা। সংশ্লিষ্টের গাফিতলির কারণে বাস্তবায়ন হচ্ছেনা বলে অভিযোগ ক্রেতা সাধারণের ।

নিত্যপণ্যের বাজার ঘুরে দেখা যায়, মাছ, মুরগী, গরুর মাংস, ডাল, ছোলা, পেঁয়াজ, আলুসহ সব পণ্য বিক্রি হচ্ছে চড়া দামে। গরুর মাংস সরকারের বেঁধে দেয়া দাম ৬৬৫ টাকা। কিন্তু ব্যবসায়ীদের খেয়াল খুশি মত ৭শ’ থেকে ৭২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বয়লার মুরগী ১৯০ টাকা, সোনালী ২৮০ টাকা এবং দেশী মুরগী ৫২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতল মাছ ২২০ টাকা এবং পাঙ্গাস মাছ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আলু ৪৫ টাকা, পেঁয়াজ ৫৫ টাকা, রসুন ১২০ টাকা, আদা ২০০ টাকা। এ ছাড়াও মসুর ডাল (চিকন) ১৪০ টাকা, ছোলা ১০৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
উপজেলার বাংলা হিলি বাজারের মাংস কিনতে আসা গোলাম রব্বানী জানান, সরকার গরুর মাংসের দাম ৬৬৫ টাকা নির্ধারণ করেছে। কিন্তু ব্যবসায়ীরা আগের দামে বিক্রি করছেন। তিনি অভিযোগ করে বলেন, সরকার নির্ধারিত দাম তো দুরের কথা আগের থেকে আরো ২০ টাকা দাম বেড়েছে। সরকার দাম নির্ধারণ করে ঘরে বসে থাকলে তো আর দাম কমবেনা। নিয়মিত বাজার মনিটরিংয়ের অভাবে কোন কিছুর দাম কমছেনা।

এদিকে গরুর মাংস ব্যাবসায়ী বকুল হোসেন জানান, সরকার দাম কমিয়েছে কিন্তু গরুর দাম তো আর কমেনি। তাই সরকারের দামে বিক্রি করলে লোকশান গুনতে হবে।

দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালম মমতাজ সুলতানা জানান, বেশ কিছু জটিলতার কারণে সরকার নির্ধারিত দাম নিয়ে কাজ করা যাচ্ছে না। এটা সময়ের ব্যপার। এছাড়া এলাকা ভেদে ওই ২৯ টি পণ্যের উৎপাদন ও পরিবহন খরচ এক নয়। ফলে দামের তারতম্য হতে পারে।

আরও পড়ুন>>স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে

নিউজবিজয়২৪/এফএইচএন