ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল ভর্তিতে শূন্য আসনের তথ্য দেয়ার সময় বাড়লো ৩ দিন

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৬:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ২৩৪ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ছবি: সংগৃহীত

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য শূন্য আসনের তথ্য এন্ট্রি দেয়ার সময় বাড়লো তিনদিন। সফটওয়্যার জটিলতা ও টেলিটক তথ্য দিতে না পারায় এ সময় বাড়ানো হলো। মঙ্গলবার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিনের সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে শূন্য আসনে তথ্য এন্ট্রির সময় নির্ধারণ ছিল ১৭ অক্টোবর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে না পারায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশনের সময় ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।

প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্য তথ্যাদি ২০ অক্টোবরের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের লিংক gsa.teletalk.com.bd-এ প্রবেশ করে টেলিটক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রদান করতে হবে।

এর আগে সোমবার জারি করা এক আদেশে সরকারি-বেসরকারি স্কুলগুলোকে শূন্য আসনের তথ্য এন্ট্রি করতে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এরই প্রেক্ষিতে এ তথ্য এন্ট্রি শুরু হয়। আগামী শিক্ষাবর্ষে দেশের সব সরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ এবং সব মহানগর ও জেলার সদর উপজেলার বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে লটারির মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে।

২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত তারিখের মধ্যে সব প্রতিষ্ঠান প্রধানকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

স্কুল ভর্তিতে শূন্য আসনের তথ্য দেয়ার সময় বাড়লো ৩ দিন

প্রকাশিত সময় :- ০৬:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য শূন্য আসনের তথ্য এন্ট্রি দেয়ার সময় বাড়লো তিনদিন। সফটওয়্যার জটিলতা ও টেলিটক তথ্য দিতে না পারায় এ সময় বাড়ানো হলো। মঙ্গলবার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিনের সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে শূন্য আসনে তথ্য এন্ট্রির সময় নির্ধারণ ছিল ১৭ অক্টোবর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে না পারায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশনের সময় ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।

প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্য তথ্যাদি ২০ অক্টোবরের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের লিংক gsa.teletalk.com.bd-এ প্রবেশ করে টেলিটক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রদান করতে হবে।

এর আগে সোমবার জারি করা এক আদেশে সরকারি-বেসরকারি স্কুলগুলোকে শূন্য আসনের তথ্য এন্ট্রি করতে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এরই প্রেক্ষিতে এ তথ্য এন্ট্রি শুরু হয়। আগামী শিক্ষাবর্ষে দেশের সব সরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ এবং সব মহানগর ও জেলার সদর উপজেলার বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে লটারির মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে।

২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত তারিখের মধ্যে সব প্রতিষ্ঠান প্রধানকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

নিউজবিজয়/এফএইচএন