ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল-কলেজ বন্ধের বিষয়ে মাউশি যা বলছে

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০১:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • ৩৭০ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, গরমের কারণে এ মুহূর্তে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বন্ধের কোনো পরিকল্পনা নেই।

মাউশি মহাপরিচালকো বলেন, গরমে যদি স্কুল-কলেজ বন্ধ করে দেই, সঠিক সময়ে সিলেবাস শেষ করা কঠিন হয়ে পড়বে। তবে এ অবস্থার অবনতি হলে চিন্তা করে দেখব। গতকাল রোববার তিনি এসব কথা বলেন।

এদিকে, তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।

এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমে বলেন, ‘প্রাথমিকের বাচ্চারা ছোট, তাদের অসুবিধা বেশি। যদি স্কুল-কলেজ বন্ধ করে দেই, সঠিক সময়ে সিলেবাস শেষ করা কঠিন হয়ে পড়বে।’

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আজ সোমবার থেকে সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। অর্থাৎ এ ৪ দিন শিশুদের বিদ্যালয়ে যেতে হবে না।

এর আগে দাবদাহের কারণে সারা দেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

গাজায় নিহত মায়ের পেট থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

স্কুল-কলেজ বন্ধের বিষয়ে মাউশি যা বলছে

প্রকাশিত সময় :- ০১:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, গরমের কারণে এ মুহূর্তে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বন্ধের কোনো পরিকল্পনা নেই।

মাউশি মহাপরিচালকো বলেন, গরমে যদি স্কুল-কলেজ বন্ধ করে দেই, সঠিক সময়ে সিলেবাস শেষ করা কঠিন হয়ে পড়বে। তবে এ অবস্থার অবনতি হলে চিন্তা করে দেখব। গতকাল রোববার তিনি এসব কথা বলেন।

এদিকে, তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।

এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমে বলেন, ‘প্রাথমিকের বাচ্চারা ছোট, তাদের অসুবিধা বেশি। যদি স্কুল-কলেজ বন্ধ করে দেই, সঠিক সময়ে সিলেবাস শেষ করা কঠিন হয়ে পড়বে।’

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আজ সোমবার থেকে সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। অর্থাৎ এ ৪ দিন শিশুদের বিদ্যালয়ে যেতে হবে না।

এর আগে দাবদাহের কারণে সারা দেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়।

নিউজবিজয়২৪/এফএইচএন