ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৭

  • আন্তর্জাতিক ডেস্ক "-
  • প্রকাশিত সময় :- ১১:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ২৫৬ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সমর্থিত ২টি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরান সমর্থিত যোদ্ধাদের অন্তত ৭ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

ফক্স নিউজের একজন সাংবাদিকের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও বিবিসি। সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের ওপর ইরান সমর্থিত গোষ্ঠীর হামলার জেরেই আত্মরক্ষামূলক এসব হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটি।

রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে জানান, ‘মার্কিন সামরিক বাহিনী রোববার পূর্ব সিরিয়ায় ইসলামি রেভুলশনারি গার্ড গ্রুপ (আইআরজিসি) এবং ইরান-সংশ্লিষ্ট গ্রুপগুলোর ব্যবহৃত স্থাপনায় হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার জবাবে তা করা হয়েছে।’

তিনি বলেন, ‘আবু কামাল এবং মায়াদিন নগরীতে যথাক্রমে একটি প্রশিক্ষণ স্থাপনা এবং একটি সেইফ হোমে ওই হামলা দুটি চালানো হয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মার্কিন কর্মীদের নিরাপত্তার চেয়ে প্রেসিডেন্টের কাছে কোনো উচ্চ অগ্রাধিকার নেই। তিনি আজকের পদক্ষেপের নির্দেশ দিয়ে স্পষ্ট করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে, কর্মীদের এবং তার স্বার্থ রক্ষা করবে।’

তিন সপ্তাহের মধ্যে এবার তৃতীয়বারের মতো সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট স্থাপনায় মার্কিন সামরিক বাহিনী হামলা চালাল। এছাড়া যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে, ইরান-সমর্থিত বিভিন্ন গ্রুপ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। সূত্র: বিবিসি, আল জাজিরা

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ১৪ মে ২০২৪

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৭

প্রকাশিত সময় :- ১১:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সমর্থিত ২টি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরান সমর্থিত যোদ্ধাদের অন্তত ৭ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

ফক্স নিউজের একজন সাংবাদিকের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও বিবিসি। সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের ওপর ইরান সমর্থিত গোষ্ঠীর হামলার জেরেই আত্মরক্ষামূলক এসব হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটি।

রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে জানান, ‘মার্কিন সামরিক বাহিনী রোববার পূর্ব সিরিয়ায় ইসলামি রেভুলশনারি গার্ড গ্রুপ (আইআরজিসি) এবং ইরান-সংশ্লিষ্ট গ্রুপগুলোর ব্যবহৃত স্থাপনায় হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার জবাবে তা করা হয়েছে।’

তিনি বলেন, ‘আবু কামাল এবং মায়াদিন নগরীতে যথাক্রমে একটি প্রশিক্ষণ স্থাপনা এবং একটি সেইফ হোমে ওই হামলা দুটি চালানো হয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মার্কিন কর্মীদের নিরাপত্তার চেয়ে প্রেসিডেন্টের কাছে কোনো উচ্চ অগ্রাধিকার নেই। তিনি আজকের পদক্ষেপের নির্দেশ দিয়ে স্পষ্ট করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে, কর্মীদের এবং তার স্বার্থ রক্ষা করবে।’

তিন সপ্তাহের মধ্যে এবার তৃতীয়বারের মতো সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট স্থাপনায় মার্কিন সামরিক বাহিনী হামলা চালাল। এছাড়া যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে, ইরান-সমর্থিত বিভিন্ন গ্রুপ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। সূত্র: বিবিসি, আল জাজিরা

নিউজবিজয়/এফএইচএন