ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহের ব্যাবধানে হিলিতে কমেছে সবজির দাম

দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ১০০ টাকা কমেছে। এছাড়া অন্যান্য সবজির দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। বিক্রেতারা জানান, বাজারে সরবরাহ বাড়ায় সবজির দাম কমছে।

শুক্রবার (১০ ই নভেম্বর) হিলির বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। দাম কমে আসায় স্বস্তি ফিরতে শুরু করেছে নিম্ন আয়ের মানুষের মধ্যে। গত সপ্তাহে বিক্রি হওয়া ৬৫ টাকার আলু ৫০ টাকা, ২০০ টাকার কাঁচা মরিচ ১০০ টাকা, এবং ৮০ টাকার ফুলকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ফরহাদ হোসেন নামে ক্রেতা জানান, বেশ কিছুদিন ধরে সব ধরনের সবজির দাম ছিল আকাশ ছোঁয়া। এখন কিছুটা দাম কমেছে। কাঁচা মরিচ থেকে শুরু করে পেঁয়াজ, আলু, বেগুন সব কিছু কম দামে কিনতে পেরেছি।

শাহিন নামে খুচরা সবজি বিক্রেতা জানান, ইচ্ছা করে সবজির দাম বাড়ায় না কেউ। বাজারে যখন সরবরাহ কম থাকে, তখন প্রতিটি কাঁচাপণ্যের দাম বাড়ে। আবার সরবরাহ বাড়লে দাম কমে।

এদিকে ভারতে থেকে আমদানির কারণে বাজারে আলুর দাম কমছে বলে জানালেন পাইকারি ব্যবসায়ী শেখ বিপ্লব। তিনি জানান, মোকাম থেকে খুচরা ব্যবসায়ীদের কাছে সবজি বিক্রি করতে না পারায় বাজারে সবজির দাম কমতে শুরু করেছে।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

সপ্তাহের ব্যাবধানে হিলিতে কমেছে সবজির দাম

প্রকাশিত সময় :- ০৫:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ১০০ টাকা কমেছে। এছাড়া অন্যান্য সবজির দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। বিক্রেতারা জানান, বাজারে সরবরাহ বাড়ায় সবজির দাম কমছে।

শুক্রবার (১০ ই নভেম্বর) হিলির বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। দাম কমে আসায় স্বস্তি ফিরতে শুরু করেছে নিম্ন আয়ের মানুষের মধ্যে। গত সপ্তাহে বিক্রি হওয়া ৬৫ টাকার আলু ৫০ টাকা, ২০০ টাকার কাঁচা মরিচ ১০০ টাকা, এবং ৮০ টাকার ফুলকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ফরহাদ হোসেন নামে ক্রেতা জানান, বেশ কিছুদিন ধরে সব ধরনের সবজির দাম ছিল আকাশ ছোঁয়া। এখন কিছুটা দাম কমেছে। কাঁচা মরিচ থেকে শুরু করে পেঁয়াজ, আলু, বেগুন সব কিছু কম দামে কিনতে পেরেছি।

শাহিন নামে খুচরা সবজি বিক্রেতা জানান, ইচ্ছা করে সবজির দাম বাড়ায় না কেউ। বাজারে যখন সরবরাহ কম থাকে, তখন প্রতিটি কাঁচাপণ্যের দাম বাড়ে। আবার সরবরাহ বাড়লে দাম কমে।

এদিকে ভারতে থেকে আমদানির কারণে বাজারে আলুর দাম কমছে বলে জানালেন পাইকারি ব্যবসায়ী শেখ বিপ্লব। তিনি জানান, মোকাম থেকে খুচরা ব্যবসায়ীদের কাছে সবজি বিক্রি করতে না পারায় বাজারে সবজির দাম কমতে শুরু করেছে।

নিউজবিজয়/এফএইচএন