ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৫:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • ২৬৩ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

আট বছর আগে নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও রুহুল কবির রিজভীসহ ৪৫ নেতাকর্মীর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের এই আদেশ দেন। আগামী ৪ জানুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ রাখা হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, অভিযোগ গঠনের আদেশের সময় আমানউল্লাহ আমান, সাইফুল আলম নীরবসহ কয়েকজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার ৪৫ আসামির মধ্যে রুহুল কবির রিজভীসহ অধিকাংশ আসামিই পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সৈয়দ নজরুল ইসলাম বলেন, রাজেশ নামের এক আইনজীবীও এ মামলার আসামি। তাঁর আইনজীবী সাইফুল ইসলামও একটি রাজনৈতিক মামলায় কারাগারে আছেন।
ফলে রাজেশের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত আবেদনটি নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন।
আমানউল্লাহ আমান ও রুহুল কবির রিজভী ছাড়া এ মামলায় আসামিদের মধ্যে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ইসহাক আলী সরকার, যুবদলের সাবেক সভপিতি সাইফুল আলম নীরব।
মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছোড়া হয়।
এতে ছয়-সাতজন যাত্রী দগ্ধ হয়। পরে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেয়। পরদিন ১৮ জানুয়ারি পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করে। ২০১৬ সালের ২৩ আগস্ট তদন্ত কর্মকর্তা কমল কৃষ্ণ সাহা (উপপরিদর্শক) মামলা তদন্ত করে ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এরপর তা আমলে নিয়ে অভিযোগ গঠনের আদেশ দিলেন বিচারিক আদালত।

নিউজ বিজয় ২৪.কম/মোঃ নজরুল ইসলাম

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ১৯শে মে.২০২৪

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশিত সময় :- ০৫:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

আট বছর আগে নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও রুহুল কবির রিজভীসহ ৪৫ নেতাকর্মীর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের এই আদেশ দেন। আগামী ৪ জানুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ রাখা হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, অভিযোগ গঠনের আদেশের সময় আমানউল্লাহ আমান, সাইফুল আলম নীরবসহ কয়েকজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার ৪৫ আসামির মধ্যে রুহুল কবির রিজভীসহ অধিকাংশ আসামিই পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সৈয়দ নজরুল ইসলাম বলেন, রাজেশ নামের এক আইনজীবীও এ মামলার আসামি। তাঁর আইনজীবী সাইফুল ইসলামও একটি রাজনৈতিক মামলায় কারাগারে আছেন।
ফলে রাজেশের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত আবেদনটি নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন।
আমানউল্লাহ আমান ও রুহুল কবির রিজভী ছাড়া এ মামলায় আসামিদের মধ্যে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ইসহাক আলী সরকার, যুবদলের সাবেক সভপিতি সাইফুল আলম নীরব।
মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছোড়া হয়।
এতে ছয়-সাতজন যাত্রী দগ্ধ হয়। পরে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেয়। পরদিন ১৮ জানুয়ারি পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করে। ২০১৬ সালের ২৩ আগস্ট তদন্ত কর্মকর্তা কমল কৃষ্ণ সাহা (উপপরিদর্শক) মামলা তদন্ত করে ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এরপর তা আমলে নিয়ে অভিযোগ গঠনের আদেশ দিলেন বিচারিক আদালত।

নিউজ বিজয় ২৪.কম/মোঃ নজরুল ইসলাম