ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রিজভীকে খোঁজা হচ্ছে, শিগগিরই গ্রেপ্তার : হারুন

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৪:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ২২৪ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে শিগগির আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। এজন্য রিজভীকে খোঁজা হচ্ছে বলে জানান তিনি।

ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান বলেন, রিজভীকে খোঁজা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে শিগগির আইনের আওতায় আনা হবে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে ডাকা মহাসমাবেশ পণ্ড হওয়ার পর হরতাল ডাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মির্জা ফখরুলসহ বিএনপির অনেক নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আবার অনেকে আত্মগোপনে আছেন। এমন অবস্থার মধ্যেও একের পর এক হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো।

কারাগারের বাইরে থাকা নেতাদের মধ্যে রিজভীই নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসে দলের কর্মসূচি ঘোষণা করছেন। এছাড়া প্রতিদিন তাকে ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, রাজশাহী ও কুমিল্লায় রিজভীকে দলের কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। স্বল্প সময়ের জন্য কর্মসূচি পালনের পর আবার ‘আত্মগোপনে’ চলে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভীকে আইনের আওতায় আনতে পুলিশ খুঁজছে জানিয়ে ডিবির হারুন অর রশীদ বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেফতার করেছি। রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে।

ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা করেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলন ঘোষণা করেন। যদি সে সত্যিই অসুস্থ থাকে তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

পাওয়া গেছে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার

রিজভীকে খোঁজা হচ্ছে, শিগগিরই গ্রেপ্তার : হারুন

প্রকাশিত সময় :- ০৪:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে শিগগির আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। এজন্য রিজভীকে খোঁজা হচ্ছে বলে জানান তিনি।

ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান বলেন, রিজভীকে খোঁজা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে শিগগির আইনের আওতায় আনা হবে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে ডাকা মহাসমাবেশ পণ্ড হওয়ার পর হরতাল ডাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মির্জা ফখরুলসহ বিএনপির অনেক নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আবার অনেকে আত্মগোপনে আছেন। এমন অবস্থার মধ্যেও একের পর এক হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো।

কারাগারের বাইরে থাকা নেতাদের মধ্যে রিজভীই নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসে দলের কর্মসূচি ঘোষণা করছেন। এছাড়া প্রতিদিন তাকে ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, রাজশাহী ও কুমিল্লায় রিজভীকে দলের কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। স্বল্প সময়ের জন্য কর্মসূচি পালনের পর আবার ‘আত্মগোপনে’ চলে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভীকে আইনের আওতায় আনতে পুলিশ খুঁজছে জানিয়ে ডিবির হারুন অর রশীদ বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেফতার করেছি। রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে।

ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা করেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলন ঘোষণা করেন। যদি সে সত্যিই অসুস্থ থাকে তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন।

নিউজবিজয়২৪/এফএইচএন