ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর-১ আসনে রাঙ্গাকে ফের কারণ দর্শানোর নোটিশ

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৭:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ৩০০ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা

ভোটারদের ভূরিভোজ করানোর অভিযোগে প্রমাণিত হওয়ায় রংপুর-১ আসনে জাতীয় পার্টির সাবেক বহিষ্কৃত মহাসচিব স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সিনিয়র সহকারী জজ ও রংপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোছা. আয়েশা আক্তার এ নোটিশ দেন।

সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে তাকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি (মসিউর রহমান রাঙ্গা) রংপুর-১ আসনে একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হওয়া সত্ত্বেও গত ২৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা আপনার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত দক্ষিণ কোলকোন্দ তাকিয়া শরীফ আলীম মাদরাসা মাঠে নির্বাচনী পথসভায় আসা লোকজনের মাঝে (প্রায় ৭ হাজার) একটি গরু ও চারটি খাসি জবাই করে খাবার পরিবেশন করেছেন। আপনার এহেন কার্য দেশের বিভিন্ন গণমাধ্যমের সচিত্র প্রতিবেদন সূত্রে অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট গোচরীভূত হয়। এছাড়া একই বিষয়ে জালাল নামক একজন ব্যক্তির স্বাক্ষরিত রিটার্নিং অফিসার বরাবর দাখলীয় অভিযোগপত্র গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রেরণ করা হয়েছে।

আরও বলা হয়েছে, আপনার (মসিউর রহমান রাঙ্গার) এরূপ কার্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছে মর্মে অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রতীয়মান হয়। আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, মর্মে আগামী ১ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় সংশ্লিষ্ট দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগে গত ২৫ ডিসেম্বর আচরণবিধি ভঙ্গের অভিযোগে মসিউর রহমান রাঙ্গাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তখন তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীকে কটাক্ষ করে বক্তব্য প্রদানের অভিযোগ ওঠে।

পরপর দুইবার আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ প্রসঙ্গে জানতে মসিউর রহমান রাঙ্গার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মমিনুর ইসলামের মুঠোফোন নম্বরে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ আসন থেকে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। তিন লাখ ৩২ হাজার ২১৯ ভোটারের রংপুর-১ আসনে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা ‘ট্রাক’, স্বতন্ত্র আসাদুজ্জামান বাবলু ‘কেটলি’, জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ‘লাঙ্গল’, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন ‘হাতুড়ি’, তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী ‘সোনালী আঁশ’, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায় ‘ডাব’, স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ‘মোড়া’ এবং আরেক স্বতন্ত্র প্রার্থী শাহীনুর আলম ‘ঈগল’ প্রতীকে লড়ছেন।

ভোটাররা বলছেন, আসনে ৯ জন নির্বাচনী লড়াইয়ে থাকলেও মূলত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর ‘কেটলি’ ও ‘ট্রাক’ প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা হবে।

আরও পড়ুন>> নির্বাচন ঠেকাতে জাতিসংঘে বিএনপির চিঠি

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ২০শে মে.২০২৪

রংপুর-১ আসনে রাঙ্গাকে ফের কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত সময় :- ০৭:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

ভোটারদের ভূরিভোজ করানোর অভিযোগে প্রমাণিত হওয়ায় রংপুর-১ আসনে জাতীয় পার্টির সাবেক বহিষ্কৃত মহাসচিব স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সিনিয়র সহকারী জজ ও রংপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোছা. আয়েশা আক্তার এ নোটিশ দেন।

সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে তাকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি (মসিউর রহমান রাঙ্গা) রংপুর-১ আসনে একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হওয়া সত্ত্বেও গত ২৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা আপনার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত দক্ষিণ কোলকোন্দ তাকিয়া শরীফ আলীম মাদরাসা মাঠে নির্বাচনী পথসভায় আসা লোকজনের মাঝে (প্রায় ৭ হাজার) একটি গরু ও চারটি খাসি জবাই করে খাবার পরিবেশন করেছেন। আপনার এহেন কার্য দেশের বিভিন্ন গণমাধ্যমের সচিত্র প্রতিবেদন সূত্রে অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট গোচরীভূত হয়। এছাড়া একই বিষয়ে জালাল নামক একজন ব্যক্তির স্বাক্ষরিত রিটার্নিং অফিসার বরাবর দাখলীয় অভিযোগপত্র গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রেরণ করা হয়েছে।

আরও বলা হয়েছে, আপনার (মসিউর রহমান রাঙ্গার) এরূপ কার্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছে মর্মে অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রতীয়মান হয়। আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, মর্মে আগামী ১ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় সংশ্লিষ্ট দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগে গত ২৫ ডিসেম্বর আচরণবিধি ভঙ্গের অভিযোগে মসিউর রহমান রাঙ্গাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তখন তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীকে কটাক্ষ করে বক্তব্য প্রদানের অভিযোগ ওঠে।

পরপর দুইবার আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ প্রসঙ্গে জানতে মসিউর রহমান রাঙ্গার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মমিনুর ইসলামের মুঠোফোন নম্বরে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ আসন থেকে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। তিন লাখ ৩২ হাজার ২১৯ ভোটারের রংপুর-১ আসনে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা ‘ট্রাক’, স্বতন্ত্র আসাদুজ্জামান বাবলু ‘কেটলি’, জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ‘লাঙ্গল’, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন ‘হাতুড়ি’, তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী ‘সোনালী আঁশ’, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায় ‘ডাব’, স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ‘মোড়া’ এবং আরেক স্বতন্ত্র প্রার্থী শাহীনুর আলম ‘ঈগল’ প্রতীকে লড়ছেন।

ভোটাররা বলছেন, আসনে ৯ জন নির্বাচনী লড়াইয়ে থাকলেও মূলত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর ‘কেটলি’ ও ‘ট্রাক’ প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা হবে।

আরও পড়ুন>> নির্বাচন ঠেকাতে জাতিসংঘে বিএনপির চিঠি

নিউজবিজয়২৪/এফএইচএন