ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

‘যাদেরই জায়গা-ফ্ল্যাট আছে, সিস্টেমের কারণে সবাই কালো টাকার মালিক

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৬:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ২৬৩ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল -ফাইল ছবি

যাদেরই জায়গা, বাড়ি বা ফ্ল্যাট আছে, সবাই কালো টাকার মালিক উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এর পেছনে সরকার দায়ী। আমাদের সিস্টেম দায়ী।’ ‘এর কারণ হচ্ছে, যে জমি আপনি কিনবেন, সেই জমি অল্প দামে রেজিস্ট্রি করতে হবে। যেই দামে কিনবেন, তার চেয়ে কম দামে রেজিস্ট্রি করতে হবে। আপনি বেশি দাম দিয়ে রেজিস্ট্রি করতে পারবেন না। কারণ, প্রত্যেকটা মৌজায় দাম ঠিক করে দেওয়া আছে। এর চেয়ে বেশি দামে রেজিস্ট্রি করা যায় না। এই যে বেশি দামে রেজিস্ট্রি করা যায় না, এখানেই তো কালো টাকা হয়ে আছে’, বলেন তিনি। আজ বুধবার সরকারি ক্রয় কমিটির সভার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। মৌজা মূল্য বাড়ানোর চেষ্টা করেও পারেননি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘বাস্তবতা হচ্ছে যে ফ্ল্যাট ৩ কোটি টাকায় রেজিস্ট্রি হচ্ছে, সেটার দাম ১০ কোটি টাকা। স্ট্যাম্প ডিউটি বাড়ছে না, মাঝে রেজিস্ট্রেশন ফি সরকার পাচ্ছে। মাঝখানে টাকা হয়ে গেলো কালো টাকা।’ আগামী অর্থবছরের বাজেটে পাচার করা অর্থ দেশে আনার সুযোগ দিয়ে কোনো চাপে আছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চাপে নেই। কোনো ধরনের চাপে নেই। আমি যেটা বলেছি, সেটা করব। আমার সম্পর্কে আপনারা জানেন, আমি অর্ধেক রাস্তা থেকে ফেরত আসি না।’ ‘প্রবাসীদের যখন রেমিট্যান্সে ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্তে হলো, তখন অনেকেই সমালোচনা করেন। কিন্তু, ইনসেনটিভ দেওয়ায় অনেক বেশি রেমিট্যান্স এসেছে। তেমনি পাচার করা অর্থও দেশে ফেরত আসবে’, যোগ করেন অর্থমন্ত্রী।
পাচার করা টাকা দেশে আনার পর একটা অংশ পুঁজিবাজারে বিনিয়োগ হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
নিউজ বিজয়/ মোঃ নজরুল ইসলাম

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

পাওয়া গেছে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার

‘যাদেরই জায়গা-ফ্ল্যাট আছে, সিস্টেমের কারণে সবাই কালো টাকার মালিক

প্রকাশিত সময় :- ০৬:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

যাদেরই জায়গা, বাড়ি বা ফ্ল্যাট আছে, সবাই কালো টাকার মালিক উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এর পেছনে সরকার দায়ী। আমাদের সিস্টেম দায়ী।’ ‘এর কারণ হচ্ছে, যে জমি আপনি কিনবেন, সেই জমি অল্প দামে রেজিস্ট্রি করতে হবে। যেই দামে কিনবেন, তার চেয়ে কম দামে রেজিস্ট্রি করতে হবে। আপনি বেশি দাম দিয়ে রেজিস্ট্রি করতে পারবেন না। কারণ, প্রত্যেকটা মৌজায় দাম ঠিক করে দেওয়া আছে। এর চেয়ে বেশি দামে রেজিস্ট্রি করা যায় না। এই যে বেশি দামে রেজিস্ট্রি করা যায় না, এখানেই তো কালো টাকা হয়ে আছে’, বলেন তিনি। আজ বুধবার সরকারি ক্রয় কমিটির সভার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। মৌজা মূল্য বাড়ানোর চেষ্টা করেও পারেননি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘বাস্তবতা হচ্ছে যে ফ্ল্যাট ৩ কোটি টাকায় রেজিস্ট্রি হচ্ছে, সেটার দাম ১০ কোটি টাকা। স্ট্যাম্প ডিউটি বাড়ছে না, মাঝে রেজিস্ট্রেশন ফি সরকার পাচ্ছে। মাঝখানে টাকা হয়ে গেলো কালো টাকা।’ আগামী অর্থবছরের বাজেটে পাচার করা অর্থ দেশে আনার সুযোগ দিয়ে কোনো চাপে আছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চাপে নেই। কোনো ধরনের চাপে নেই। আমি যেটা বলেছি, সেটা করব। আমার সম্পর্কে আপনারা জানেন, আমি অর্ধেক রাস্তা থেকে ফেরত আসি না।’ ‘প্রবাসীদের যখন রেমিট্যান্সে ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্তে হলো, তখন অনেকেই সমালোচনা করেন। কিন্তু, ইনসেনটিভ দেওয়ায় অনেক বেশি রেমিট্যান্স এসেছে। তেমনি পাচার করা অর্থও দেশে ফেরত আসবে’, যোগ করেন অর্থমন্ত্রী।
পাচার করা টাকা দেশে আনার পর একটা অংশ পুঁজিবাজারে বিনিয়োগ হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
নিউজ বিজয়/ মোঃ নজরুল ইসলাম