ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার

  • আন্তর্জাতিক ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৭:৪২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • ১৬৫ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

ভারত শুক্রবার মালদ্বীপে অবস্থানরত তাদের শেষ অবশিষ্ট সেনাদের প্রত্যাহার করেছে। এর মাধ্যমে সেনা প্রত্যাহারের সময়সীমা পূরণ হলো, যার জন্য দুই প্রতিবেশীর সম্পর্কে উত্তেজনা বিরাজ করছিল।

মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মোহামেদ মুইজু ভারতের সঙ্গে সম্পর্ক কমানোর প্রতিশ্রুতি প্রচারের সময় গত বছর জয়লাভ করেন। তার পর থেকে কৌশলগতভাবে দ্বীপপুঞ্জের দেশটি বেইজিংয়ের দিকে ঝুঁকেছে।

ক্ষমতায় আসার পর তিনি তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন, যারা সামুদ্রিক টহলকে সহায়তার জন্য সেখানে অবস্থান করছিলেন।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় এক কর্মকর্তা নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ২৭ জন ভারতীয় সেনার তৃতীয় ও শেষ ব্যাচ শুক্রবার দ্বীপপুঞ্জ ত্যাগ করেছে।

এর আগে ভারতীয় ও মালদ্বীপের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে আরো ৫১ জন সেনা মালদ্বীপ ছেড়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় সেনা মোতায়েনের সমাপ্তি উপলক্ষে কোনো প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

ভারতীয় সেনারা মালদ্বীপে তিনটি সামরিক বিমান চালাতেন। এগুলো নয়াদিল্লি মালদ্বীপকে বিশাল সমুদ্রসীমা টহল দেওয়ার জন্য উপহার দিয়েছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার বলেছেন, মালদ্বীপ থেকে ফিরে আসা সেনাদের জায়গায় বেসামরিক ‘প্রযুক্তিগত কর্মীদের’ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।

মালদ্বীপ হলো নিরক্ষরেখাজুড়ে ৮০০ কিলোমিটার ছড়িয়ে ছিটিয়ে থাকা এক হাজার ১৯২টি ছোট প্রবাল দ্বীপের একটি ছোট দেশ।

তবে কৌশলগতভাবে এর পূর্ব-পশ্চিমে আন্তর্জাতিক শিপিং রুটগুলো রয়েছে। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং মালদ্বীপের পাশাপাশি প্রতিবেশী শ্রীলঙ্কায় দেশটির প্রভাব নিয়ে ভারত সন্দেহ করছে। মুইজুর সরকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের জন্য বেইজিংয়ের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি করেছে। ভারতীয় সেনারা চলে যেতে শুরু করলে মার্চ মাসে মালদ্বীপ চীনের সঙ্গে একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তিটি ‘দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক’ বাড়ানোর জন্য এবং এ চুক্তির অধীনে চীন তাদের কর্মীদের প্রশিক্ষণ দেবে।

আরও পড়ুন>>ইতিহাসের এই দিনে: ১০ মে : ২০২৪

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার

প্রকাশিত সময় :- ০৭:৪২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

ভারত শুক্রবার মালদ্বীপে অবস্থানরত তাদের শেষ অবশিষ্ট সেনাদের প্রত্যাহার করেছে। এর মাধ্যমে সেনা প্রত্যাহারের সময়সীমা পূরণ হলো, যার জন্য দুই প্রতিবেশীর সম্পর্কে উত্তেজনা বিরাজ করছিল।

মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মোহামেদ মুইজু ভারতের সঙ্গে সম্পর্ক কমানোর প্রতিশ্রুতি প্রচারের সময় গত বছর জয়লাভ করেন। তার পর থেকে কৌশলগতভাবে দ্বীপপুঞ্জের দেশটি বেইজিংয়ের দিকে ঝুঁকেছে।

ক্ষমতায় আসার পর তিনি তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন, যারা সামুদ্রিক টহলকে সহায়তার জন্য সেখানে অবস্থান করছিলেন।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় এক কর্মকর্তা নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ২৭ জন ভারতীয় সেনার তৃতীয় ও শেষ ব্যাচ শুক্রবার দ্বীপপুঞ্জ ত্যাগ করেছে।

এর আগে ভারতীয় ও মালদ্বীপের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে আরো ৫১ জন সেনা মালদ্বীপ ছেড়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় সেনা মোতায়েনের সমাপ্তি উপলক্ষে কোনো প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

ভারতীয় সেনারা মালদ্বীপে তিনটি সামরিক বিমান চালাতেন। এগুলো নয়াদিল্লি মালদ্বীপকে বিশাল সমুদ্রসীমা টহল দেওয়ার জন্য উপহার দিয়েছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার বলেছেন, মালদ্বীপ থেকে ফিরে আসা সেনাদের জায়গায় বেসামরিক ‘প্রযুক্তিগত কর্মীদের’ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।

মালদ্বীপ হলো নিরক্ষরেখাজুড়ে ৮০০ কিলোমিটার ছড়িয়ে ছিটিয়ে থাকা এক হাজার ১৯২টি ছোট প্রবাল দ্বীপের একটি ছোট দেশ।

তবে কৌশলগতভাবে এর পূর্ব-পশ্চিমে আন্তর্জাতিক শিপিং রুটগুলো রয়েছে। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং মালদ্বীপের পাশাপাশি প্রতিবেশী শ্রীলঙ্কায় দেশটির প্রভাব নিয়ে ভারত সন্দেহ করছে। মুইজুর সরকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের জন্য বেইজিংয়ের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি করেছে। ভারতীয় সেনারা চলে যেতে শুরু করলে মার্চ মাসে মালদ্বীপ চীনের সঙ্গে একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তিটি ‘দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক’ বাড়ানোর জন্য এবং এ চুক্তির অধীনে চীন তাদের কর্মীদের প্রশিক্ষণ দেবে।

আরও পড়ুন>>ইতিহাসের এই দিনে: ১০ মে : ২০২৪

নিউজবিজয়২৪/এফএইচএন