ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে আহ্বান ইসি রাশেদার

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৯:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ২৩১ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, যদি কেউ ভোটারদের বাধা দেয়, কোনোরকম ভয়ভীতি দেখায়, হুমকি-ধমকি দেয়, সেটা যে স্থানেই হোক এটা কিন্তু অপরাধ, এতে শাস্তির বিধান করা রয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়ের পূর্বে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে চাই। যে নির্বাচনে ভোটাররা আসবে। তাদের ভোট দিয়ে তারা বলতে পারবে, ‘আমরা ভোট দিতে পেরেছি’। এটা দেশে ও আন্তর্জাতিক মহলে সমাদৃত হবে। যাতে আমাদের গণতন্ত্রটা আরও সুসংহত হয়। এ বার্তাটা দেয়ার জন্য আপনাদের কাছে আমাদের আসা। আমরা কমিশন কিভাবে ইলেকশনটা করতে চাই, কি আকারের ইলেকশন চাই। সেগুলো আপনাদের কাছে সমন্বয় করা দরকার বলে আপনাদের এখানে মূলত আমাদের আসা।

তিনি আরও বলেন, আমি সাংবাদিক ভাইদের বলতে চাই, নির্বাচনে আপনাদের সরাসরি কোনো কাজ না থাকলেও আপনাদের ভূমিকাটা কিন্তু অত্যন্ত জরুরি। আপনারা কিন্তু আমাদের ইলেকশনটা কতটুকু স্বচ্ছতার সঙ্গে হলো, কতটুকু নিরপেক্ষতার সঙ্গে হলো এ চিত্রগুলো আপনারাই কিন্তু জনগণের সামনে তুলে ধরতে পারবেন। আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন। যেটা ঘটে গেছে আপনারা সেটাই লিখবেন, ভালো ঘটে গেলে ভালো, মন্দ ঘটে গেলে মন্দ; আমরা বলবো না মন্দ ঘটে গেলে পাবলিশ করবেন না।

কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এসএম রশিদুল হক প্রমুখ।

এছাড়া নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জেলার প্রিসাইডিং অফিসার, প্রার্থী ও প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেন।
আরও পড়ুন>> ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে আহ্বান ইসি রাশেদার

প্রকাশিত সময় :- ০৯:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, যদি কেউ ভোটারদের বাধা দেয়, কোনোরকম ভয়ভীতি দেখায়, হুমকি-ধমকি দেয়, সেটা যে স্থানেই হোক এটা কিন্তু অপরাধ, এতে শাস্তির বিধান করা রয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়ের পূর্বে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে চাই। যে নির্বাচনে ভোটাররা আসবে। তাদের ভোট দিয়ে তারা বলতে পারবে, ‘আমরা ভোট দিতে পেরেছি’। এটা দেশে ও আন্তর্জাতিক মহলে সমাদৃত হবে। যাতে আমাদের গণতন্ত্রটা আরও সুসংহত হয়। এ বার্তাটা দেয়ার জন্য আপনাদের কাছে আমাদের আসা। আমরা কমিশন কিভাবে ইলেকশনটা করতে চাই, কি আকারের ইলেকশন চাই। সেগুলো আপনাদের কাছে সমন্বয় করা দরকার বলে আপনাদের এখানে মূলত আমাদের আসা।

তিনি আরও বলেন, আমি সাংবাদিক ভাইদের বলতে চাই, নির্বাচনে আপনাদের সরাসরি কোনো কাজ না থাকলেও আপনাদের ভূমিকাটা কিন্তু অত্যন্ত জরুরি। আপনারা কিন্তু আমাদের ইলেকশনটা কতটুকু স্বচ্ছতার সঙ্গে হলো, কতটুকু নিরপেক্ষতার সঙ্গে হলো এ চিত্রগুলো আপনারাই কিন্তু জনগণের সামনে তুলে ধরতে পারবেন। আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন। যেটা ঘটে গেছে আপনারা সেটাই লিখবেন, ভালো ঘটে গেলে ভালো, মন্দ ঘটে গেলে মন্দ; আমরা বলবো না মন্দ ঘটে গেলে পাবলিশ করবেন না।

কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এসএম রশিদুল হক প্রমুখ।

এছাড়া নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জেলার প্রিসাইডিং অফিসার, প্রার্থী ও প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেন।
আরও পড়ুন>> ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

নিউজবিজয়২৪/এফএইচএন