ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ভিসা নিষেধাজ্ঞা নিয়ে নিজের অবস্থান পাল্টালেন রাঙ্গা

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৯:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • ৩৪১ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা

নিজের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সোমবার (২৫ অক্টোবর) দেয়া বক্তব্য থেকে সরে আসলেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য এবং সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এবার জানালেন, ভিসা নিষেধাজ্ঞায় পড়েননি তিনি। জাতীয় পার্টি (জাপা) সূত্রে জানা গেছে, আলোচনায় আসতে ভিসা নিধেষাজ্ঞায় পড়ার দাবি করেছিলেন রাঙ্গা।

নির্বাচনের আগে আলোচনায় থাকতে নিষেধাজ্ঞা পাওয়ার দাবি করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে রংপুর-১ আসনের এমপি মসিউর রহমান রাঙ্গা সংবাদমাধ্যমকে বলেন, রাজনীতি করি, শত্রু মিত্র আছে। অনেকে অনেক কথা বলতে পারে।

ভিসা বাতিল হলে মার্কিন দূতাবাস তা জানিয়ে চিঠি দেবে। এমন কোনো চিঠি বা দূতাবাস থেকে কোনো বার্তা পাননি বলে জানিয়েছেন মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, চিঠি পেলে সংবাদ সম্মেলন করে জানাব।

নিষেধাজ্ঞা পেলে অখুশি হবো না- বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার কাউকে সে দেশে প্রবেশ করতে দেবে কী না, তা তাদের নিজস্ব বিষয়। তা বোঝাতেই এ কথা বলেছিলাম।

গত ২৪ মে ঘোষিত ভিসা নীতির প্রয়োগ শুরু করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা হবেন তাদের ভিসা দেবে না দেশটি। বাংলাদেশর সরকারি ও বিরোধী দলের রাজনীতিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন বলে গত শুক্রবার জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কারা কারা নিষেধাজ্ঞায় পড়েছেন, তাদের সংখ্যা কত, তা জানানো হবে না বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যার ভিসা বাতিল হবে, শুধু তাকে জানিয়ে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের এত স্পষ্ট ঘোষণার পরও কীভাবে নিষেধাজ্ঞায় পড়ার কথা জানলেন- প্রশ্নে সংসদের বিরোধী দল জাপার সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা দাবি করেন, কয়েকজন সাংবাদিক তাকে জানিয়েছে। ফেসবুকেও দেখেছেন। তিনি বলেছেন, ‘আসলেই নিষেধাজ্ঞা দিয়েছে কিনা জানি না। আমি সাংবাদিকদের বলেছি, নিষেধাজ্ঞা দিয়ে থাকলে অখুশি নই।’

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে মশিউর রহমান রাঙ্গা বলেন, বিষয়টি নিয়ে আমি অখুশি না। আমি শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। আমার আমেরিকার দশ বছরের ভিসা আছে। আমার এখন যাওয়ার কোনো ইচ্ছাও নেই, সুযোগও নাই। সামনে নির্বাচন। গত পাঁচ বছরেও আমেরিকা যাইনি।

ভিসানীতির বিষয়ে রাঙ্গা বলেন, এটা আমেরিকার নিজস্ব বিষয়। আমার দেশে যদি কাউকে আসতে না দেই, যদি মনে করি এই লোকগুলো আমাদের জন্য ক্ষতিকর তাহলে বলার কিছু নাই। আমি মনে করি এটা দেশের জন্য ভালো। আমি এটাকে ভালোই বলছি। আসন্ন জাতীয় নির্বাচনে এটার প্রভাব পড়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

তিনি মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করায় আমি মোটেও অখুশি নই। তালিকায় আমার নাম থাকলে অসন্তুষ্ট না। এটি একটি দেশের নীতিনির্ধারণী বিষয়। তারা প্রয়োজন মনে করলে ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে।

সাবেক এই মন্ত্রী বলেন, ঘুরে বেড়ানোর জন্য অনেক দেশ আছে। আমেরিকাই যেতে হবে বিষয়টি এমন নয়। তাছাড়া ভিসানীতির কারণে দেশের খুব ক্ষতি হবে, আমি তা মনে করি না।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নরেন্দ্র মোদির কোনো গাড়ি-বাড়ি নেই

ভিসা নিষেধাজ্ঞা নিয়ে নিজের অবস্থান পাল্টালেন রাঙ্গা

প্রকাশিত সময় :- ০৯:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

নিজের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সোমবার (২৫ অক্টোবর) দেয়া বক্তব্য থেকে সরে আসলেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য এবং সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এবার জানালেন, ভিসা নিষেধাজ্ঞায় পড়েননি তিনি। জাতীয় পার্টি (জাপা) সূত্রে জানা গেছে, আলোচনায় আসতে ভিসা নিধেষাজ্ঞায় পড়ার দাবি করেছিলেন রাঙ্গা।

নির্বাচনের আগে আলোচনায় থাকতে নিষেধাজ্ঞা পাওয়ার দাবি করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে রংপুর-১ আসনের এমপি মসিউর রহমান রাঙ্গা সংবাদমাধ্যমকে বলেন, রাজনীতি করি, শত্রু মিত্র আছে। অনেকে অনেক কথা বলতে পারে।

ভিসা বাতিল হলে মার্কিন দূতাবাস তা জানিয়ে চিঠি দেবে। এমন কোনো চিঠি বা দূতাবাস থেকে কোনো বার্তা পাননি বলে জানিয়েছেন মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, চিঠি পেলে সংবাদ সম্মেলন করে জানাব।

নিষেধাজ্ঞা পেলে অখুশি হবো না- বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার কাউকে সে দেশে প্রবেশ করতে দেবে কী না, তা তাদের নিজস্ব বিষয়। তা বোঝাতেই এ কথা বলেছিলাম।

গত ২৪ মে ঘোষিত ভিসা নীতির প্রয়োগ শুরু করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা হবেন তাদের ভিসা দেবে না দেশটি। বাংলাদেশর সরকারি ও বিরোধী দলের রাজনীতিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন বলে গত শুক্রবার জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কারা কারা নিষেধাজ্ঞায় পড়েছেন, তাদের সংখ্যা কত, তা জানানো হবে না বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যার ভিসা বাতিল হবে, শুধু তাকে জানিয়ে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের এত স্পষ্ট ঘোষণার পরও কীভাবে নিষেধাজ্ঞায় পড়ার কথা জানলেন- প্রশ্নে সংসদের বিরোধী দল জাপার সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা দাবি করেন, কয়েকজন সাংবাদিক তাকে জানিয়েছে। ফেসবুকেও দেখেছেন। তিনি বলেছেন, ‘আসলেই নিষেধাজ্ঞা দিয়েছে কিনা জানি না। আমি সাংবাদিকদের বলেছি, নিষেধাজ্ঞা দিয়ে থাকলে অখুশি নই।’

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে মশিউর রহমান রাঙ্গা বলেন, বিষয়টি নিয়ে আমি অখুশি না। আমি শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। আমার আমেরিকার দশ বছরের ভিসা আছে। আমার এখন যাওয়ার কোনো ইচ্ছাও নেই, সুযোগও নাই। সামনে নির্বাচন। গত পাঁচ বছরেও আমেরিকা যাইনি।

ভিসানীতির বিষয়ে রাঙ্গা বলেন, এটা আমেরিকার নিজস্ব বিষয়। আমার দেশে যদি কাউকে আসতে না দেই, যদি মনে করি এই লোকগুলো আমাদের জন্য ক্ষতিকর তাহলে বলার কিছু নাই। আমি মনে করি এটা দেশের জন্য ভালো। আমি এটাকে ভালোই বলছি। আসন্ন জাতীয় নির্বাচনে এটার প্রভাব পড়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

তিনি মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করায় আমি মোটেও অখুশি নই। তালিকায় আমার নাম থাকলে অসন্তুষ্ট না। এটি একটি দেশের নীতিনির্ধারণী বিষয়। তারা প্রয়োজন মনে করলে ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে।

সাবেক এই মন্ত্রী বলেন, ঘুরে বেড়ানোর জন্য অনেক দেশ আছে। আমেরিকাই যেতে হবে বিষয়টি এমন নয়। তাছাড়া ভিসানীতির কারণে দেশের খুব ক্ষতি হবে, আমি তা মনে করি না।

নিউজবিজয়/এফএইচএন