ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছিলাম আমি: চিত্রনায়িকা রত্না

  • বিনোদন ডেস্ক:-
  • প্রকাশিত সময় :- ০১:৪৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ২৮৮ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

চার বছর আগে ‘টাইম মেশিন’ ছবিতে দেখা গিয়েছিল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা রত্না কবির সুইটি। এরপর আর দেখা যায়নি তাকে।

হঠাৎ করেই আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন। ‘কিশোর গ্যাংস্টার’ নামে নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিতে রত্নার বিপরীতে দেখা যাবে নবাগত এক নায়ককে। সিনেমাটি পরিচালনা করছেন মোসাদ্দেক রহমান ফাগুন।

এই দীর্ঘ চার বছরের বিরতি কেন? জানতে চাইলে এ নায়িকা জানালেন, তিনি নাকি প্রতারিত হয়েছিলেন। তাই অভিমানে সিনেমাজগত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে এবার ফিরলেও প্রতারিত যেন না হন, সেদিকে বেশ খেয়াল রেখে কাজ করবেন।

ফের রূপালি পর্দায় পা রাখার এক গণমাধ্যমকে রত্না বলেন, ‘আমি বেকার থাকলেও ভালো গল্প না হলে ফিরতাম না। যে কারণে ফিরিনি। কারণ, মাঝে দিয়ে আমি ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছিলাম। দুই তিনটা সিনেমায় কাজ করে আমার সঙ্গে এমনটা হয়েছিল। আমি যে চরিত্রে অভিনয় করেছি, আমাকে যেভাবে পর্দায় থাকার কথা ছিল, কিন্তু সিনেমা রিলিজের সময় আমি তার উল্টোটা পাই। এমনকি পরে দেখি ছবির মান ও অন্যান্য পরিবেশ, অনেক কিছু বদলে গেছে। অডিয়েন্সের কাছে আমি লজ্জিত হয়েছি।’

তবে এখন থেকে আর প্রতারিত হবেন না জানিয়ে এ নায়িকা বলেন, ‘এখন জেনেবুঝে কাজ করতে চাই। আমি আর কোনো ধরনের প্রতারিত হতে চাই না। আগে সহজ–সরল মনে পা বাড়াতাম, এখন অনেক সতর্ক হয়ে পা বাড়াব। কাজী হায়াত সাহেব, মোহাম্মাদ হান্নান সাহেবসহ অনেক ভালো নির্মাতার সিনেমায় অভিনয় করে রত্না হয়েছি। কোনো বাজে কাজ আমি আর করব না।’

প্রসঙ্গত, ২০০২ সালে ক্লাস সেভেনে পড়া অবস্থায় ‘কেন ভালোবাসলাম’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রত্না। সেলিম আজম পরিচালিত এ ছবিতে তিনি ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন।

এরপর তিনি কাজী হায়াৎ পরিচালিত ইতিহাস’ ছবিতে নবাগত কাজী মারুফের বিপরীতে অভিনয় করেন। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন তিনি।

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

সত্যিই বিয়ে করতে চাই : সোনাক্ষী

ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছিলাম আমি: চিত্রনায়িকা রত্না

প্রকাশিত সময় :- ০১:৪৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২

চার বছর আগে ‘টাইম মেশিন’ ছবিতে দেখা গিয়েছিল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা রত্না কবির সুইটি। এরপর আর দেখা যায়নি তাকে।

হঠাৎ করেই আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন। ‘কিশোর গ্যাংস্টার’ নামে নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিতে রত্নার বিপরীতে দেখা যাবে নবাগত এক নায়ককে। সিনেমাটি পরিচালনা করছেন মোসাদ্দেক রহমান ফাগুন।

এই দীর্ঘ চার বছরের বিরতি কেন? জানতে চাইলে এ নায়িকা জানালেন, তিনি নাকি প্রতারিত হয়েছিলেন। তাই অভিমানে সিনেমাজগত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে এবার ফিরলেও প্রতারিত যেন না হন, সেদিকে বেশ খেয়াল রেখে কাজ করবেন।

ফের রূপালি পর্দায় পা রাখার এক গণমাধ্যমকে রত্না বলেন, ‘আমি বেকার থাকলেও ভালো গল্প না হলে ফিরতাম না। যে কারণে ফিরিনি। কারণ, মাঝে দিয়ে আমি ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছিলাম। দুই তিনটা সিনেমায় কাজ করে আমার সঙ্গে এমনটা হয়েছিল। আমি যে চরিত্রে অভিনয় করেছি, আমাকে যেভাবে পর্দায় থাকার কথা ছিল, কিন্তু সিনেমা রিলিজের সময় আমি তার উল্টোটা পাই। এমনকি পরে দেখি ছবির মান ও অন্যান্য পরিবেশ, অনেক কিছু বদলে গেছে। অডিয়েন্সের কাছে আমি লজ্জিত হয়েছি।’

তবে এখন থেকে আর প্রতারিত হবেন না জানিয়ে এ নায়িকা বলেন, ‘এখন জেনেবুঝে কাজ করতে চাই। আমি আর কোনো ধরনের প্রতারিত হতে চাই না। আগে সহজ–সরল মনে পা বাড়াতাম, এখন অনেক সতর্ক হয়ে পা বাড়াব। কাজী হায়াত সাহেব, মোহাম্মাদ হান্নান সাহেবসহ অনেক ভালো নির্মাতার সিনেমায় অভিনয় করে রত্না হয়েছি। কোনো বাজে কাজ আমি আর করব না।’

প্রসঙ্গত, ২০০২ সালে ক্লাস সেভেনে পড়া অবস্থায় ‘কেন ভালোবাসলাম’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রত্না। সেলিম আজম পরিচালিত এ ছবিতে তিনি ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন।

এরপর তিনি কাজী হায়াৎ পরিচালিত ইতিহাস’ ছবিতে নবাগত কাজী মারুফের বিপরীতে অভিনয় করেন। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন তিনি।