ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যর্থতা নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৫:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • ১৬৪ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

ব্যর্থতা নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল আহারন হালিভা। সোমবার (২২ এপ্রিল) ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
গত ০৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এরপরই চরম সমালোচনার মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা বিভাগ। সে সময় আহারন হালিভা এই হামলা ঠেকাতে না পারার দায় স্বীকার করেন। এবার গোয়েন্দাপ্রধানের পদ থেকেই সরে দাঁড়ালেন।
আহারন হালিভা কয়েকজন সিনিয়র ইসরায়েলি কমান্ডারদের মধ্যে একজন যিনি বলেছিলেন, তারা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গোয়েন্দা বিভাগকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা পালন করেনি। আমি তখন থেকেই সেই কালো দিনটি সঙ্গে নিয়ে আছি।
বেনিয়ামিন নেতানিয়াহু ও মেজর জেনারেল আহারন হালিভা
হামাসের অক্টোবরের হামলায় প্রায় ১১০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়। পাশাপাশি জিম্মি হয় আরও শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিক। এরপর ইসরায়েলের পাল্টা হামলায় গত ছয় মাসে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া এ পর্যন্ত আহত হয়েছে ৭৬ হাজারের বেশি মানুষ।

মোঃ নজরুল ইসলাম/নিবি

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ব্যর্থতা নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

প্রকাশিত সময় :- ০৫:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল আহারন হালিভা। সোমবার (২২ এপ্রিল) ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
গত ০৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এরপরই চরম সমালোচনার মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা বিভাগ। সে সময় আহারন হালিভা এই হামলা ঠেকাতে না পারার দায় স্বীকার করেন। এবার গোয়েন্দাপ্রধানের পদ থেকেই সরে দাঁড়ালেন।
আহারন হালিভা কয়েকজন সিনিয়র ইসরায়েলি কমান্ডারদের মধ্যে একজন যিনি বলেছিলেন, তারা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গোয়েন্দা বিভাগকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা পালন করেনি। আমি তখন থেকেই সেই কালো দিনটি সঙ্গে নিয়ে আছি।
বেনিয়ামিন নেতানিয়াহু ও মেজর জেনারেল আহারন হালিভা
হামাসের অক্টোবরের হামলায় প্রায় ১১০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়। পাশাপাশি জিম্মি হয় আরও শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিক। এরপর ইসরায়েলের পাল্টা হামলায় গত ছয় মাসে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া এ পর্যন্ত আহত হয়েছে ৭৬ হাজারের বেশি মানুষ।

মোঃ নজরুল ইসলাম/নিবি