ঢাকা ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ছেলের বিরুদ্ধে মা-ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের আদালতে মামলা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের মৃত হরমোহনের স্ত্রী গঙ্গামনি ও পুত্র বীরেন্দ্র নাথ রায়ের অভিযোগে জানা যায় কুসুমতৈড় মৌজার ৭০২ দাগে ১৯ শতাংশ জমিসহ বিভিন্ন দাগে ২ একর ১৬ শতক জমি রয়েছে। ইউপি চেয়ারম্যান ও শ্বশ্মানের সভাপতি/সম্পাদক প্রত্যয়ন মতে গত ২০০৩ সালের ৩ নভেম্বর মাসে হরমোহন রায় মৃত্যু বরন করেন।গঙ্গামনি ও বীরেন্দ্র নাথ রায় অভিযোগ করে জানান তাদের বংশধর মি. জগদিশ রায় দুলাল অর্থাৎ মৃত হরমোহন ও গঙ্গামনির ছেলে ও বীরেন্দ্র নাথের ভাই গত ১৯৮৯ সালের ১৩ মে ইং তারিখে সনাতন ধর্ম ত্যাগ করে খৃষ্টান ধর্ম গ্রহন করেন।ধর্মান্তরিত হওয়ার বিষয়টি লিখিতভাবে প্রত্যয়ন করেছেন বাংলাদেশ লুথারেন চার্চ বিএলসি’র কুমোরপুর মন্ডলীর পালক রেভা কালিচরন।দিনাজপুর জেলা জজ কোর্টের এ্যাডভোকেট প্রফুল্ল কুমার রায়ের সম্পাদিত ‘দায়ভাগ’ মতে ফারায়েজ অনুযায়ী হর মোহনের রেখে যাওয়া সম্পত্তিতে বাংলাদেশের প্রচলিত আইনে মি. জগদিস দুলালের কোন অংশ নেই, যেহেতু তিনি ধর্মান্তরিত হয়েছেন। গঙ্গামনি ও বীরেন্দ্র নাথ মৃত হর মোহনের সম্পত্তির প্রকৃত সমান অংশিদার।মি: জগদিশ রায় দুলাল ধর্মান্তরিত হওয়ার পর থেকে খৃষ্টান ধর্মই পালন করছেন মর্মে এলাকার সকলেই জানেন, সামাজিকভাবে প্রচার ও প্রকাশ রয়েছে। তিনি খৃষ্টান পরিচয়ে একটি বে-সরকারী প্রতিষ্ঠানে চাকুরী করেন এবং তার পুত্র মি.বিপ্লব রায় দুবাই প্রবাসী। বর্তমানে বীরগঞ্জ পৌরশহর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাড়িতে স্ব-পরিবারে বসবাস করছেন। অথচ জগদিস নিজেকে হিন্দু ধর্মের অনুসারী এবং হরমোহনের সম্পত্তির দাবীদার হয়ে জমির কাগজপত্র সাজিয়ে সাড়ে ৯ শতাংশ জমি জনৈক মজিবরের নিকট ১৯ লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছেন বলে স্বীকার করেছেন জমি ক্রেতা। দখল হস্তান্তর করতে পারেন নাই, বীরেন্দ্র নাথ জমির ভোগদখলে আছেন।ফলে গঙ্গামনি ও বীরেন্দ্র নাথ রায় বাদি হয়ে সহকারী জজ আদালত দিনাজপুরে মি. জগদিশ রায়সহ জড়িতদের বিরুদ্ধে ১৬০/২০২৩ অন্য মামলা দায়ের করেছেন এবং মামলাটি চলমান রয়েছে।অভিযুক্ত মি. জগদিশ রায় দুলালের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে এবিষয়ে জাসতে চাইলে তিনি জানান তিনি খৃষ্টান না হিন্দু ধর্ম্বাবলম্বী তা আদালতেই প্রমান হবে।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ছেলের বিরুদ্ধে মা-ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের আদালতে মামলা

প্রকাশিত সময় :- ০৬:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের মৃত হরমোহনের স্ত্রী গঙ্গামনি ও পুত্র বীরেন্দ্র নাথ রায়ের অভিযোগে জানা যায় কুসুমতৈড় মৌজার ৭০২ দাগে ১৯ শতাংশ জমিসহ বিভিন্ন দাগে ২ একর ১৬ শতক জমি রয়েছে। ইউপি চেয়ারম্যান ও শ্বশ্মানের সভাপতি/সম্পাদক প্রত্যয়ন মতে গত ২০০৩ সালের ৩ নভেম্বর মাসে হরমোহন রায় মৃত্যু বরন করেন।গঙ্গামনি ও বীরেন্দ্র নাথ রায় অভিযোগ করে জানান তাদের বংশধর মি. জগদিশ রায় দুলাল অর্থাৎ মৃত হরমোহন ও গঙ্গামনির ছেলে ও বীরেন্দ্র নাথের ভাই গত ১৯৮৯ সালের ১৩ মে ইং তারিখে সনাতন ধর্ম ত্যাগ করে খৃষ্টান ধর্ম গ্রহন করেন।ধর্মান্তরিত হওয়ার বিষয়টি লিখিতভাবে প্রত্যয়ন করেছেন বাংলাদেশ লুথারেন চার্চ বিএলসি’র কুমোরপুর মন্ডলীর পালক রেভা কালিচরন।দিনাজপুর জেলা জজ কোর্টের এ্যাডভোকেট প্রফুল্ল কুমার রায়ের সম্পাদিত ‘দায়ভাগ’ মতে ফারায়েজ অনুযায়ী হর মোহনের রেখে যাওয়া সম্পত্তিতে বাংলাদেশের প্রচলিত আইনে মি. জগদিস দুলালের কোন অংশ নেই, যেহেতু তিনি ধর্মান্তরিত হয়েছেন। গঙ্গামনি ও বীরেন্দ্র নাথ মৃত হর মোহনের সম্পত্তির প্রকৃত সমান অংশিদার।মি: জগদিশ রায় দুলাল ধর্মান্তরিত হওয়ার পর থেকে খৃষ্টান ধর্মই পালন করছেন মর্মে এলাকার সকলেই জানেন, সামাজিকভাবে প্রচার ও প্রকাশ রয়েছে। তিনি খৃষ্টান পরিচয়ে একটি বে-সরকারী প্রতিষ্ঠানে চাকুরী করেন এবং তার পুত্র মি.বিপ্লব রায় দুবাই প্রবাসী। বর্তমানে বীরগঞ্জ পৌরশহর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাড়িতে স্ব-পরিবারে বসবাস করছেন। অথচ জগদিস নিজেকে হিন্দু ধর্মের অনুসারী এবং হরমোহনের সম্পত্তির দাবীদার হয়ে জমির কাগজপত্র সাজিয়ে সাড়ে ৯ শতাংশ জমি জনৈক মজিবরের নিকট ১৯ লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছেন বলে স্বীকার করেছেন জমি ক্রেতা। দখল হস্তান্তর করতে পারেন নাই, বীরেন্দ্র নাথ জমির ভোগদখলে আছেন।ফলে গঙ্গামনি ও বীরেন্দ্র নাথ রায় বাদি হয়ে সহকারী জজ আদালত দিনাজপুরে মি. জগদিশ রায়সহ জড়িতদের বিরুদ্ধে ১৬০/২০২৩ অন্য মামলা দায়ের করেছেন এবং মামলাটি চলমান রয়েছে।অভিযুক্ত মি. জগদিশ রায় দুলালের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে এবিষয়ে জাসতে চাইলে তিনি জানান তিনি খৃষ্টান না হিন্দু ধর্ম্বাবলম্বী তা আদালতেই প্রমান হবে।

নিউজবিজয়/এফএইচএন