ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিবাহিত জীবনে প্রথম আলাদা ঈদ কাটল ওমর সানী ও মৌসুমীর

  • বিনোদন ডেস্ক:-
  • প্রকাশিত সময় :- ০৬:৫৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
  • ২২৩ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

ভালোবেসে বিয়ে করে ২৮ বছর ধরে সংসার করছেন ঢালিউডের আলোচিত জুটি ওমর সানী ও মৌসুমী। দীর্ঘ এই দাম্পত্য জীবনে প্রথমবার স্ত্রী মৌসুমীকে ছাড়া ঈদ উৎসব পালন করলেন সানী। এমনকি তার সঙ্গে ছিলেন না ছেলে-মেয়েও। ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ওমর সানী।

তাহলে মৌসুমী কোথায়? ছেলে-মেয়েই বা কোথায়? কেন একা ঈদ কাটাতে হলো ওমর সানীকে? সে বিষয়টিও অবশ্য সাক্ষাৎকারে পরিষ্কার করে দিয়েছেন ‘কুলি’ খ্যাত এই নায়ক।

সানী বলেন, ছেলে ফারদিন দুবাইয়ে, বউমা কানাডায়। মৌসুমী আর মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রে। সবাই যার যার প্রযোজনেই দেশের বাইরে আছে। বাধ্য হয়েই আমাকে দেশে একা ঈদ করতে হয়েছে। প্রায় ২৯ বছর পর প্রথমবার মৌসুমীকে ছাড়া ঈদ করলাম।

তবে প্রযুক্তি এখন হাতের মুঠোয়, সে কথাও জানাতে ভুললেন না ওমর সানী। তিনি বলেন, প্রতিদিনই ভিডিওকলে সবার সঙ্গে কথা হয়। ঈদের দিনও হয়েছে।

প্রসঙ্গত, ওমর সানীর একমাত্র ছেলে ফারদিন এহসান স্বাধীন পেশায় ব্যবসায়ী। সে কারণে প্রায় তাকে দেশের বাইরে থাকতে হয়। ফারদিনের স্ত্রী আয়েশা পড়াশোনার সুবাদে থাকেন কানাডায়। সানীর মেয়ে ফাইজা পড়াশোনা করেন যুক্তরাষ্ট্রে। ফলে মৌসুমীকে প্রায়ই দেশটিতে গিয়ে থাকতে হয় মেয়ের সঙ্গে।

১৯৯৫ সালে ভালোবেসে বিয়ে করেন তারকা জুটি ওমর সানী ও মৌসুমী। দিনটি ছিল ২ আগস্ট। সেই হিসেবে তাদের বিবাহিত জীবনের ২৮ পেরিয়ে ২৯ বছর চলছে। সানী-মৌসুমীর সংসারে এক ছেলে এবং এক মেয়ে।

এদিকে, পেশাগত কাজের ক্ষেত্রে এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওমর সানী ও মৌসুমী অভিনীত ‘সোনার চর’ নামে একটি সিনেমা। সেখানে জায়েদ খানও রয়েছেন। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন।

এছাড়া ওমর সানী অভিনীত এবং মোহাম্মদ ইকবাল পরিচালিত ও প্রযোজিত ‘ডেডবডি’ নামে একটি সিনেমাও ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে নির্মাতা কর্তৃপক্ষ। ফলে মুক্তি পায়নি সানীর ‘ডেডবডি’।

আরও পড়ুন>> ভেঙে গেল আদিত্য-অনন্যার প্রেম!
নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

গরমে ফ্রিজের ঠান্ডা পানি ভালো নাকি ক্ষতিকর

বিবাহিত জীবনে প্রথম আলাদা ঈদ কাটল ওমর সানী ও মৌসুমীর

প্রকাশিত সময় :- ০৬:৫৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪

ভালোবেসে বিয়ে করে ২৮ বছর ধরে সংসার করছেন ঢালিউডের আলোচিত জুটি ওমর সানী ও মৌসুমী। দীর্ঘ এই দাম্পত্য জীবনে প্রথমবার স্ত্রী মৌসুমীকে ছাড়া ঈদ উৎসব পালন করলেন সানী। এমনকি তার সঙ্গে ছিলেন না ছেলে-মেয়েও। ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ওমর সানী।

তাহলে মৌসুমী কোথায়? ছেলে-মেয়েই বা কোথায়? কেন একা ঈদ কাটাতে হলো ওমর সানীকে? সে বিষয়টিও অবশ্য সাক্ষাৎকারে পরিষ্কার করে দিয়েছেন ‘কুলি’ খ্যাত এই নায়ক।

সানী বলেন, ছেলে ফারদিন দুবাইয়ে, বউমা কানাডায়। মৌসুমী আর মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রে। সবাই যার যার প্রযোজনেই দেশের বাইরে আছে। বাধ্য হয়েই আমাকে দেশে একা ঈদ করতে হয়েছে। প্রায় ২৯ বছর পর প্রথমবার মৌসুমীকে ছাড়া ঈদ করলাম।

তবে প্রযুক্তি এখন হাতের মুঠোয়, সে কথাও জানাতে ভুললেন না ওমর সানী। তিনি বলেন, প্রতিদিনই ভিডিওকলে সবার সঙ্গে কথা হয়। ঈদের দিনও হয়েছে।

প্রসঙ্গত, ওমর সানীর একমাত্র ছেলে ফারদিন এহসান স্বাধীন পেশায় ব্যবসায়ী। সে কারণে প্রায় তাকে দেশের বাইরে থাকতে হয়। ফারদিনের স্ত্রী আয়েশা পড়াশোনার সুবাদে থাকেন কানাডায়। সানীর মেয়ে ফাইজা পড়াশোনা করেন যুক্তরাষ্ট্রে। ফলে মৌসুমীকে প্রায়ই দেশটিতে গিয়ে থাকতে হয় মেয়ের সঙ্গে।

১৯৯৫ সালে ভালোবেসে বিয়ে করেন তারকা জুটি ওমর সানী ও মৌসুমী। দিনটি ছিল ২ আগস্ট। সেই হিসেবে তাদের বিবাহিত জীবনের ২৮ পেরিয়ে ২৯ বছর চলছে। সানী-মৌসুমীর সংসারে এক ছেলে এবং এক মেয়ে।

এদিকে, পেশাগত কাজের ক্ষেত্রে এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওমর সানী ও মৌসুমী অভিনীত ‘সোনার চর’ নামে একটি সিনেমা। সেখানে জায়েদ খানও রয়েছেন। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন।

এছাড়া ওমর সানী অভিনীত এবং মোহাম্মদ ইকবাল পরিচালিত ও প্রযোজিত ‘ডেডবডি’ নামে একটি সিনেমাও ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে নির্মাতা কর্তৃপক্ষ। ফলে মুক্তি পায়নি সানীর ‘ডেডবডি’।

আরও পড়ুন>> ভেঙে গেল আদিত্য-অনন্যার প্রেম!
নিউজবিজয়২৪/এফএইচএন