ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিদায় নেয়ার পর কোথায় থাকবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, জানালেন নিজেই

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ১২:২৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • ৩৩৯ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

রাষ্ট্রপতি আবদুল হামিদ

আগামী ২৪ এপ্রিল বিদায় নিচ্ছেন টানা ১০ বছর ধরে বঙ্গভবনের বাসিন্দা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন থেকে বিদায় নেয়ার পর কোথায় থাকবেন তিনি এ নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা।

তবে বুধবার (১ মার্চ) কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এসে রাষ্ট্রপতি নিজে জানালেন বঙ্গভবন থেকে বিদায় নেয়ার পর কোথায় থাকবেন তিনি।

এ সময় কলেজ মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় স্বভাবসুলভ রসিকতায় ছলে রাষ্ট্রপতি বলেন, আমি বঙ্গভবন থেকে বিদায় নেয়ার পর মাসে ১৫ দিন থাকবো ঢাকায়, ১৫ দিন থাকবো মিঠামইন আর কিশোরগঞ্জ শহরে। এছাড়া সহধর্মিণীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি রাশিদা হামিদ অনুমতি দেন তাহলে দুইদিন থাকবেন সেখানে।

এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রসিকতার ছলে আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে আমার ১০ বছর ৪০ দিনের বন্দি জীবন। এর আগে রাজনীতি করতে গিয়েও অনেকবার কারাবন্দী হয়েছি। তবে কারাগারে পুলিশ স্যালুট দিত না, এখন স্যালুট পাই।

উল্লেখ্য, রাষ্ট্রপতি গত সোমবার মিঠামইনের বাড়িতে আসেন। এর পরদিন মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন সফর করেছেন। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জ শহরে আসেন।

প্রসঙ্গত, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। এরপর মোহাম্মদ সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

বিদায় নেয়ার পর কোথায় থাকবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, জানালেন নিজেই

প্রকাশিত সময় :- ১২:২৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

আগামী ২৪ এপ্রিল বিদায় নিচ্ছেন টানা ১০ বছর ধরে বঙ্গভবনের বাসিন্দা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন থেকে বিদায় নেয়ার পর কোথায় থাকবেন তিনি এ নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা।

তবে বুধবার (১ মার্চ) কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এসে রাষ্ট্রপতি নিজে জানালেন বঙ্গভবন থেকে বিদায় নেয়ার পর কোথায় থাকবেন তিনি।

এ সময় কলেজ মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় স্বভাবসুলভ রসিকতায় ছলে রাষ্ট্রপতি বলেন, আমি বঙ্গভবন থেকে বিদায় নেয়ার পর মাসে ১৫ দিন থাকবো ঢাকায়, ১৫ দিন থাকবো মিঠামইন আর কিশোরগঞ্জ শহরে। এছাড়া সহধর্মিণীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি রাশিদা হামিদ অনুমতি দেন তাহলে দুইদিন থাকবেন সেখানে।

এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রসিকতার ছলে আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে আমার ১০ বছর ৪০ দিনের বন্দি জীবন। এর আগে রাজনীতি করতে গিয়েও অনেকবার কারাবন্দী হয়েছি। তবে কারাগারে পুলিশ স্যালুট দিত না, এখন স্যালুট পাই।

উল্লেখ্য, রাষ্ট্রপতি গত সোমবার মিঠামইনের বাড়িতে আসেন। এর পরদিন মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন সফর করেছেন। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জ শহরে আসেন।

প্রসঙ্গত, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। এরপর মোহাম্মদ সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন।

নিউজবিজয়২৪/এফএইচএন