ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে লিটন মিয়া (১৯) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ তাকে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছেন। তবে লিটনের পরিবারের লোকজন ও স্থানীয়রা বলছেন বিএসএফ’র গুলিতে লিটন মারা গেছেন।

মঙ্গলবার:(২৬ মার্চ) ভোরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী সীমান্তে ৯২৩ নাম্বার সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক লিটন মিয়া দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে।

নিহতের কাবা মোকছেদুল ইসলাম বলেন, সীমান্তে অন্যের প্ররোচনায় তার ছেলে লিটন মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে ভারত থেকে গরু আনছিলো। এসময় ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানা কৈমারী রারথার ক্যাম্পের ৭৫ বিএসএফ ব্যাটেলিয়ানের টহল দল তাদের দল তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়ে। করে এতে লিটন মিয়া নামের ০১ জন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বিএসএফ সদস্যরা লিটনের মরদেহ ভারতে নিয়ে গেছে।

গুলিবিদ্ধ লিটনের মা দুলালী বেগম বলেন, তার ছেলেকে বিএসএফ সদস্যরা গুলি করে মেরেছে। এর আগে তার ছেলে কোনদিনই ভারত থেকে গরু আনার কাজ করেনি। সীমান্ত এলাকার ডাঙ্গোয়ালরা তার ছেলেকে ফুসলিয়ে ভারতে নিয়ে যায়। ‘আমার ছেলের লাশ পড়ে আছে ভারতে,’ তিনি বলেন।

সীমান্ত এলাকার লোকজন বলেন, লিটন মিয়া সীমান্তে ডাঙ্গোয়াল হিসেবে কাজ করতেন। তিনি ভারত থেকে গরু আনতেন। মঙ্গলবার ভোরে দূর্যোগপূর্ণ আবহাওয়া ছিলো। লিটন মিয়াসহ কয়েকজন ডাঙ্গোয়াল ভারত থেকে গরু আনছিলেন। লিটন মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেলে বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে।
তবে আহত চোরাকারবারি বিএসএফের হেফাজতে ভারতের শিয়ালদহ হাসপাতালে চিকিৎসাধীন বলে বিজিবি’র সূত্রে জানা গেছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দীঘলটারী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাঈদুর রহমান সাংবাদিকদের জানান,বাংলাদেশি যুবক লিটন মিয়া ভারত থেকে গরু আনার সময় বিএসএফ’র গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বিএসএফ সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ভারতে নিয়ে চিকিৎসা দিচ্ছেন। এ বিষয়ে বিএসএফ’র সাথে কথা হয়েছে। এ ব্যাপারে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন>>আগামী বছর থেকে শনিবার খোলা থাকতে পারে স্কুল

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রকাশিত সময় :- ০৪:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে লিটন মিয়া (১৯) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ তাকে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছেন। তবে লিটনের পরিবারের লোকজন ও স্থানীয়রা বলছেন বিএসএফ’র গুলিতে লিটন মারা গেছেন।

মঙ্গলবার:(২৬ মার্চ) ভোরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী সীমান্তে ৯২৩ নাম্বার সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক লিটন মিয়া দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে।

নিহতের কাবা মোকছেদুল ইসলাম বলেন, সীমান্তে অন্যের প্ররোচনায় তার ছেলে লিটন মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে ভারত থেকে গরু আনছিলো। এসময় ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানা কৈমারী রারথার ক্যাম্পের ৭৫ বিএসএফ ব্যাটেলিয়ানের টহল দল তাদের দল তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়ে। করে এতে লিটন মিয়া নামের ০১ জন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বিএসএফ সদস্যরা লিটনের মরদেহ ভারতে নিয়ে গেছে।

গুলিবিদ্ধ লিটনের মা দুলালী বেগম বলেন, তার ছেলেকে বিএসএফ সদস্যরা গুলি করে মেরেছে। এর আগে তার ছেলে কোনদিনই ভারত থেকে গরু আনার কাজ করেনি। সীমান্ত এলাকার ডাঙ্গোয়ালরা তার ছেলেকে ফুসলিয়ে ভারতে নিয়ে যায়। ‘আমার ছেলের লাশ পড়ে আছে ভারতে,’ তিনি বলেন।

সীমান্ত এলাকার লোকজন বলেন, লিটন মিয়া সীমান্তে ডাঙ্গোয়াল হিসেবে কাজ করতেন। তিনি ভারত থেকে গরু আনতেন। মঙ্গলবার ভোরে দূর্যোগপূর্ণ আবহাওয়া ছিলো। লিটন মিয়াসহ কয়েকজন ডাঙ্গোয়াল ভারত থেকে গরু আনছিলেন। লিটন মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেলে বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে।
তবে আহত চোরাকারবারি বিএসএফের হেফাজতে ভারতের শিয়ালদহ হাসপাতালে চিকিৎসাধীন বলে বিজিবি’র সূত্রে জানা গেছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দীঘলটারী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাঈদুর রহমান সাংবাদিকদের জানান,বাংলাদেশি যুবক লিটন মিয়া ভারত থেকে গরু আনার সময় বিএসএফ’র গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বিএসএফ সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ভারতে নিয়ে চিকিৎসা দিচ্ছেন। এ বিষয়ে বিএসএফ’র সাথে কথা হয়েছে। এ ব্যাপারে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন>>আগামী বছর থেকে শনিবার খোলা থাকতে পারে স্কুল

নিউজবিজয়২৪/এফএইচএন