ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাবা হারালেন চঞ্চল চৌধুরী

  • বিনোদন ডেস্ক:-
  • প্রকাশিত সময় :- ১১:৫৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • ৪৫৮ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী (৯০) মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রী শাহনাজ খুশি এ তথ্য নিশ্চিত করেছেন।

সেরিব্রাল অ্যাটাক হয়েছিল গোবিন্দ চৌধুরীর। রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চলছিল তার চিকিৎসা। ১৪ দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর।

শাহনাজ খুশি বলেন, চঞ্চল চৌধুরীর বাবা আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ইহ জগতের মায়া ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি।

শাহনাজ খুশি জানান, চঞ্চলের বাবার ক্রিয়াকর্ম, তার গ্রামের বাড়ি পাবনার কামারহাটে সম্পন্ন হবে।

এর আগে অসুস্থ বাবার জন্য দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন চঞ্চল চৌধুরী।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

বাবা হারালেন চঞ্চল চৌধুরী

প্রকাশিত সময় :- ১১:৫৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী (৯০) মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রী শাহনাজ খুশি এ তথ্য নিশ্চিত করেছেন।

সেরিব্রাল অ্যাটাক হয়েছিল গোবিন্দ চৌধুরীর। রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চলছিল তার চিকিৎসা। ১৪ দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর।

শাহনাজ খুশি বলেন, চঞ্চল চৌধুরীর বাবা আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ইহ জগতের মায়া ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি।

শাহনাজ খুশি জানান, চঞ্চলের বাবার ক্রিয়াকর্ম, তার গ্রামের বাড়ি পাবনার কামারহাটে সম্পন্ন হবে।

এর আগে অসুস্থ বাবার জন্য দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন চঞ্চল চৌধুরী।

নিউজবিজয়২৪/এফএইচএন