ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বদলগাছীতে চাল বিতরণে অনিয়ম: ২টি ইউনিয়ন থেকে ৫৬১৮কেজি চাল উধাও। বালতির মাপে চাল বিতরণ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ২টি ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ৮ই এপ্রিল ও মঙ্গলবার ৯ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মিঠাপুর ও মথুরাপুর ২টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চাল বিতরণে এ অনিয়মের অভিযোগ পাওয়া যায়।দরিদ্র অসহায় ও দুস্থ মানুষের জন‍্য ১০কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ৩টি ইউনিয়নে দরিদ্র অসহায় ও দূস্থদের মাঝে সাড়ে ৮কেজি থেকে ৮কেজি ৮০০গ্রাম করে চাল বিতরণ করা হয়েছে এবং ৪নং মিঠাপুর চাল কম দিয়ে ৮বস্তা চাল এতিমদের জন‍্য রেখেছেন চেয়ারম্যান।

এমনকি চালের ওজন মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন ব্যবহার করা হয়নি। একটি বালতিতে করে মনগড়াভাবে চাল বিতরণ করা হয় এবং একই ব‍্যক্তি বারবার চাল উত্তোলন করতেও দেখা গেছে।

২০২৩-২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায় ও দুস্থদের জন‍্য প্রধানমন্ত্রীর ইদ উপহার ১০কেজি চাল সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীত ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ এর খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়। সেই কর্মসূচীর অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপকার ভোগিদের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করার কথা।

সরেজমিনে দেখা যায় ৮ এপ্রিল সোমবার ও ৯ই এপ্রিল মঙ্গলবার সকাল ১১থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদ এবং ২নং মথরাপুর ইউনিয়ন পরিষদের প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি চালের বদলে ৮ কেজি ৫শত ও ৮ কেজি ৮শত গ্রাম চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণের সময় ২নং মথরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা, ৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেন সহ প্রায় সকল ইউনিয়নের সদস‍্যরা উপস্থিত ছিলেন। মথরাপুর ইউপিতে সকাল সাড়ে ১১টায় ট‍্যাগ অফিসার উপজেলা তথ‍্য কর্মকর্তা সন্ধা রানীকে পাওয়া যায় নি। মিঠাপুর ইউপিতে দুপুরে ট‍্যাগ অফিসার প্রেম কুমারকে পাওয়া যায় নি।

উপকারভোগীরা বলেন, আমরা ৮ কেজি ৪শত, ৮ কেজি পাঁচশত এবং ৮কেজি ৮শত গ্রাম চাল পেয়েছি। অনেক উপকারভোগী বলেন চাল কম দেওয়ার কথা বললে চেয়ারম্যান ও তার লোকজন আমাদের উপর ক্ষিপ্ত হন। আমরা গরীব অসহায় মানুষ আমাদের করার কিছু নাই। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ মতে এই ভিজিএফ চাল প্রকৃত গরীব অসহায় দুঃস্থদের দেওয়ার কথা থাকলেও মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা অমান্য করে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা প্রকৃত গরীব অসহায় দুঃস্থদের কার্ড না দিয়ে চাল ব্যবসায়ীদের কে কার্ড দিয়েছে। আর সেই কার্ড দিয়ে চাল ব্যবসায়ীরা এলাকার ছোট-বড় বিভিন্ন বয়সী নারী-পুরুষেদর দিয়ে একাধিকবার চাল তুলছেন। এতে প্রকৃত গরীব অসহায় দুঃস্থরা সরকারি ভিজিএফ এর চাল থেকে বঞ্চিত হচ্ছে।

মথরাপুর ইউপির আরজি দাউদপুর গ্রামের সোহাগ বলেন, আমার মায়ের কার্ডের চাল নিতে এসেছি। মেপে দেখি ৮কেজি ৪০০গ্রাম।

মিঠাপুর ইউপির মামুন জানান, ১০কেজি চাল নিয়ে গিয়ে মেপে দেখি ১০ কেজি নেই ৮কেজি ৬০০গ্রাম আছে।

হিসাব করে দেখা যায়, ২নং মথরাপুর ইউনিয়ন পরিষদে ২০৪৭ জন অসহায় দুস্থ মানুষের মাঝে ২০ হাজার ৪শত ৭০ কেজি চাল বিতরণ করার কথা থাকলেও বিতরণ করেন ১৭হাজার ৩শত ৯৯ কেজি চাল। ৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদে ২১২২ জন অসহায় দুস্থ মানুষের মাঝে ২১ হাজার ২শত ২০ কেজি চাল বিতরণ করার কথা থাকলেও বিতরণ করেন ১৮হাজার ৬শত ৭৩ কেজি চাল।

ঈদের আগে অসহায় দুস্থদের ভিজিএফ এর ২নং মথরাপুর ইউপি থেকে ৩০৭১কেজি এবং ৪নং মিঠাপুর ইউপি থেকে ২৫৪৭কেজি কম দেওয়া হয়েছে। ২টি ইউপি থেকে প্রায় ৫হাজার ৬শত ১৮ কেজি চাল উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

২নং মথরাপুর ইউনিয়নের দ্বায়িত্বে থাকা ট‍্যাগ অফিসার উপজেলা তথ‍্য কর্মকর্তা সন্ধা রানী বলেন, আমরা কয়েকটি বস্তা মেপে দেখি কোনটায় ৩০কেজি কোনটায় ২৯কেজি আছে। সব গুলো বস্তা সমন্বয় করে গড়ে ৯কেজি সামথিং চাল প্রতিজনে ভাগে পেয়েছি। আমরা ৯কেজি করে দিয়েছি। এখান থেকে বালতি করে চাল দেওয়া হয়েছে।

উপকার ভোগীদের চাল কম দেওয়া হচ্ছে ও একই ব্যক্তি একাধিকবার চাল তুলছেন এব্যপারে জানতে চাইলে ট্যাগ অফিসার উপজেলা সহকারী ইনস্টাক্টার প্রেম কুমার বলেন, আমি অসুস্থ থাকায় অন‍্য একজনকে দ্বায়িত্ব দিয়েছি। এব‍্যপারে চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবে।

এ ব‍্যপারে জানতে ৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেনের মোবাইল ০১৭১৩৭৪৮৭৩৬ নম্বরে ৩বার ফোন দিলে তিনি ফোন ধরেন নি। ৪র্থ বারে ধরে কথা না বলে ফোন কেটে দেন।

এব‍্যপারে জানতে ২নং মথরাপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানার মোবাইল ০১৭১২৯৩২২৯৩ নম্বরে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব‍্যপারে ব‍্যপারে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মো: কামরুল হাসান সোহাগ বলেন, আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলে ব্যবস্থা নেবো।

আরও পড়ুন>>শাওয়ালের চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদ

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

গরমে ফ্রিজের ঠান্ডা পানি ভালো নাকি ক্ষতিকর

বদলগাছীতে চাল বিতরণে অনিয়ম: ২টি ইউনিয়ন থেকে ৫৬১৮কেজি চাল উধাও। বালতির মাপে চাল বিতরণ

প্রকাশিত সময় :- ১১:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ২টি ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ৮ই এপ্রিল ও মঙ্গলবার ৯ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মিঠাপুর ও মথুরাপুর ২টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চাল বিতরণে এ অনিয়মের অভিযোগ পাওয়া যায়।দরিদ্র অসহায় ও দুস্থ মানুষের জন‍্য ১০কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ৩টি ইউনিয়নে দরিদ্র অসহায় ও দূস্থদের মাঝে সাড়ে ৮কেজি থেকে ৮কেজি ৮০০গ্রাম করে চাল বিতরণ করা হয়েছে এবং ৪নং মিঠাপুর চাল কম দিয়ে ৮বস্তা চাল এতিমদের জন‍্য রেখেছেন চেয়ারম্যান।

এমনকি চালের ওজন মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন ব্যবহার করা হয়নি। একটি বালতিতে করে মনগড়াভাবে চাল বিতরণ করা হয় এবং একই ব‍্যক্তি বারবার চাল উত্তোলন করতেও দেখা গেছে।

২০২৩-২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায় ও দুস্থদের জন‍্য প্রধানমন্ত্রীর ইদ উপহার ১০কেজি চাল সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীত ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ এর খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়। সেই কর্মসূচীর অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপকার ভোগিদের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করার কথা।

সরেজমিনে দেখা যায় ৮ এপ্রিল সোমবার ও ৯ই এপ্রিল মঙ্গলবার সকাল ১১থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদ এবং ২নং মথরাপুর ইউনিয়ন পরিষদের প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি চালের বদলে ৮ কেজি ৫শত ও ৮ কেজি ৮শত গ্রাম চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণের সময় ২নং মথরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা, ৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেন সহ প্রায় সকল ইউনিয়নের সদস‍্যরা উপস্থিত ছিলেন। মথরাপুর ইউপিতে সকাল সাড়ে ১১টায় ট‍্যাগ অফিসার উপজেলা তথ‍্য কর্মকর্তা সন্ধা রানীকে পাওয়া যায় নি। মিঠাপুর ইউপিতে দুপুরে ট‍্যাগ অফিসার প্রেম কুমারকে পাওয়া যায় নি।

উপকারভোগীরা বলেন, আমরা ৮ কেজি ৪শত, ৮ কেজি পাঁচশত এবং ৮কেজি ৮শত গ্রাম চাল পেয়েছি। অনেক উপকারভোগী বলেন চাল কম দেওয়ার কথা বললে চেয়ারম্যান ও তার লোকজন আমাদের উপর ক্ষিপ্ত হন। আমরা গরীব অসহায় মানুষ আমাদের করার কিছু নাই। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ মতে এই ভিজিএফ চাল প্রকৃত গরীব অসহায় দুঃস্থদের দেওয়ার কথা থাকলেও মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা অমান্য করে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা প্রকৃত গরীব অসহায় দুঃস্থদের কার্ড না দিয়ে চাল ব্যবসায়ীদের কে কার্ড দিয়েছে। আর সেই কার্ড দিয়ে চাল ব্যবসায়ীরা এলাকার ছোট-বড় বিভিন্ন বয়সী নারী-পুরুষেদর দিয়ে একাধিকবার চাল তুলছেন। এতে প্রকৃত গরীব অসহায় দুঃস্থরা সরকারি ভিজিএফ এর চাল থেকে বঞ্চিত হচ্ছে।

মথরাপুর ইউপির আরজি দাউদপুর গ্রামের সোহাগ বলেন, আমার মায়ের কার্ডের চাল নিতে এসেছি। মেপে দেখি ৮কেজি ৪০০গ্রাম।

মিঠাপুর ইউপির মামুন জানান, ১০কেজি চাল নিয়ে গিয়ে মেপে দেখি ১০ কেজি নেই ৮কেজি ৬০০গ্রাম আছে।

হিসাব করে দেখা যায়, ২নং মথরাপুর ইউনিয়ন পরিষদে ২০৪৭ জন অসহায় দুস্থ মানুষের মাঝে ২০ হাজার ৪শত ৭০ কেজি চাল বিতরণ করার কথা থাকলেও বিতরণ করেন ১৭হাজার ৩শত ৯৯ কেজি চাল। ৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদে ২১২২ জন অসহায় দুস্থ মানুষের মাঝে ২১ হাজার ২শত ২০ কেজি চাল বিতরণ করার কথা থাকলেও বিতরণ করেন ১৮হাজার ৬শত ৭৩ কেজি চাল।

ঈদের আগে অসহায় দুস্থদের ভিজিএফ এর ২নং মথরাপুর ইউপি থেকে ৩০৭১কেজি এবং ৪নং মিঠাপুর ইউপি থেকে ২৫৪৭কেজি কম দেওয়া হয়েছে। ২টি ইউপি থেকে প্রায় ৫হাজার ৬শত ১৮ কেজি চাল উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

২নং মথরাপুর ইউনিয়নের দ্বায়িত্বে থাকা ট‍্যাগ অফিসার উপজেলা তথ‍্য কর্মকর্তা সন্ধা রানী বলেন, আমরা কয়েকটি বস্তা মেপে দেখি কোনটায় ৩০কেজি কোনটায় ২৯কেজি আছে। সব গুলো বস্তা সমন্বয় করে গড়ে ৯কেজি সামথিং চাল প্রতিজনে ভাগে পেয়েছি। আমরা ৯কেজি করে দিয়েছি। এখান থেকে বালতি করে চাল দেওয়া হয়েছে।

উপকার ভোগীদের চাল কম দেওয়া হচ্ছে ও একই ব্যক্তি একাধিকবার চাল তুলছেন এব্যপারে জানতে চাইলে ট্যাগ অফিসার উপজেলা সহকারী ইনস্টাক্টার প্রেম কুমার বলেন, আমি অসুস্থ থাকায় অন‍্য একজনকে দ্বায়িত্ব দিয়েছি। এব‍্যপারে চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবে।

এ ব‍্যপারে জানতে ৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেনের মোবাইল ০১৭১৩৭৪৮৭৩৬ নম্বরে ৩বার ফোন দিলে তিনি ফোন ধরেন নি। ৪র্থ বারে ধরে কথা না বলে ফোন কেটে দেন।

এব‍্যপারে জানতে ২নং মথরাপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানার মোবাইল ০১৭১২৯৩২২৯৩ নম্বরে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব‍্যপারে ব‍্যপারে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মো: কামরুল হাসান সোহাগ বলেন, আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলে ব্যবস্থা নেবো।

আরও পড়ুন>>শাওয়ালের চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদ

নিউজবিজয়২৪/এফএইচএন