ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্লে স্টোর থেকে ১৮ অ্যাপ সরিয়ে নিল গুগল

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৮:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ২১৮ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

প্লে স্টোর থেকে ক্ষতিকর ১৮টি অ্যাপ সরিয়ে ফেলেছে গুগল। এসব অ্যাপ ফোনে ঢুকে ভয়ংকর ক্ষতি করতে পারে। তাই ব্যবহারকারীদের সুরক্ষায় গুগল প্লে স্টোর থেকে এসব অ্যাপ সরিয়ে নিয়েছে। গুগল সরালেও আপনার ফোনে আছে কি না, তা দেখে নিন। থাকলে দ্রুত আনইনস্টল করে ফেলতে হবে অ্যাপগুলো।

এসব মোবাইল অ্যাপে স্পিলওয়ান ম্যালওয়্যার পাওয়া গিয়েছে, যা ব্যবহারকারীদের সমস্ত ডাটা চুরি করছিলো। এই সমস্ত অ্যাপ প্লে স্টোর থেকে কয়েক লাখ বার ডাউনলোড করা হয়েছে।

স্পিলওয়ান হলো একধরনের ম্যালওয়্যার, যা এই ১৮টি অ্যাপে পাওয়া গিয়েছে। এটি যেকোনো ব্যবহারকারীর ফোন থেকে ডাটা চুরি করতে পারে। ফোনে উপস্থিত সব ধরনের তথ্য হ্যাকারদের কাছে পাওয়া যাবে। এছাড়াও আপনার মেসেজ পড়তে পারে। এই ম্যালওয়্যার ব্যবহারকারীদের ব্ল্যাকমেইল করতে পারে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকার মতো দেশের ব্যবহারকারীরা স্পিলওয়ানের শিকার হয়। তাই যেসব অ্যাপ গুগল ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে, তা ফোন থেকে দ্রুত আনইনস্টল করা উচিত।

যেসব অ্যাপ মুছে দিয়েছে গুগল
AA Credit, Love Cash, GuayabaCash, EasyCredit, Dinner, CrediBus, FlashLoan, LoansCredit, Credit Loans-YumiCash, Go Credit, Instant Loan, large wallet, Fast Credit, Finupp Lending, 4S Cash, TrueNaira, EasyCash।

নিউজবিজয়২৪/এফএইচ

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

প্লে স্টোর থেকে ১৮ অ্যাপ সরিয়ে নিল গুগল

প্রকাশিত সময় :- ০৮:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

প্লে স্টোর থেকে ক্ষতিকর ১৮টি অ্যাপ সরিয়ে ফেলেছে গুগল। এসব অ্যাপ ফোনে ঢুকে ভয়ংকর ক্ষতি করতে পারে। তাই ব্যবহারকারীদের সুরক্ষায় গুগল প্লে স্টোর থেকে এসব অ্যাপ সরিয়ে নিয়েছে। গুগল সরালেও আপনার ফোনে আছে কি না, তা দেখে নিন। থাকলে দ্রুত আনইনস্টল করে ফেলতে হবে অ্যাপগুলো।

এসব মোবাইল অ্যাপে স্পিলওয়ান ম্যালওয়্যার পাওয়া গিয়েছে, যা ব্যবহারকারীদের সমস্ত ডাটা চুরি করছিলো। এই সমস্ত অ্যাপ প্লে স্টোর থেকে কয়েক লাখ বার ডাউনলোড করা হয়েছে।

স্পিলওয়ান হলো একধরনের ম্যালওয়্যার, যা এই ১৮টি অ্যাপে পাওয়া গিয়েছে। এটি যেকোনো ব্যবহারকারীর ফোন থেকে ডাটা চুরি করতে পারে। ফোনে উপস্থিত সব ধরনের তথ্য হ্যাকারদের কাছে পাওয়া যাবে। এছাড়াও আপনার মেসেজ পড়তে পারে। এই ম্যালওয়্যার ব্যবহারকারীদের ব্ল্যাকমেইল করতে পারে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকার মতো দেশের ব্যবহারকারীরা স্পিলওয়ানের শিকার হয়। তাই যেসব অ্যাপ গুগল ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে, তা ফোন থেকে দ্রুত আনইনস্টল করা উচিত।

যেসব অ্যাপ মুছে দিয়েছে গুগল
AA Credit, Love Cash, GuayabaCash, EasyCredit, Dinner, CrediBus, FlashLoan, LoansCredit, Credit Loans-YumiCash, Go Credit, Instant Loan, large wallet, Fast Credit, Finupp Lending, 4S Cash, TrueNaira, EasyCash।

নিউজবিজয়২৪/এফএইচ