ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জনসভায় রংপুরের মানুষর ঢল

  • রংপৃর :-
  • প্রকাশিত সময় :- ০১:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • ২৩৮ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

প্রধানমন্ত্রীর জনসভায় জনসমুদ্রে পরিপূর্ণ তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ‘নৌকা’য় ভোট চাইতে এখন রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তিনি রংপুরে পৌঁছে তারাগঞ্জ ওয়াকফ স্টেট সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেন। কানায় কানায় পূর্ণ হয়েছে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভাস্থল তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ। তিল ধারণের মতো জায়গা নেই। এই মাঠেই রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যেই প্রবেশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ। তার আগে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সভা শুরু হয়েছে। এখন বক্তব্য রাখছেন স্থানীয় নেতৃবৃন্দ।

মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের কর্মী রেজাউল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকন্যা আসছেন আমাদের মাঝে। আমরা খুবই আনন্দিত উৎফুল্ল। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ কাজ করছে। আফরোজা সরকার নামে আরেক নারী কর্মী জানান, ভোরে পরিবারের জন্য রান্না শেষ করে প্রধানমন্ত্রীর সভায় এসেছি। কাছ থেকে প্রধানমন্ত্রীকে যেন দেখতে পারি সেজন্য সকাল সকাল অপেক্ষা করছি।

সকালে বিশাল একটি মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। এ সময় তিনি বলেন, সভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। আমরা গর্বিত। আমাদের এই আসনের ভোটাররাও গর্বিত। কেননা প্রধানমন্ত্রী এলে উন্নয়ন আরও সহজ হয়ে যায়। তিনি প্রত্যাশিত উন্নয়ন করেছেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২২ ডিসেম্বর তারাগঞ্জ ও পীরগঞ্জে একই মাঠে জনসভা করেছেন। তারও আগে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পীরগঞ্জের তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা ও লালদীঘির ফতেহপুরের জয়সদনে কর্মীসভা করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ এ বছরের ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখেন।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে রংপুর-২ আসনে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রংপুর-৫ আসনে রাশেক রহমান ও রংপুর-৬ আসনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার কারণে রংপুর-১ আসনে দলীয় প্রার্থী রেজাউল করিম রাজু ও রংপুর-৩ আসন থেকে তুষার কান্তি মণ্ডলকে প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ।

আরও পড়ুন>> তারাগঞ্জের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

রাজধানীতে রাত ১১টার পর চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির

প্রধানমন্ত্রীর জনসভায় রংপুরের মানুষর ঢল

প্রকাশিত সময় :- ০১:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ‘নৌকা’য় ভোট চাইতে এখন রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তিনি রংপুরে পৌঁছে তারাগঞ্জ ওয়াকফ স্টেট সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেন। কানায় কানায় পূর্ণ হয়েছে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভাস্থল তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ। তিল ধারণের মতো জায়গা নেই। এই মাঠেই রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যেই প্রবেশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ। তার আগে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সভা শুরু হয়েছে। এখন বক্তব্য রাখছেন স্থানীয় নেতৃবৃন্দ।

মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের কর্মী রেজাউল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকন্যা আসছেন আমাদের মাঝে। আমরা খুবই আনন্দিত উৎফুল্ল। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ কাজ করছে। আফরোজা সরকার নামে আরেক নারী কর্মী জানান, ভোরে পরিবারের জন্য রান্না শেষ করে প্রধানমন্ত্রীর সভায় এসেছি। কাছ থেকে প্রধানমন্ত্রীকে যেন দেখতে পারি সেজন্য সকাল সকাল অপেক্ষা করছি।

সকালে বিশাল একটি মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। এ সময় তিনি বলেন, সভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। আমরা গর্বিত। আমাদের এই আসনের ভোটাররাও গর্বিত। কেননা প্রধানমন্ত্রী এলে উন্নয়ন আরও সহজ হয়ে যায়। তিনি প্রত্যাশিত উন্নয়ন করেছেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২২ ডিসেম্বর তারাগঞ্জ ও পীরগঞ্জে একই মাঠে জনসভা করেছেন। তারও আগে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পীরগঞ্জের তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা ও লালদীঘির ফতেহপুরের জয়সদনে কর্মীসভা করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ এ বছরের ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখেন।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে রংপুর-২ আসনে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রংপুর-৫ আসনে রাশেক রহমান ও রংপুর-৬ আসনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার কারণে রংপুর-১ আসনে দলীয় প্রার্থী রেজাউল করিম রাজু ও রংপুর-৩ আসন থেকে তুষার কান্তি মণ্ডলকে প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ।

আরও পড়ুন>> তারাগঞ্জের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

নিউজবিজয়২৪/এফএইচএন