ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের গাড়িতে আগুন, দুই যুবদল নেতা গ্রেপ্তার

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৭:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ৩৪৪ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে রাজধানীতে পুলিশের গাড়ি ও বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার রমনা থানা যুবদলের ১৯ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন হৃদয় (৩৬) ও আহ্বায়ক মো. আল আমিন মাহিন (৩৩)। তারা আগুন দেয়ার ঘটনায় সরাসরি জড়িত। তাদের কাছ থেকে আগুন দেয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে ডিবি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনা অঞ্চলের একটি দল খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীরা শান্তিনগরে পুলিশের গাড়ি ও মৌচাক মোড় ফ্লাইওভারের ওপর বলাকা পরিবহনের বাসে আগুন দেয়। পরে ঘটনার তদন্ত করে ভিডিও ফুটেজ বিশ্লেষণসহ নানা তথ্য-উপাত্তের ভিত্তিতে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনা অঞ্চলের একটি দল দুই আসামিকে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বাসে আগুন দেয়ার সময় পরা শার্ট, বোতলে রাখা পেট্রল, একটি মোটরসাইকেল, একটি হেলমেট ও একটি খাকি রঙের পুরোনো প্যান্ট উদ্ধার করা হয়েছে।

এদিকে রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকায় রোববার সকাল সাড়ে ৬টার দিকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিন সন্ধায় রাজধানীর বংলামটর রূপায়ন টাওয়ারের পাশে এয়ারপোর্ট পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ১৪ মে ২০২৪

পুলিশের গাড়িতে আগুন, দুই যুবদল নেতা গ্রেপ্তার

প্রকাশিত সময় :- ০৭:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে রাজধানীতে পুলিশের গাড়ি ও বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার রমনা থানা যুবদলের ১৯ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন হৃদয় (৩৬) ও আহ্বায়ক মো. আল আমিন মাহিন (৩৩)। তারা আগুন দেয়ার ঘটনায় সরাসরি জড়িত। তাদের কাছ থেকে আগুন দেয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে ডিবি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনা অঞ্চলের একটি দল খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীরা শান্তিনগরে পুলিশের গাড়ি ও মৌচাক মোড় ফ্লাইওভারের ওপর বলাকা পরিবহনের বাসে আগুন দেয়। পরে ঘটনার তদন্ত করে ভিডিও ফুটেজ বিশ্লেষণসহ নানা তথ্য-উপাত্তের ভিত্তিতে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনা অঞ্চলের একটি দল দুই আসামিকে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বাসে আগুন দেয়ার সময় পরা শার্ট, বোতলে রাখা পেট্রল, একটি মোটরসাইকেল, একটি হেলমেট ও একটি খাকি রঙের পুরোনো প্যান্ট উদ্ধার করা হয়েছে।

এদিকে রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকায় রোববার সকাল সাড়ে ৬টার দিকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিন সন্ধায় রাজধানীর বংলামটর রূপায়ন টাওয়ারের পাশে এয়ারপোর্ট পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

নিউজবিজয়/এফএইচএন