ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পীরগাছায় কৃষকের শতাধিক গাছ ও পুকুর কেটে মাছ লুট: জমি দখলের অভিযোগে আটক: ২

রংপুরের পীরগাছায় আদালতের রায় প্রাপ্ত হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক ঢাকঢোল পিটিয়ে জমি বুঝে দেওয়ার সাড়ে তিন বছর পর শতাধিক ভাড়াটিয়া লোকজন নিয়ে আবারো এক কৃষকের জমি দখলের অভিযোগ উঠছে। গত শুক্রবার সকালে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ ও পুকুরের পাড় কেটে জমিটি দখলে নেয় উপজেলার অন্নদানগর ইউনিয়নের কোকোয়ান নবু গ্রামের শতাধিক ব্যক্তি। এ ঘটনায় ভূক্তভোগী শাহাদৎ হোসেন মামলা দায়ের করলে গতকাল শনিবার অভিযান চালিয়ে ঘটনার মুল হোতাসহ দুজনকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ।
থানায় দেয়া অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মৃত খায়রুজ্জামানের ছেলে শাহাদৎ হোসেন বিগত ১৯৯৬ সালে জেএল নং-১২৩ এর ৮৯২,৮৯৩ দাগের ৬২ শতকের মধ্যে ৫৬ শতক জমি নিয়ে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত থেকে রায় প্রাপ্ত হয়ে ২০১৮ সালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আদালতের লোকজনের উপস্থিতিতে ঢাকঢোক পিটিয়ে জমিটি বুঝে দেয়া হয় শাহাদৎ হোসেনকে। তখন থেকেই তিনি ওই জমিতে বাড়ি ও পুকুর খনন করে ভোগদখল করে আসছিলেন। গত ২৪ জুন সকালে হঠাৎ করেই বাড়িতে কেউ না থাকার সুযোগে শতাধিক ভাড়াটিয়া লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় শাহাদৎ হোসেনের বাড়িতে হামলা চালায় একই গ্রামের শুমার আলীর ছেলে লুৎফর রহমান ও মিজানুর রহমান। তারা কয়েক ঘন্টা ব্যাপী হামলা চালিয়ে শাহাদৎ হোসেনের কয়েক শতাধিক গাছপালা কেটে পুকুরে ফেলে দেন এবং পুকুরের পাড় কেটে কয়েক লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। এসময় হামলাকারীদের ভয়ে শাহাদৎ হোসেনের বাড়ির লোকজন ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন। পরে ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেলে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে হামলাকারীরা জমির পশ্চিম পাশে ঘিরে রেখে শাহাদৎ হোসেনের বাড়ির চলাচল বন্ধ করে দেন। এ নিয়ে রাতেই মামলা দায়ের করা হলে অভিযান চালিয়ে গতকাল শনিবার দুপুরে পীরগাছা থানা পুলিশ আসামী লুৎফর রহমান ও মিজানুর রহমানকে গ্রেফতার করেন।
এামলার বাদি শাহাদৎ হোসেন বলেন, অহেতুক তারা আমার সাথে বিরোধ সৃষ্টি করে আমার ৫ শতাধিক গাছ কেটে ফেলেছে। পুকুরের পাড় কেটে ধওে নিয়ে গেছে লক্ষাধিক টাকার মাছ। পুলিশ বাঁধা দিলেও তারা শোনেন নি। পরে আমি ১৫ জনের নামসহ অজ্ঞাত নামা আসামী দিয়ে মামলা করেছি।
পীরগাছা থানার উপ-পরিদর্শক আব্দুল ওয়াদদু মিয়া বলেন, ঘটনার সাথে জড়িত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়।

নিউজবিজয়/এফএইচ্এন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

পীরগাছায় কৃষকের শতাধিক গাছ ও পুকুর কেটে মাছ লুট: জমি দখলের অভিযোগে আটক: ২

প্রকাশিত সময় :- ০৮:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২

রংপুরের পীরগাছায় আদালতের রায় প্রাপ্ত হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক ঢাকঢোল পিটিয়ে জমি বুঝে দেওয়ার সাড়ে তিন বছর পর শতাধিক ভাড়াটিয়া লোকজন নিয়ে আবারো এক কৃষকের জমি দখলের অভিযোগ উঠছে। গত শুক্রবার সকালে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ ও পুকুরের পাড় কেটে জমিটি দখলে নেয় উপজেলার অন্নদানগর ইউনিয়নের কোকোয়ান নবু গ্রামের শতাধিক ব্যক্তি। এ ঘটনায় ভূক্তভোগী শাহাদৎ হোসেন মামলা দায়ের করলে গতকাল শনিবার অভিযান চালিয়ে ঘটনার মুল হোতাসহ দুজনকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ।
থানায় দেয়া অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মৃত খায়রুজ্জামানের ছেলে শাহাদৎ হোসেন বিগত ১৯৯৬ সালে জেএল নং-১২৩ এর ৮৯২,৮৯৩ দাগের ৬২ শতকের মধ্যে ৫৬ শতক জমি নিয়ে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত থেকে রায় প্রাপ্ত হয়ে ২০১৮ সালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আদালতের লোকজনের উপস্থিতিতে ঢাকঢোক পিটিয়ে জমিটি বুঝে দেয়া হয় শাহাদৎ হোসেনকে। তখন থেকেই তিনি ওই জমিতে বাড়ি ও পুকুর খনন করে ভোগদখল করে আসছিলেন। গত ২৪ জুন সকালে হঠাৎ করেই বাড়িতে কেউ না থাকার সুযোগে শতাধিক ভাড়াটিয়া লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় শাহাদৎ হোসেনের বাড়িতে হামলা চালায় একই গ্রামের শুমার আলীর ছেলে লুৎফর রহমান ও মিজানুর রহমান। তারা কয়েক ঘন্টা ব্যাপী হামলা চালিয়ে শাহাদৎ হোসেনের কয়েক শতাধিক গাছপালা কেটে পুকুরে ফেলে দেন এবং পুকুরের পাড় কেটে কয়েক লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। এসময় হামলাকারীদের ভয়ে শাহাদৎ হোসেনের বাড়ির লোকজন ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন। পরে ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেলে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে হামলাকারীরা জমির পশ্চিম পাশে ঘিরে রেখে শাহাদৎ হোসেনের বাড়ির চলাচল বন্ধ করে দেন। এ নিয়ে রাতেই মামলা দায়ের করা হলে অভিযান চালিয়ে গতকাল শনিবার দুপুরে পীরগাছা থানা পুলিশ আসামী লুৎফর রহমান ও মিজানুর রহমানকে গ্রেফতার করেন।
এামলার বাদি শাহাদৎ হোসেন বলেন, অহেতুক তারা আমার সাথে বিরোধ সৃষ্টি করে আমার ৫ শতাধিক গাছ কেটে ফেলেছে। পুকুরের পাড় কেটে ধওে নিয়ে গেছে লক্ষাধিক টাকার মাছ। পুলিশ বাঁধা দিলেও তারা শোনেন নি। পরে আমি ১৫ জনের নামসহ অজ্ঞাত নামা আসামী দিয়ে মামলা করেছি।
পীরগাছা থানার উপ-পরিদর্শক আব্দুল ওয়াদদু মিয়া বলেন, ঘটনার সাথে জড়িত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়।

নিউজবিজয়/এফএইচ্এন