ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পীরগাছায় বসতবাড়িতে অগ্নিসংযোগ করে লুটপাটের অভিযোগ

রংপুরের পীরগাছায় জমিজমার জের ধরে বসতবাড়িতে অগ্নিসংযোগ করে লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের লোকজন বসত ঘরে অগ্নিসংযোগ করে ওই বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করছেন বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ্য তাহারত উল্ল্যাহ। এসময় অগ্নিকান্ডে টিভি, ফ্রিজসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। গত বৃহস্পতিবার রাত ২ টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী তাহেরুন নেছার অংশিদার সুত্রে প্রাপ্ত ১৪৪ শতাংশ জমি তাদের প্রতিবেশি মৃত মহির উদ্দিনের ছেলে আংগুর মিয়া ও তার লোকজন জোরপূর্বক দখল করে ভোগদখল করে আসছে। গত ৩১ জানুয়ারী ওই জমিগুলো ছেড়ে দিতে তাহেরুন নেছার ছেলে তাহারত উল্ল্যাহ প্রতিপক্ষ আংগুর মিয়াকে অনুরোধ করেন। এ নিয়ে উভয় পক্ষে মধ্যে তর্কবির্তক হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ২ টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিপক্ষ আংগুর মিয়া, আলামিন, লিমন মিয়াসহ বেশ কয়েকজন ব্যক্তি তাহারত উল্ল্যাহর বসতবাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এসময় পাশের বাড়িতে থাকা তাহারত উল্ল্যাহর ছেলে হৃদয় মিয়া দেখতে পেয়ে চিৎকার করে উঠলে অগ্নিসংযোগকারীরা ওই ঘরে থাকা দুই লক্ষ টাকা এবং তিন ভরি স্বর্ণলাংকর লুট করে নিয়ে যায়। পরে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরে থাকা টিভি, ফ্রিজ ও আসবাবপত্র পুড়ে যায়।
বাদি তাহারত উল্ল্যাহ বলেন, সামান্য তর্কবির্তকের ঘটনায় আংগুর মিয়া আমাদের বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ দিয়েছে। সেকারণে আমরা কেউ বাড়িতে ছিলাম না। এই সুযোগ কাজে লাগিয়ে আংগুর মিয়া ও তার লোকজন আমার বসতঘরে অগ্নিসংযোগ করে লুটপাট করেছে। এতে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকা লুট হয়েছে এবং ২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আংগুর মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার সময় আমরাও বাড়িতে ছিলাম না। আমাদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব বলেন, অগ্নিকান্ডে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজ বিজয় ২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

পীরগাছায় বসতবাড়িতে অগ্নিসংযোগ করে লুটপাটের অভিযোগ

প্রকাশিত সময় :- ০৯:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪

রংপুরের পীরগাছায় জমিজমার জের ধরে বসতবাড়িতে অগ্নিসংযোগ করে লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের লোকজন বসত ঘরে অগ্নিসংযোগ করে ওই বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করছেন বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ্য তাহারত উল্ল্যাহ। এসময় অগ্নিকান্ডে টিভি, ফ্রিজসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। গত বৃহস্পতিবার রাত ২ টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী তাহেরুন নেছার অংশিদার সুত্রে প্রাপ্ত ১৪৪ শতাংশ জমি তাদের প্রতিবেশি মৃত মহির উদ্দিনের ছেলে আংগুর মিয়া ও তার লোকজন জোরপূর্বক দখল করে ভোগদখল করে আসছে। গত ৩১ জানুয়ারী ওই জমিগুলো ছেড়ে দিতে তাহেরুন নেছার ছেলে তাহারত উল্ল্যাহ প্রতিপক্ষ আংগুর মিয়াকে অনুরোধ করেন। এ নিয়ে উভয় পক্ষে মধ্যে তর্কবির্তক হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ২ টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিপক্ষ আংগুর মিয়া, আলামিন, লিমন মিয়াসহ বেশ কয়েকজন ব্যক্তি তাহারত উল্ল্যাহর বসতবাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এসময় পাশের বাড়িতে থাকা তাহারত উল্ল্যাহর ছেলে হৃদয় মিয়া দেখতে পেয়ে চিৎকার করে উঠলে অগ্নিসংযোগকারীরা ওই ঘরে থাকা দুই লক্ষ টাকা এবং তিন ভরি স্বর্ণলাংকর লুট করে নিয়ে যায়। পরে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরে থাকা টিভি, ফ্রিজ ও আসবাবপত্র পুড়ে যায়।
বাদি তাহারত উল্ল্যাহ বলেন, সামান্য তর্কবির্তকের ঘটনায় আংগুর মিয়া আমাদের বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ দিয়েছে। সেকারণে আমরা কেউ বাড়িতে ছিলাম না। এই সুযোগ কাজে লাগিয়ে আংগুর মিয়া ও তার লোকজন আমার বসতঘরে অগ্নিসংযোগ করে লুটপাট করেছে। এতে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকা লুট হয়েছে এবং ২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আংগুর মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার সময় আমরাও বাড়িতে ছিলাম না। আমাদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব বলেন, অগ্নিকান্ডে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজ বিজয় ২৪/এফএইচএন