ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে ভূমিধসে ৩৭ জনের মৃত্যু

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ১১:৪৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • ২৮৮ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

পাকিস্তানে গত দুই দিন ধরে বৃষ্টির কারণে ভূমিধসে ৩৭ জন নিহত হয়েছে। উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভূমিধসের কারণে অনেক এলাকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার রাত থেকে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে অতিরিক্ত বৃষ্টিতে ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানিয়েছে, পাকিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

গত ৪৮ ঘণ্টায় বাজাউর, সোয়াত, লোয়ার দির, মালাকান্দ, খাইবার, পেশোয়ার, উত্তর, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতসহ দশটি জেলায় প্রবল বৃষ্টিতে ৩৭ জন নিহত হয়েছে।

পাকিস্তানের মুখ্যমন্ত্রী কেপিকে আলী আমিন গন্ডাপুর বলেছেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষকে এই সংকটময় সময়ে একা রাখা হবে না এবং তাদের ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণ দেয়া হবে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেছেন, মহাসড়কের ধ্বংসাবশেষ অপসারণের জন্য জরুরি ত্রাণ ও ভারী যন্ত্রপাতি এই অঞ্চলে পাঠানো হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পাঁচজন মারা গেছেন। তাছাড়া ৭০০ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান-শাসিত কাশ্মীরেও হতাহতের খবর পাওয়া গেছে।

এর আগে ২০২২ সালে বৃষ্টিপাত ও বন্যায় পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে। এক হাজার ৭৩৯ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন>. নানার জানাজায় গিয়ে নাতির মৃত্যু!

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

পাকিস্তানে ভূমিধসে ৩৭ জনের মৃত্যু

প্রকাশিত সময় :- ১১:৪৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

পাকিস্তানে গত দুই দিন ধরে বৃষ্টির কারণে ভূমিধসে ৩৭ জন নিহত হয়েছে। উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভূমিধসের কারণে অনেক এলাকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার রাত থেকে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে অতিরিক্ত বৃষ্টিতে ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানিয়েছে, পাকিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

গত ৪৮ ঘণ্টায় বাজাউর, সোয়াত, লোয়ার দির, মালাকান্দ, খাইবার, পেশোয়ার, উত্তর, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতসহ দশটি জেলায় প্রবল বৃষ্টিতে ৩৭ জন নিহত হয়েছে।

পাকিস্তানের মুখ্যমন্ত্রী কেপিকে আলী আমিন গন্ডাপুর বলেছেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষকে এই সংকটময় সময়ে একা রাখা হবে না এবং তাদের ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণ দেয়া হবে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেছেন, মহাসড়কের ধ্বংসাবশেষ অপসারণের জন্য জরুরি ত্রাণ ও ভারী যন্ত্রপাতি এই অঞ্চলে পাঠানো হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পাঁচজন মারা গেছেন। তাছাড়া ৭০০ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান-শাসিত কাশ্মীরেও হতাহতের খবর পাওয়া গেছে।

এর আগে ২০২২ সালে বৃষ্টিপাত ও বন্যায় পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে। এক হাজার ৭৩৯ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন>. নানার জানাজায় গিয়ে নাতির মৃত্যু!

নিউজবিজয়২৪/এফএইচএন