ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নামাজরত মুসল্লিদের ওপর দিল্লির পুলিশের বর্বরতা

  • আন্তর্জাতিক ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ১০:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • ২৬৬ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

নামাজরত মুসল্লিদের ওপর দিল্লির পুলিশের বর্বরতা - সংগৃহীত

ভারতে জুমার নামাজরত মুসল্লিদের উপর বর্বর আচরণ করেছেন একজন পুলিশ অফিসার। নয়াদিল্লিতে রাস্তার ধারে জুমার নামাজ পড়া মুসল্লিদের ওপর এ নির্মম নির্যাতন করা হয়।
শুক্রবার দ্যা নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির রাস্তায় বসে শুক্রবার নমাজ পড়ছিলেন অনেকে। এ সময় এক পুলিশ অফিসার নামাজরত মুসল্লিদের লাথি মেরে সরানোর চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে এ দৃশ্য ভাইরাল হয়। এ ঘটনায় ভারতজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, এ নির্মম ঘটনাটি ঘটেছে রাজধানীর ইন্দরলোক এলাকায়। শুক্রবার ইন্দরলোক এলাকার একটি মসজিদে বিপুল সংখ্যক মুসলমান জড়ো হয়েছিলেন, যার ফলে অনেক লোক ভিড়ের কারণে রাস্তায় বসে নমাজ পড়ছিলেন।

এ সময় কয়েকজন পুলিশ কর্মকর্তা মাঝ নামাজের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নামাজে ব্যস্ত মুসল্লিদের লাথি ও ঘুষি মারতে থাকেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, তাদের একজন নামাজের জন্য হাঁটু গেড়ে বসে থাকা মুসল্লিদের লাথি মারছে। তবে, এক ব্যক্তি পুলিশকে ঘিরে ফেলে এবং তার আচরণে আপত্তি জানায়।

ইন্ডিয়া টুডে অনুসারে, কর্মকর্তাকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য ইমরান প্রতাপগারহি ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘দিল্লি পুলিশের এই কর্মী নমাজরত মুসলিমদের একের পর এক লাথি মারতে থাকেন। ওই পুলিশকর্মীর হৃদয়ে কিসের এত ঘৃণা? দিল্লি পুলিশকে অনুরোধ করছি অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে তদন্ত করতে। পাশাপাশি তাকে চাকরি থেকে বরখাস্ত করারো আর্জি জানাচ্ছি।’

এদিকে পুলিশের উপ-কমিশনার (উত্তর) এম কে মীনা জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। কর্মকর্তাকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হবে। সূত্র : দ্যা নিউজ ইন্টারন্যাশনাল

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজরত মুসল্লিদের ওপর দিল্লির পুলিশের বর্বরতা

প্রকাশিত সময় :- ১০:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

ভারতে জুমার নামাজরত মুসল্লিদের উপর বর্বর আচরণ করেছেন একজন পুলিশ অফিসার। নয়াদিল্লিতে রাস্তার ধারে জুমার নামাজ পড়া মুসল্লিদের ওপর এ নির্মম নির্যাতন করা হয়।
শুক্রবার দ্যা নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির রাস্তায় বসে শুক্রবার নমাজ পড়ছিলেন অনেকে। এ সময় এক পুলিশ অফিসার নামাজরত মুসল্লিদের লাথি মেরে সরানোর চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে এ দৃশ্য ভাইরাল হয়। এ ঘটনায় ভারতজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, এ নির্মম ঘটনাটি ঘটেছে রাজধানীর ইন্দরলোক এলাকায়। শুক্রবার ইন্দরলোক এলাকার একটি মসজিদে বিপুল সংখ্যক মুসলমান জড়ো হয়েছিলেন, যার ফলে অনেক লোক ভিড়ের কারণে রাস্তায় বসে নমাজ পড়ছিলেন।

এ সময় কয়েকজন পুলিশ কর্মকর্তা মাঝ নামাজের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নামাজে ব্যস্ত মুসল্লিদের লাথি ও ঘুষি মারতে থাকেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, তাদের একজন নামাজের জন্য হাঁটু গেড়ে বসে থাকা মুসল্লিদের লাথি মারছে। তবে, এক ব্যক্তি পুলিশকে ঘিরে ফেলে এবং তার আচরণে আপত্তি জানায়।

ইন্ডিয়া টুডে অনুসারে, কর্মকর্তাকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য ইমরান প্রতাপগারহি ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘দিল্লি পুলিশের এই কর্মী নমাজরত মুসলিমদের একের পর এক লাথি মারতে থাকেন। ওই পুলিশকর্মীর হৃদয়ে কিসের এত ঘৃণা? দিল্লি পুলিশকে অনুরোধ করছি অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে তদন্ত করতে। পাশাপাশি তাকে চাকরি থেকে বরখাস্ত করারো আর্জি জানাচ্ছি।’

এদিকে পুলিশের উপ-কমিশনার (উত্তর) এম কে মীনা জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। কর্মকর্তাকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হবে। সূত্র : দ্যা নিউজ ইন্টারন্যাশনাল

নিউজবিজয়২৪/এফএইচএন