ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের ৪৪টি রাজনৈতিক দলকে ইসির চিঠি

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ১১:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • ২২২ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

দেশের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনায় অংশ নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলোর সাধারণ সম্পাদক বা মহাসচিবকে বরাবর এসব চিঠি দেওয়া হয়।
বুধবার (১ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. শরিফুল আলম জানান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৪৪টি দলকে চিঠি দেওয়া হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে ও বিকালে দুই ভাগে ৪৪টি দলের সঙ্গে এই আলোচনা সভা হবে।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, শনিবার দিনব্যাপী বৈঠক হবে। সকাল ও বিকেলে ২২টি করে মোট ৪৪টি দলের সঙ্গে বসার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে। এখন দলগুলোর সভাপতি–সাধারণ সম্পাদকদের চিঠি দেওয়া হবে।

জাতীয় নির্বাচন সামনে রেখে এর আগেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে ইসি। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আবারও তাদের সঙ্গে বসতে চায় সংস্থাটি। এরআগের সংলাপগুলোতে বিএনপিকে কয়েকবার ডেকেও সাড়া পায়নি ইসি। এবারও বিএনপিকে ডাকা হচ্ছে।

বুধবার (১ নভেম্বর) থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। যেহেতু ১ নভেম্বর শুরু হচ্ছে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা, এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

মৃত মেয়ের বিয়ের জন্য মৃত পাত্র খুঁজছেন বাবা-মা

দেশের ৪৪টি রাজনৈতিক দলকে ইসির চিঠি

প্রকাশিত সময় :- ১১:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

দেশের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনায় অংশ নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলোর সাধারণ সম্পাদক বা মহাসচিবকে বরাবর এসব চিঠি দেওয়া হয়।
বুধবার (১ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. শরিফুল আলম জানান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৪৪টি দলকে চিঠি দেওয়া হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে ও বিকালে দুই ভাগে ৪৪টি দলের সঙ্গে এই আলোচনা সভা হবে।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, শনিবার দিনব্যাপী বৈঠক হবে। সকাল ও বিকেলে ২২টি করে মোট ৪৪টি দলের সঙ্গে বসার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে। এখন দলগুলোর সভাপতি–সাধারণ সম্পাদকদের চিঠি দেওয়া হবে।

জাতীয় নির্বাচন সামনে রেখে এর আগেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে ইসি। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আবারও তাদের সঙ্গে বসতে চায় সংস্থাটি। এরআগের সংলাপগুলোতে বিএনপিকে কয়েকবার ডেকেও সাড়া পায়নি ইসি। এবারও বিএনপিকে ডাকা হচ্ছে।

বুধবার (১ নভেম্বর) থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। যেহেতু ১ নভেম্বর শুরু হচ্ছে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা, এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

নিউজবিজয়/এফএইচএন