ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ঢামেকে লাশের ভিড় বাড়ছে, স্বজনদের আহাজারি

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ১০:৩৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • ৩১২ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

স্বজনদের আর্তনাদে বাতাস ভারি হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চারদিকে শুধু কান্না, চিৎকার আর আহাজারি। যেন এক মৃত্যু উপত্যকা হয়ে পড়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। একের পর এক লাশ এসে ভিড় করছে ঢামেকের মর্গে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন রাত দেড়টার দিকে ঢাকা পোস্টকে বলেন, নারী ও শিশুসহ এখন পর্যন্ত ২২ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে।
অন্যদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে বলা হয়েছে, সেখানে ১১ জনের মরদেহ রয়েছে।

ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য বলছে, আগুনের ঘটনায় তিনজনের মরদেহ এবং অবচেতন অবস্থায় ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। অবচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো ৪২ জনের মধ্যে চার শিশু ও ২১ নারী রয়েছেন। বাকিরা পুরুষ। পাশাপাশি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

রাত একটা থেকে একটা ২০ মিনিট পর্যন্ত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে দেখা যায়, রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুনে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে আনতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দ্রুতবেগে ছুটছে একের পর এক অ্যাম্বুলেন্স৷ আনসার সদস্য ও ঢাকা মেডিকেলের কর্মচারীদের যৌথ তৎপরতায় হাসপাতালের ফটক ফাঁকা করে অ্যাম্বুলেন্স চলাচলের পথ নির্বিঘ্ন করা হচ্ছে ৷

অ্যাম্বুলেন্স থেকে আহত ব্যক্তিদের নামানোর সঙ্গে সঙ্গেই যেন নির্বিঘ্নে মেডিকেলে প্রবেশ করানো যায়, সে জন্য জরুরি বিভাগের ফটকে ট্রলি প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে হাসপাতালের জরুরি বিভাগের পর্যবেক্ষণ কক্ষে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। কক্ষের বাইরে দগ্ধদের স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।

এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে ‘কাচ্চি ভাই’ নামের রেস্তোরাঁয় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, রাত ৯টা ৫১ মিনিটের দিকে রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়ে মোট দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ১৯শে মে.২০২৪

ঢামেকে লাশের ভিড় বাড়ছে, স্বজনদের আহাজারি

প্রকাশিত সময় :- ১০:৩৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

স্বজনদের আর্তনাদে বাতাস ভারি হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চারদিকে শুধু কান্না, চিৎকার আর আহাজারি। যেন এক মৃত্যু উপত্যকা হয়ে পড়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। একের পর এক লাশ এসে ভিড় করছে ঢামেকের মর্গে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন রাত দেড়টার দিকে ঢাকা পোস্টকে বলেন, নারী ও শিশুসহ এখন পর্যন্ত ২২ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে।
অন্যদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে বলা হয়েছে, সেখানে ১১ জনের মরদেহ রয়েছে।

ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য বলছে, আগুনের ঘটনায় তিনজনের মরদেহ এবং অবচেতন অবস্থায় ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। অবচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো ৪২ জনের মধ্যে চার শিশু ও ২১ নারী রয়েছেন। বাকিরা পুরুষ। পাশাপাশি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

রাত একটা থেকে একটা ২০ মিনিট পর্যন্ত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে দেখা যায়, রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুনে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে আনতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দ্রুতবেগে ছুটছে একের পর এক অ্যাম্বুলেন্স৷ আনসার সদস্য ও ঢাকা মেডিকেলের কর্মচারীদের যৌথ তৎপরতায় হাসপাতালের ফটক ফাঁকা করে অ্যাম্বুলেন্স চলাচলের পথ নির্বিঘ্ন করা হচ্ছে ৷

অ্যাম্বুলেন্স থেকে আহত ব্যক্তিদের নামানোর সঙ্গে সঙ্গেই যেন নির্বিঘ্নে মেডিকেলে প্রবেশ করানো যায়, সে জন্য জরুরি বিভাগের ফটকে ট্রলি প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে হাসপাতালের জরুরি বিভাগের পর্যবেক্ষণ কক্ষে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। কক্ষের বাইরে দগ্ধদের স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।

এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে ‘কাচ্চি ভাই’ নামের রেস্তোরাঁয় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, রাত ৯টা ৫১ মিনিটের দিকে রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়ে মোট দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
নিউজবিজয়২৪/এফএইচএন