ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
লালমনিরহাট জেলায়

জেএমবির দুই সদস্যেকে ৪২ বছরের সশ্রম কারাদণ্ড

  • লালমনিরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশিত সময় :- ০৭:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৮০ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ৩ মামলায় ৪২ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে লালমনিরহাটের একটি আদালত।

রোববার সকালে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, রাকিবুল ইসলাম রাকিব ও নাহিদ হোসেন।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি মো. আকমল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে দুই আসামিকে ৪২ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের তিন মামলায় দুই আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। চারজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৯ আগস্ট ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান ও তার সহযোগীরা হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা রাকিবের বাবা কোরবান আলীর বাড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের গোপন বৈঠক চলাকালে রাকিবকে আটক করে। রাকিব ইসলামি ছাত্র শিবিরের একজন সক্রিয় সদস্য।

পরবর্তীতে নব প্রভাতের মুয়াজ্জিন মেহেদী হাসান মিশান, হাসানুল বান্না, জামাল উদ্দীন, নাহিদ হাসান ও মেহেদীকে আটক করে তাদের ১৬১ ধারায় জবানবন্দি রেকর্ড করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। রাষ্ট্রপক্ষ ফৌজদারী কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বিরুদ্ধে ১৭ জন সাক্ষীর বক্তব্য রেকর্ড করে।

কৌঁসুলি মো. আকমল হোসেন জানান, সাজাপ্রাপ্তদের তিনটি মামলার সাজা একই সঙ্গে শুরু হবে।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

লালমনিরহাট জেলায়

জেএমবির দুই সদস্যেকে ৪২ বছরের সশ্রম কারাদণ্ড

প্রকাশিত সময় :- ০৭:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ৩ মামলায় ৪২ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে লালমনিরহাটের একটি আদালত।

রোববার সকালে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, রাকিবুল ইসলাম রাকিব ও নাহিদ হোসেন।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি মো. আকমল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে দুই আসামিকে ৪২ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের তিন মামলায় দুই আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। চারজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৯ আগস্ট ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান ও তার সহযোগীরা হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা রাকিবের বাবা কোরবান আলীর বাড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের গোপন বৈঠক চলাকালে রাকিবকে আটক করে। রাকিব ইসলামি ছাত্র শিবিরের একজন সক্রিয় সদস্য।

পরবর্তীতে নব প্রভাতের মুয়াজ্জিন মেহেদী হাসান মিশান, হাসানুল বান্না, জামাল উদ্দীন, নাহিদ হাসান ও মেহেদীকে আটক করে তাদের ১৬১ ধারায় জবানবন্দি রেকর্ড করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। রাষ্ট্রপক্ষ ফৌজদারী কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বিরুদ্ধে ১৭ জন সাক্ষীর বক্তব্য রেকর্ড করে।

কৌঁসুলি মো. আকমল হোসেন জানান, সাজাপ্রাপ্তদের তিনটি মামলার সাজা একই সঙ্গে শুরু হবে।

নিউজবিজয়২৪/এফএইচএন