ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জীবন যুদ্ধে পরাজিত জমির আলী, নেই কোন মাথা গোজার ঠাই

জীবন যুদ্ধে পরাজিত দিনমজুর জমির আলী। জীবন যুদ্ধে সে আজ বড়ই ক্লান্ত। নিজের বলতে তার কিছুই নেই। ৪০ বছর ধরে অন্যের জমিতে বসবাস করে আসছেন যাযাবরের মতো। সন্তানের ভবিষ্যৎ আর মাথা গোজার ঠাইয়ের দুশ্চিন্তায় রাতে তার ঘুম আসেনা। এযেন তার দুর্বিষহ জীবন।

কথা হয় সেই জমির আলীর সাথে। তিনি বলেন, অনেক বছর ধরে অন‍্যের জমিতে থাকি। আগে তো পরিবার নিয়ে কয়েক বছর মামার বাড়িতে ছিলোং (ছিলাম)। তারপর মামার জমিতে যখন থাকতে দিলো না তখন, পরিবার নিয়ে আসলোং (আসলাম) মালেক-মোস্তাকের বাড়িতে। এদের বাড়িতে প্রায় ৬ বছরের মতো পরিবার নিয়ে বসবাস করার পর যখন এমরাও (মালেক) থাকতে দিলো না তখন পরিবার নিয়ে আসলোং ওসমানের বাড়ি। এখানে থাকলাম কয়েক বছর। তারপর আসলোং সিদ্দিক প্রফেসরের বাড়ি। এখানে প্রায় ৮-৯ বছর থাকার পর আবার গেইলোং (গেলাম) ঐ মামার বাড়িতে পরিবার নিয়ে। মামার বাড়িতে প্রায় ৮ বছর থাকার পর যখন আবার বের করে দিলো তখন সাবেক ছিটমহলে বোইনের (বোন) জমিতে বাড়ি করে কোনো মতে পরিবারের ৫ সদস্য নিয়ে বেচে আছি। এমন করি মাইসের (মানুষ) জমিতে আর কত দিন থাকব। ঘুম আসেনা বাড়িতে। নিজের জমি জমা নেই, এই দুশ্চিন্তায় রাইত জাইগা চোখের পানি ফেলি।

এইভাবে কেঁদে কেঁদে কথা গুলো বলছিলেন, লালমনিরহাটের সদর র কুলাঘাট ইউনিয়ন ধাইরখাতা বাশপচাই (সাবেক ছিটমহল) এর বাসিন্দা জমির আলী (৬১)। তিনি তার স্ত্রী মোছাঃ মমিনা বেগম, দুই পুত্র মমিনুল হক, মাসুদ রানা, কন্যা মিনা আক্তারকে নিয়ে মোফাজ্জল হোসেন (জমির আলীর বোনের স্বামী) জমিতে বতর্মান প্রায় ৭ বছর থেকে পরিবার নিয়ে বসবাস করছেন।

এলাকা বাসী বলেন, জমির আলীর কোনো জমি-জমা নেই। তিনি অনেক বছর থেকে অন‍্যের জমির ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করছেন। এই পর্যন্ত অনেক এলাকায় থেকেছেন। তাদের পরিবার নিয়ে থাকার মতো কোনো জমি জমা নেই। তিনি একজন দিন মজুর। তিনি একদিন কামলা না দিলে তার সংসার চলে না। তিনি তার পরিবার নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছে। আমরা এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করি, আপনি জমির আলীর পরিবারকে গৃহ এবং জমি প্রদান করবেন।

কুলাঘাট ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী বলেন, তার ভূমিহীনের বিষয়টি কেউ আমাকে জানায়নি, যদি সে ভূমিহীন হয় একটা ভূমিহীন আবেদন করুক, আলোচনা করে ঘর দিয়ে দিব।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

রাজধানীতে রাত ১১টার পর চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির

জীবন যুদ্ধে পরাজিত জমির আলী, নেই কোন মাথা গোজার ঠাই

প্রকাশিত সময় :- ০৮:১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

জীবন যুদ্ধে পরাজিত দিনমজুর জমির আলী। জীবন যুদ্ধে সে আজ বড়ই ক্লান্ত। নিজের বলতে তার কিছুই নেই। ৪০ বছর ধরে অন্যের জমিতে বসবাস করে আসছেন যাযাবরের মতো। সন্তানের ভবিষ্যৎ আর মাথা গোজার ঠাইয়ের দুশ্চিন্তায় রাতে তার ঘুম আসেনা। এযেন তার দুর্বিষহ জীবন।

কথা হয় সেই জমির আলীর সাথে। তিনি বলেন, অনেক বছর ধরে অন‍্যের জমিতে থাকি। আগে তো পরিবার নিয়ে কয়েক বছর মামার বাড়িতে ছিলোং (ছিলাম)। তারপর মামার জমিতে যখন থাকতে দিলো না তখন, পরিবার নিয়ে আসলোং (আসলাম) মালেক-মোস্তাকের বাড়িতে। এদের বাড়িতে প্রায় ৬ বছরের মতো পরিবার নিয়ে বসবাস করার পর যখন এমরাও (মালেক) থাকতে দিলো না তখন পরিবার নিয়ে আসলোং ওসমানের বাড়ি। এখানে থাকলাম কয়েক বছর। তারপর আসলোং সিদ্দিক প্রফেসরের বাড়ি। এখানে প্রায় ৮-৯ বছর থাকার পর আবার গেইলোং (গেলাম) ঐ মামার বাড়িতে পরিবার নিয়ে। মামার বাড়িতে প্রায় ৮ বছর থাকার পর যখন আবার বের করে দিলো তখন সাবেক ছিটমহলে বোইনের (বোন) জমিতে বাড়ি করে কোনো মতে পরিবারের ৫ সদস্য নিয়ে বেচে আছি। এমন করি মাইসের (মানুষ) জমিতে আর কত দিন থাকব। ঘুম আসেনা বাড়িতে। নিজের জমি জমা নেই, এই দুশ্চিন্তায় রাইত জাইগা চোখের পানি ফেলি।

এইভাবে কেঁদে কেঁদে কথা গুলো বলছিলেন, লালমনিরহাটের সদর র কুলাঘাট ইউনিয়ন ধাইরখাতা বাশপচাই (সাবেক ছিটমহল) এর বাসিন্দা জমির আলী (৬১)। তিনি তার স্ত্রী মোছাঃ মমিনা বেগম, দুই পুত্র মমিনুল হক, মাসুদ রানা, কন্যা মিনা আক্তারকে নিয়ে মোফাজ্জল হোসেন (জমির আলীর বোনের স্বামী) জমিতে বতর্মান প্রায় ৭ বছর থেকে পরিবার নিয়ে বসবাস করছেন।

এলাকা বাসী বলেন, জমির আলীর কোনো জমি-জমা নেই। তিনি অনেক বছর থেকে অন‍্যের জমির ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করছেন। এই পর্যন্ত অনেক এলাকায় থেকেছেন। তাদের পরিবার নিয়ে থাকার মতো কোনো জমি জমা নেই। তিনি একজন দিন মজুর। তিনি একদিন কামলা না দিলে তার সংসার চলে না। তিনি তার পরিবার নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছে। আমরা এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করি, আপনি জমির আলীর পরিবারকে গৃহ এবং জমি প্রদান করবেন।

কুলাঘাট ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী বলেন, তার ভূমিহীনের বিষয়টি কেউ আমাকে জানায়নি, যদি সে ভূমিহীন হয় একটা ভূমিহীন আবেদন করুক, আলোচনা করে ঘর দিয়ে দিব।

নিউজবিজয়২৪/এফএইচএন