ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের দিনব্যাপী কর্মবিরতি পালন

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ১১:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • ২১৫ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

প্রতিশ্রুতি অনুযায়ী জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধি সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় গতকাল খুলনায় তেল উত্তোলন বন্ধ রেখে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।

রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন ও ১৫ জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ রাখা হয়।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সেপ্টেম্বরের শুরুতে ধর্মঘট শুরু করে ব্যবসায়ীরা।

এর মধ্যে ডিজেলে ২ ভাগ, পেট্রোলের ৩ ভাগ ও অকটেনের ৪ ভাগ কমিশন বাড়িয়ে সাড়ে ৭ ভাগ করা, জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশন এজেন্ট হিসেবে ঘোষণা করা ও পুরাতন ট্যাংকলরি অবসরের সময় বাড়ানোর দাবি জানানো হয়। তবে ৩ সেপ্টেম্বর সরকারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এরপর ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে কমিশন বৃদ্ধি করে তাদের চিঠি দেওয়া হয়।
কিন্তু বিপিসি থেকে কমিশন কার্যকরের চিঠি ডিপোগুলোতে না আসায় তারা বর্ধিত কমিশন দিতে আপত্তি জানায়। ফলে বিপিসি থেকে কমিশন কার্যকরের চিঠি না পাওয়া পর্যন্ত তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা। সন্ধ্যায় বিপিসি থেকে পুনরায় প্রতিশ্রুতি পাওয়ার পর কর্মবিরতী স্থগিত করা হয়।

বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি কর্মবিরতি পালন করে।

উল্লেখ্য, খুলনার তিনটি ডিপো থেকে প্রতিদিন প্রায় ২৮ লাখ লিটার ডিজেল, ৮ লাখ লিটার অকটেন ও ৯ লাখ লিটার পেট্রোল উত্তোলন ও বিক্রি করা হয়।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের দিনব্যাপী কর্মবিরতি পালন

প্রকাশিত সময় :- ১১:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

প্রতিশ্রুতি অনুযায়ী জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধি সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় গতকাল খুলনায় তেল উত্তোলন বন্ধ রেখে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।

রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন ও ১৫ জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ রাখা হয়।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সেপ্টেম্বরের শুরুতে ধর্মঘট শুরু করে ব্যবসায়ীরা।

এর মধ্যে ডিজেলে ২ ভাগ, পেট্রোলের ৩ ভাগ ও অকটেনের ৪ ভাগ কমিশন বাড়িয়ে সাড়ে ৭ ভাগ করা, জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশন এজেন্ট হিসেবে ঘোষণা করা ও পুরাতন ট্যাংকলরি অবসরের সময় বাড়ানোর দাবি জানানো হয়। তবে ৩ সেপ্টেম্বর সরকারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এরপর ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে কমিশন বৃদ্ধি করে তাদের চিঠি দেওয়া হয়।
কিন্তু বিপিসি থেকে কমিশন কার্যকরের চিঠি ডিপোগুলোতে না আসায় তারা বর্ধিত কমিশন দিতে আপত্তি জানায়। ফলে বিপিসি থেকে কমিশন কার্যকরের চিঠি না পাওয়া পর্যন্ত তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা। সন্ধ্যায় বিপিসি থেকে পুনরায় প্রতিশ্রুতি পাওয়ার পর কর্মবিরতী স্থগিত করা হয়।

বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি কর্মবিরতি পালন করে।

উল্লেখ্য, খুলনার তিনটি ডিপো থেকে প্রতিদিন প্রায় ২৮ লাখ লিটার ডিজেল, ৮ লাখ লিটার অকটেন ও ৯ লাখ লিটার পেট্রোল উত্তোলন ও বিক্রি করা হয়।

নিউজবিজয়/এফএইচএন