ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৮:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • ২৮২ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

কুড়িগ্রামে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী মোখলেসুর রহমানকে আটক করেছে পুলিশ। নিহত সাহেরা বেগম বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের মেয়ে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোখলেছুর রহমান পলাতক ছিলেন। পরে দিনাজপুর শহর থেকে তাকে আটক করে পুলিশ।

নিহতের পরিবারের লোকজনের দাবি পারিবারিক কলহের জেরে শাহেরার স্বামী তাকে গলাকেটে হত্যা করে লাশ ঘরে রেখে তালাবদ্ধ করে পালিয়েছিলো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোখলেসুর রহমান ও সাহেরা বেগমের ২৫ বছরের সংসার। বিয়ের পর থেকে মোখলেসুর রহমান তার শ্বশুরবাড়ি কুড়িগ্রাম বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিমপাড়া গ্রামে থাকতেন। তাদের দুই মেয়ের বিয়ে দিয়েছেন। এক ছেলে রাজমিস্ত্রির কাজ করে।

বুধবার বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই শুধু ছিলেন। দুপুরে কথা কাটাকাটি করে এক পর্যায়ে মোখলেসুর ধারালো রামদা দিয়ে সাহেরার গলা কেটে ঘর তালা মেরে পালিয়ে যান। রাত ৭টার দিকে নিহতের ছেলে শামীম কাজ শেষে বাড়িতে ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পান। তালা ভেঙে তার মাকে বিছানায় গলাকাটা অবস্থায় দেখে চিৎকার দিলে লোকজন ছুটে আসে।

স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মা ফাতেমা বেগম আসামি মুখলেসুর রহমানের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত শাহেরা বেগমের মা ফাতেমা বেগম বলেন, আমার জামাই মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে। আমি সারাদিন বাইরে ছিলাম। খবর শুনে এসে মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পাই। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, পুলিশ পোস্টিং ঘটনার ৬ ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্বামীকে দিনাজপুর জেলার নবাবগঞ্জের টিকুর সাল খুঁড়িয়া এলাকা থেকে মধ্যরাতে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো রাম দা টিও উদ্ধার করা হয়েছে।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

পাওয়া গেছে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার

কুড়িগ্রামে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রকাশিত সময় :- ০৮:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

কুড়িগ্রামে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী মোখলেসুর রহমানকে আটক করেছে পুলিশ। নিহত সাহেরা বেগম বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের মেয়ে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোখলেছুর রহমান পলাতক ছিলেন। পরে দিনাজপুর শহর থেকে তাকে আটক করে পুলিশ।

নিহতের পরিবারের লোকজনের দাবি পারিবারিক কলহের জেরে শাহেরার স্বামী তাকে গলাকেটে হত্যা করে লাশ ঘরে রেখে তালাবদ্ধ করে পালিয়েছিলো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোখলেসুর রহমান ও সাহেরা বেগমের ২৫ বছরের সংসার। বিয়ের পর থেকে মোখলেসুর রহমান তার শ্বশুরবাড়ি কুড়িগ্রাম বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিমপাড়া গ্রামে থাকতেন। তাদের দুই মেয়ের বিয়ে দিয়েছেন। এক ছেলে রাজমিস্ত্রির কাজ করে।

বুধবার বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই শুধু ছিলেন। দুপুরে কথা কাটাকাটি করে এক পর্যায়ে মোখলেসুর ধারালো রামদা দিয়ে সাহেরার গলা কেটে ঘর তালা মেরে পালিয়ে যান। রাত ৭টার দিকে নিহতের ছেলে শামীম কাজ শেষে বাড়িতে ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পান। তালা ভেঙে তার মাকে বিছানায় গলাকাটা অবস্থায় দেখে চিৎকার দিলে লোকজন ছুটে আসে।

স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মা ফাতেমা বেগম আসামি মুখলেসুর রহমানের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত শাহেরা বেগমের মা ফাতেমা বেগম বলেন, আমার জামাই মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে। আমি সারাদিন বাইরে ছিলাম। খবর শুনে এসে মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পাই। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, পুলিশ পোস্টিং ঘটনার ৬ ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্বামীকে দিনাজপুর জেলার নবাবগঞ্জের টিকুর সাল খুঁড়িয়া এলাকা থেকে মধ্যরাতে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো রাম দা টিও উদ্ধার করা হয়েছে।

নিউজবিজয়২৪/এফএইচএন