ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০২:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • ৩৭০ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

আজ মঙ্গলবার (৪ জুলাই) সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের মিলের পাড় বাজারের কাছে রাজারহাট-নাজিম খান সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উলিপুর উপজেলার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম রাজারহাট উপজেলার রাঘব ঝাড়িঝাড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৩৫)। দুজনই অটোরিকশায় ছিলেন।

আহতরা হলেন হাবিবুর রহমান (৪০), সিনহা (৯), গোলজার হোসেন (৫০) ও আমিনুল ইসলাম (৪০)। এর মধ্যে সিনহা রাজারহাট উপজেলার বাসিন্দা। অপর তিনজন উলিপুরের। আহতদের মধ্যে অটোচালক কে ছিলেন তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮টায় ওই সড়কে নাজিম খানগামী একটি পিকআপের সঙ্গে রাজারহাটগামী একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালকসহ ছয় যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ সময় অপর পাঁচ যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে সেলিনা মারা যান।

রাজারহাট থানার ওসি আব্দুল্লা হিল জামান জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে পিকআপ ও অটোরিকশা থানায় নেওয়া হয়েছে। পিকআপের চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

পাওয়া গেছে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার

কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রকাশিত সময় :- ০২:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

আজ মঙ্গলবার (৪ জুলাই) সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের মিলের পাড় বাজারের কাছে রাজারহাট-নাজিম খান সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উলিপুর উপজেলার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম রাজারহাট উপজেলার রাঘব ঝাড়িঝাড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৩৫)। দুজনই অটোরিকশায় ছিলেন।

আহতরা হলেন হাবিবুর রহমান (৪০), সিনহা (৯), গোলজার হোসেন (৫০) ও আমিনুল ইসলাম (৪০)। এর মধ্যে সিনহা রাজারহাট উপজেলার বাসিন্দা। অপর তিনজন উলিপুরের। আহতদের মধ্যে অটোচালক কে ছিলেন তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮টায় ওই সড়কে নাজিম খানগামী একটি পিকআপের সঙ্গে রাজারহাটগামী একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালকসহ ছয় যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ সময় অপর পাঁচ যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে সেলিনা মারা যান।

রাজারহাট থানার ওসি আব্দুল্লা হিল জামান জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে পিকআপ ও অটোরিকশা থানায় নেওয়া হয়েছে। পিকআপের চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

নিউজবিজয়২৪/এফএইচএন