ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কারাগারে থাকা বিএনপি মহাসচিবকে ইসির চিঠি

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০২:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ২৬৬ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংলাপের জন্য চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। দলটির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে থাকলেও ইসির চিঠি গ্রহণ করেনি কেউ।

সকালে ১০টার দিকে ইসির প্রতিনিধি চিঠি নিয়ে আসলে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ দেখে অপেক্ষা করেন। অপেক্ষার পরও কেউ চিঠি গ্রহণ করতে না আসায় ফেরত চলে যান ইসির সেই বার্তাবাহক।

একটি সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতাদের ফোন করেও চিঠি দিতে পারেনি ইসির সেই বার্তাবাহক।

ইসি সূত্র বলছে, আজ বৃহস্পতিবার সকালে কমিশনের এক কর্মকর্তার মাধ্যমে চিঠিটি পাঠানো হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। দুপুর ১২টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন ইসির ওই কর্মকর্তা। বিএনপি অফিসে উপস্থিত যারা আছেন, তাদেরকে চিঠিটি গ্রহণ কর‍তে বললে তারা অস্বীকৃতি জানান। পরে ইসি থেকে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে ফোনে কথা বলা হলে, তারা সাফ জানিয়ে দেন- এই মুহুর্তে নির্বাচন কমিশনের কোনো চিঠি বা আমন্ত্রণ বিএনপি গ্রহণ করবে না।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘাতের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। গ্রেপ্তার আতঙ্কে কেউ অফিসে আসেন না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-সহ অনেক নেতাকেই গ্রেপ্তার করা হয়েছে।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

কারাগারে থাকা বিএনপি মহাসচিবকে ইসির চিঠি

প্রকাশিত সময় :- ০২:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংলাপের জন্য চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। দলটির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে থাকলেও ইসির চিঠি গ্রহণ করেনি কেউ।

সকালে ১০টার দিকে ইসির প্রতিনিধি চিঠি নিয়ে আসলে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ দেখে অপেক্ষা করেন। অপেক্ষার পরও কেউ চিঠি গ্রহণ করতে না আসায় ফেরত চলে যান ইসির সেই বার্তাবাহক।

একটি সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতাদের ফোন করেও চিঠি দিতে পারেনি ইসির সেই বার্তাবাহক।

ইসি সূত্র বলছে, আজ বৃহস্পতিবার সকালে কমিশনের এক কর্মকর্তার মাধ্যমে চিঠিটি পাঠানো হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। দুপুর ১২টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন ইসির ওই কর্মকর্তা। বিএনপি অফিসে উপস্থিত যারা আছেন, তাদেরকে চিঠিটি গ্রহণ কর‍তে বললে তারা অস্বীকৃতি জানান। পরে ইসি থেকে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে ফোনে কথা বলা হলে, তারা সাফ জানিয়ে দেন- এই মুহুর্তে নির্বাচন কমিশনের কোনো চিঠি বা আমন্ত্রণ বিএনপি গ্রহণ করবে না।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘাতের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। গ্রেপ্তার আতঙ্কে কেউ অফিসে আসেন না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-সহ অনেক নেতাকেই গ্রেপ্তার করা হয়েছে।

নিউজবিজয়২৪/এফএইচএন