ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কাউনিয়ায় পাঠোয়ারীটারী দাখিল মাদ্রাসায় পতাকা উত্তোলন হয়নি

কাউনিয়ায় পাঠোয়ারীটারী দাখিল মাদ্রাসায় পতাকা উত্তোলন হয়নি

মহান শহীদ দিবসে সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনিমিত রাখার নিয়ম থাকলেও রংপুরের কাউনিয়ায় পাঠোয়ারীটারী দাখিল মাদ্রাসায় আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বেলা একটা পর্যন্ত কোনো পতাকা উত্তোলন করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ ঠাকুরদাস গ্রামে অবস্থিত পাঠোয়ারীটারী দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায়, কোনো পতাকা টানানো হয়নি। প্রতিষ্ঠানের নেই শিক্ষক ও শিক্ষার্থী। প্রতিষ্ঠানের সুপারের অফিস সহ সব শ্রেণি কক্ষে তালা ঝুলছে।
হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী বাবু বলেন, আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হবে এদিন। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারা বিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
কিন্তু মহান শহীদ দিবসে পাঠোয়ারীটারী দাখিল মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন হয় নাই এটা খুবই দুঃখজনক। এই প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস পালন না হওয়ায় স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাষা আন্দোলনে শহীদের শ্রদ্ধা নিবেদনে অনিহা প্রকাশকারী এসব ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিৎ। নাম প্রকাশ না করতে কয়েকজন বাসিন্দা বলেন, এই প্রতিষ্ঠানের প্রধান অন্য কোন মতদর্শী। তা না হলে মহান শহীদ দিবস পালনে কিংবা জাতীয় পতাকা উত্তোলনে তাঁর এতো অনিহা কেন?
মহান শহীদ দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন না করায় বিষয়ে কথা বলতে গেলে পাঠোয়ারীটারী দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রমিজ উদ্দিনের ছেলে সুমন মিয়া সাংবাদিকের উপর চড়াও হয়ে উঠে বকাবকি করেন। পরে কমিটির সভাপতি রমিজ উদ্দিন এসে বলেন, আজ ভাষা দিবস তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হয়তো একারণে পতাকা উত্তোলন করেন নাই।

আরো পগুন.পীরগাছায় ভাইয়ের হাতে ভাই খুন: অতিরিক্ত পুলিশ মোতায়েন
তবে পাঠোয়ারীটারী দাখিল মাদ্রাসার সুপার ইউসুছ আলী জানান, তিনি সকালে মাদ্রাসায় গিয়ে দোয়া পরিচালনা ও জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ী চলে আসেন।
তবে স্থানীয় সাংবাদিকেরা বেলা একটার দিকে মাদ্রাসা কার্যালয়টির ছবি তুলতে গেলে ওই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান সকালে দুইজন শিক্ষক এসে পাশে চায়ের দোকানে চা খেয়ে চলে যায়। কিন্তু মহান শহীদ দিবস উপলক্ষে কোন দোয়া বা আলোচনা হয়নি। এমনকি জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ বলেন, মহান শহীদ দিবসে পাঠোয়ারীটারী দাখিল মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহীর দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) মনোনীতা দাস বলেন, শহীদ দিবস ও জাতীয় শোক দিবসে বা সরকার প্রজ্ঞাপিত অন্যান্য দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান করা হয়েছে। আজ মহান শহীদ দিবসে কেন ওই প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার জন্য মাধ্যমিক কর্মকর্তাকে বলা হয়েছে।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

কাউনিয়ায় পাঠোয়ারীটারী দাখিল মাদ্রাসায় পতাকা উত্তোলন হয়নি

প্রকাশিত সময় :- ০৬:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

মহান শহীদ দিবসে সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনিমিত রাখার নিয়ম থাকলেও রংপুরের কাউনিয়ায় পাঠোয়ারীটারী দাখিল মাদ্রাসায় আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বেলা একটা পর্যন্ত কোনো পতাকা উত্তোলন করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ ঠাকুরদাস গ্রামে অবস্থিত পাঠোয়ারীটারী দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায়, কোনো পতাকা টানানো হয়নি। প্রতিষ্ঠানের নেই শিক্ষক ও শিক্ষার্থী। প্রতিষ্ঠানের সুপারের অফিস সহ সব শ্রেণি কক্ষে তালা ঝুলছে।
হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী বাবু বলেন, আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হবে এদিন। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারা বিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
কিন্তু মহান শহীদ দিবসে পাঠোয়ারীটারী দাখিল মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন হয় নাই এটা খুবই দুঃখজনক। এই প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস পালন না হওয়ায় স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাষা আন্দোলনে শহীদের শ্রদ্ধা নিবেদনে অনিহা প্রকাশকারী এসব ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিৎ। নাম প্রকাশ না করতে কয়েকজন বাসিন্দা বলেন, এই প্রতিষ্ঠানের প্রধান অন্য কোন মতদর্শী। তা না হলে মহান শহীদ দিবস পালনে কিংবা জাতীয় পতাকা উত্তোলনে তাঁর এতো অনিহা কেন?
মহান শহীদ দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন না করায় বিষয়ে কথা বলতে গেলে পাঠোয়ারীটারী দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রমিজ উদ্দিনের ছেলে সুমন মিয়া সাংবাদিকের উপর চড়াও হয়ে উঠে বকাবকি করেন। পরে কমিটির সভাপতি রমিজ উদ্দিন এসে বলেন, আজ ভাষা দিবস তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হয়তো একারণে পতাকা উত্তোলন করেন নাই।

আরো পগুন.পীরগাছায় ভাইয়ের হাতে ভাই খুন: অতিরিক্ত পুলিশ মোতায়েন
তবে পাঠোয়ারীটারী দাখিল মাদ্রাসার সুপার ইউসুছ আলী জানান, তিনি সকালে মাদ্রাসায় গিয়ে দোয়া পরিচালনা ও জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ী চলে আসেন।
তবে স্থানীয় সাংবাদিকেরা বেলা একটার দিকে মাদ্রাসা কার্যালয়টির ছবি তুলতে গেলে ওই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান সকালে দুইজন শিক্ষক এসে পাশে চায়ের দোকানে চা খেয়ে চলে যায়। কিন্তু মহান শহীদ দিবস উপলক্ষে কোন দোয়া বা আলোচনা হয়নি। এমনকি জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ বলেন, মহান শহীদ দিবসে পাঠোয়ারীটারী দাখিল মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহীর দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) মনোনীতা দাস বলেন, শহীদ দিবস ও জাতীয় শোক দিবসে বা সরকার প্রজ্ঞাপিত অন্যান্য দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান করা হয়েছে। আজ মহান শহীদ দিবসে কেন ওই প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার জন্য মাধ্যমিক কর্মকর্তাকে বলা হয়েছে।

নিউজবিজয়২৪/এফএইচএন