ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত সদ্য নির্বাচিত নওগাঁ-৩ আসনের এমপি সৌরেন

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেন। গত রবিবার ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন) নৌকা প্রতীকে ৭৮ হাজার ৫১০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করার পর থেকেই সদ্য নির্বাচিত এমপি সাবেক সিনিয়র সচিব সৌরেন নির্বাচনী দুই উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। বদলগাছী নিজ এলাকাতে সোমবার সকাল থেকে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানানো শুরু করেন। এরপর মহাদেবপুর উপজেলার নেতাকর্মীদের ভলোবাসায় সিক্ত হন তিনি।

এছাড়া তাঁর বিজয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে স্ব স্ব উপজেলা পরিষদ চত্বরে যান। সেখানে সদ্য নির্বাচিত এমপি সৌরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

সদ্য নির্বাচিত এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বলেন, সর্বপ্রথম আমি আমার দুই উপজেলার ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। তাই সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর আমি আপনাদের এমপি হয়ে থাকতে চাই। আপনাদের সেবায় সব সময় নিয়োজিত থাকবো। তিনি বলেন, এর আগে আমি সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের সেবা করার চেষ্টা করেছি। এখন জনপ্রতিনিধি হয়ে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। তবে আমাকে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থাকার যে সুযোগটা পেয়েছি, তার জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দলীয় প্রধান শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে নৌকা প্রতীক না দিলে, আমি বুঝতে পারতাম না আপনারা আমাকে এতো ভালোবাসেন। তাই আমিও আপনাদের সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করার চেষ্টা করবো। এখন আমার মূল লক্ষ্য হবে মহাদেবপুর ও বদলগাছী উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলা। এছাড়া সংসদীয় এলাকাকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং সন্তাসমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে সবার সহযোগীতা চান তিনি।

উল্লেখ্য, এই আসনে মাহফুজা আকরাম চৌধুরী (মায়া) পেয়েছেন (স্বতন্ত্র) ঈগল ১২ হাজার ৭৮৬ ভোট, ডিএম মাহাবুল উল মান্নাফ (স্বতন্ত্র) কাঁচি ভোট পেয়েছেন ১হাজার ৩৩১ ভোট, শাহিনুর রহমান (স্বতন্ত্র) কেটলি পেয়েছেন ১ হাজার ৭০১ ভোট, মাসুদ রানা (জাতীয় পার্টি) লাঙ্গল পেয়েছেন ৩ হাজার ৪৪১ ভোট, তৃণমূল বিএনপির সোহেল কবীর (সোনালী আঁশ) চৌধুরী পেয়েছেন ৫৯৭ ভোট। এই আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ২০ হাজার ৯০৬জন। ভোট পড়ে ২ লাখ ২৫ হাজার ৬৭৭। তাই এ আসনে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওযায় ওই ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

আর বিজয়ী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৬১ ভোট। নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি পেয়েছেন ৬০ হাজার ৫১ ভোট। ফলে সৎ, যোগ্য ও ক্লিন ইমেজের হওয়ায় ৭৮ হাজার ৫১০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বলে মনে করছেন এলাকাবাসী। এর ফলে এই আসনের ভোটারগণও অত্যন্ত আনন্দিত। স্থানীয় কয়েকজন বলেন, মানুষের উপকার করা সৌরেনের পারিবারিক শিক্ষ। যেহেতু পূর্বপুরুষ থেকেই এলাকার মানুষের কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেই চেতনা এবং সামাজিক দায়বোধ থেকেই তিনিও এলাকার জন্য সবসময় কিছু করার চেষ্টা করেন। ফলে জনগণের পাশে থেকে জনপ্রতিনিধি হিসেবে আরও উন্নয়ন করতে পারবেন বলে আমরা মনে করি।

আরও পড়ুন>> ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না গ্রামীণফোনে

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ যে তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত সদ্য নির্বাচিত নওগাঁ-৩ আসনের এমপি সৌরেন

প্রকাশিত সময় :- ০৩:৩৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেন। গত রবিবার ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন) নৌকা প্রতীকে ৭৮ হাজার ৫১০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করার পর থেকেই সদ্য নির্বাচিত এমপি সাবেক সিনিয়র সচিব সৌরেন নির্বাচনী দুই উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। বদলগাছী নিজ এলাকাতে সোমবার সকাল থেকে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানানো শুরু করেন। এরপর মহাদেবপুর উপজেলার নেতাকর্মীদের ভলোবাসায় সিক্ত হন তিনি।

এছাড়া তাঁর বিজয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে স্ব স্ব উপজেলা পরিষদ চত্বরে যান। সেখানে সদ্য নির্বাচিত এমপি সৌরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

সদ্য নির্বাচিত এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বলেন, সর্বপ্রথম আমি আমার দুই উপজেলার ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। তাই সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর আমি আপনাদের এমপি হয়ে থাকতে চাই। আপনাদের সেবায় সব সময় নিয়োজিত থাকবো। তিনি বলেন, এর আগে আমি সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের সেবা করার চেষ্টা করেছি। এখন জনপ্রতিনিধি হয়ে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। তবে আমাকে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থাকার যে সুযোগটা পেয়েছি, তার জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দলীয় প্রধান শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে নৌকা প্রতীক না দিলে, আমি বুঝতে পারতাম না আপনারা আমাকে এতো ভালোবাসেন। তাই আমিও আপনাদের সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করার চেষ্টা করবো। এখন আমার মূল লক্ষ্য হবে মহাদেবপুর ও বদলগাছী উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলা। এছাড়া সংসদীয় এলাকাকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং সন্তাসমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে সবার সহযোগীতা চান তিনি।

উল্লেখ্য, এই আসনে মাহফুজা আকরাম চৌধুরী (মায়া) পেয়েছেন (স্বতন্ত্র) ঈগল ১২ হাজার ৭৮৬ ভোট, ডিএম মাহাবুল উল মান্নাফ (স্বতন্ত্র) কাঁচি ভোট পেয়েছেন ১হাজার ৩৩১ ভোট, শাহিনুর রহমান (স্বতন্ত্র) কেটলি পেয়েছেন ১ হাজার ৭০১ ভোট, মাসুদ রানা (জাতীয় পার্টি) লাঙ্গল পেয়েছেন ৩ হাজার ৪৪১ ভোট, তৃণমূল বিএনপির সোহেল কবীর (সোনালী আঁশ) চৌধুরী পেয়েছেন ৫৯৭ ভোট। এই আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ২০ হাজার ৯০৬জন। ভোট পড়ে ২ লাখ ২৫ হাজার ৬৭৭। তাই এ আসনে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওযায় ওই ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

আর বিজয়ী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৬১ ভোট। নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি পেয়েছেন ৬০ হাজার ৫১ ভোট। ফলে সৎ, যোগ্য ও ক্লিন ইমেজের হওয়ায় ৭৮ হাজার ৫১০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বলে মনে করছেন এলাকাবাসী। এর ফলে এই আসনের ভোটারগণও অত্যন্ত আনন্দিত। স্থানীয় কয়েকজন বলেন, মানুষের উপকার করা সৌরেনের পারিবারিক শিক্ষ। যেহেতু পূর্বপুরুষ থেকেই এলাকার মানুষের কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেই চেতনা এবং সামাজিক দায়বোধ থেকেই তিনিও এলাকার জন্য সবসময় কিছু করার চেষ্টা করেন। ফলে জনগণের পাশে থেকে জনপ্রতিনিধি হিসেবে আরও উন্নয়ন করতে পারবেন বলে আমরা মনে করি।

আরও পড়ুন>> ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না গ্রামীণফোনে

নিউজবিজয়২৪/এফএইচএন