ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদের সই জালিয়াতির অভিযোগ, জি এম কাদেরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ৩১৮ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই জালিয়াতি করে জি এম কাদের নিজেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিষ্ঠার ঘটনায় করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আগামী ১৪ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়সারুল ইসলাম এ আদেশ দেন। আদালতে বাদীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সোহেল রানা।

এর আগে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সদস্য কাজী মনির হোসেন রুবেল জি এম কাদেরের বিরুদ্ধে এই প্রতারণার মামলা দায়ের করেন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে সিএমএইচে চিকিৎসাধীন থাকাকালে জি এম কাদের সকল নেতাদের চোখ ফাঁকি দিয়ে জাতীয় পার্টির একটি প্যাডে হুসেইন মুহম্মদ এরশাদের সই নকল করেন। সই জালিয়াতির মাধ্যমে জি এম কাদের নিজেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিষ্ঠার চেষ্টা চালান।

এই মামলায় গাজীপুর জেলার অতিরিক্ত সহকারী জজ আদালত গত ১৮ মে জি এম কাদেরসহ অন্যান্যদের বিরুদ্ধে সমন জারি করেন। জি এম কাদের ছাড়াও দলের কেন্দ্রীয় মহাসচিব, সাংগঠনিক সম্পাদক , জি এম কাদের ঘোষিত গাজীপুর মহানগরের সভাপতি এম এম নিয়াজ উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার সচিবের প্রতি সমন জারি করা হয়। এরই ধারাবাহিকতায় মামলাটি তদন্তের নির্দেশ দিলেন গাজীপুরের আদালত।

প্রসঙ্গত, একই ঘটনায় ঢাকার ২য় সিনিয়র সহকারী জজ আদালতে জাপার দফতর সম্পাদক নাফিজ মাহবুব আরেকটি দেওয়ানি মামলা দায়ের করেন। পরে আদালতের বিচারক জুলফিকার হোসাইন রনি মামলার বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন। এ মামলায় জি এম কাদের ছাড়াও জাতীয় পার্টির মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়।

পাশাপাশি সাক্ষর জালিয়াতির ঘটনায় জি এম কাদেরের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট মামলাও দায়ের করা হয়।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ২০শে মে.২০২৪

এরশাদের সই জালিয়াতির অভিযোগ, জি এম কাদেরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

প্রকাশিত সময় :- ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই জালিয়াতি করে জি এম কাদের নিজেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিষ্ঠার ঘটনায় করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আগামী ১৪ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়সারুল ইসলাম এ আদেশ দেন। আদালতে বাদীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সোহেল রানা।

এর আগে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সদস্য কাজী মনির হোসেন রুবেল জি এম কাদেরের বিরুদ্ধে এই প্রতারণার মামলা দায়ের করেন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে সিএমএইচে চিকিৎসাধীন থাকাকালে জি এম কাদের সকল নেতাদের চোখ ফাঁকি দিয়ে জাতীয় পার্টির একটি প্যাডে হুসেইন মুহম্মদ এরশাদের সই নকল করেন। সই জালিয়াতির মাধ্যমে জি এম কাদের নিজেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিষ্ঠার চেষ্টা চালান।

এই মামলায় গাজীপুর জেলার অতিরিক্ত সহকারী জজ আদালত গত ১৮ মে জি এম কাদেরসহ অন্যান্যদের বিরুদ্ধে সমন জারি করেন। জি এম কাদের ছাড়াও দলের কেন্দ্রীয় মহাসচিব, সাংগঠনিক সম্পাদক , জি এম কাদের ঘোষিত গাজীপুর মহানগরের সভাপতি এম এম নিয়াজ উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার সচিবের প্রতি সমন জারি করা হয়। এরই ধারাবাহিকতায় মামলাটি তদন্তের নির্দেশ দিলেন গাজীপুরের আদালত।

প্রসঙ্গত, একই ঘটনায় ঢাকার ২য় সিনিয়র সহকারী জজ আদালতে জাপার দফতর সম্পাদক নাফিজ মাহবুব আরেকটি দেওয়ানি মামলা দায়ের করেন। পরে আদালতের বিচারক জুলফিকার হোসাইন রনি মামলার বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন। এ মামলায় জি এম কাদের ছাড়াও জাতীয় পার্টির মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়।

পাশাপাশি সাক্ষর জালিয়াতির ঘটনায় জি এম কাদেরের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট মামলাও দায়ের করা হয়।

নিউজবিজয়/এফএইচএন